একটি বাংলা ইসলামিক ইবুক ডাউনলোড করুন(২)

আসালামুলাইকুম,আপনাদের সাথে আজকে আবার একটি ইসলামিক ইবুক শেয়ার করব।

সাইয়েদ আবুল হাসান আলী নদভী লেখা সম্পর্কে যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নেই।আমি তার বই উপর আলাদা করে মন্তব্য করার দুংসাহস দেখাব না,শুধু এইটুকু বলতে পারি আপনি যদি একজন শিক্ষিত যুক্তিবাদী মানুষ হন তাহলে লেখকের লেখা সম্পর্কে আপনি ভাবতে বাধ্য হবেন।তার লেখনী সম্পর্কে সামান্য আভাস নিচে দেয়া হল।

পূর্ণ এক শতাব্দী হতে চলছে ইউরোপ আমাদের যুবক ও শিক্ষিত শ্রেণীর মস্তিষ্ক বিকৃ্ত করে আসছে।সংশয়- সন্দেহ,ধর্মহীনতা,নাস্তিকতা,ভন্ডামী ও প্রতারনার বীজ ঢুকিয়ে দিয়েছে তাদের চিন্তা-চেতনায়।এতে ধর্মীয় সকল বিষয়ে তাদের ঈমান নড়বড়ে হয়ে পড়ছে বরং সেখানে স্থান করে নিচ্ছে বস্তুতান্তিক রাজনৈতিক ও অর্থনৈতিক মনোভাব।পূর্ণ এক শতাব্দী ধরে আমরা এই গ্লানি ও পরাজয়ের শিকার,কিন্তু আমাদের তা প্রতিরোধ করার কোন ফিকির হয়নি,আমরা তার কোন পরোয়া করিনি।আমাদের যে সময়ের দাবী অনুযায়ী পুরাতন জ্ঞানভান্ডারের সাথে নতুন অনেক জ্ঞানের,বিভিন্ন ধরনের জ্ঞানের সংযোজন করা একান্ত কর্তব্য ছিল,আমরা তা বুঝিনি।আমরা ইউরোপের ঐ সমস্ত দর্শনকে বুঝার এবং বুঝে তার যথাযথ তাত্ত্বিক পর্যালোচনা করে দক্ষ সার্জেনের মত তার পোস্টমর্টেম করার কোন প্রয়োজন অনুভব করিনি।আমাদের সমস্ত সময় ব্যয় হয়েছে মৌ্লিকত্ব নেই এমন অনেক বিষয়ে।ফলে আমরা এক ভয়ানক পরিস্হিতির সম্মুখীন হলাম।আমাদের এক বিশাল জনগোষ্ঠীর ঈমান ও বিশ্বাস আজ নড়বড়ে,ঘুনে ধরা।

আপনার সময় যদি কম থাকে তাহলে আমি অন্তত এইটুকু বলব বই এর নতুন তুফান ও তার প্রতিরোধ অংশটুকু পড়বেন।

ডাউনলোড লিঙ্ক-ঈমানের দাবী

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো।ডাউনলোড করছি।

সহস্র ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ বইটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ………অনেক গুলো…

আপনাদের সকলকে ধন্যবাদ।

সাইয়েদ আবুল হাসান আলী নদভী্র একটা বই পড়ছিলাম, আমার জীবনের অন্যতম সেরা বই, “মুসলমানদের পতনে বিশ্ব কি হারাল”। প্রতিটি লাইনেই মুক্তা। এটিও ভাল হবে অবশ্যই… ধন্যবাদ শেয়ারের জন্য।

    সহমত! বইটি <a href=" http://goo.gl/8z95e " target="_blank"> এখানে আছে </a> আগ্রহী বন্ধুগণ ডাউনলোড করতে পারবেন।

ধন্যবাদ ………….