প্রিয় টিউনার ভায়েরা অনেক দিন পর টেকটিউন আমাদের মাঝে ফিরে এসেছে । তাই সেই খুশিতে আমিও আপনাদের মাঝে এলাম ছোট্ট ও দরকারি জিনিস নিয়ে আমরা অনেক সময় আমরা কম্পিউটার এ বিভিন্ন কাজ করতে দিয়ে অন্যথা চলে যাই কিন্তু দেখা যায় কাজ শেষ হওয়ার পরেও কম্পিউটার চলতে থাকে। কিন্তু আপনি ইচ্ছে করলে কম্পিউটারকে টাইমারের সাহায্যে নির্দিষ্ট সময়ে বন্ধ করতে পারবেন। আজ আমি সেই ধরনের একটি সফটওয়্যার আপনাদের মাঝে উপহার দেব সফটওয়্যার টি মূলত একটি ডেক্সটপ ক্লক । আর সফটওয়্যার টি মাত্র ৬০০ KB এবং registration কী generator সহ দেয়া আছে । প্রথমে নিচের লিঙ্ক থেকে Download করে নিয়ে install দিন।
ওপেন করলে নিচের মত দেখাবে।
সেখান থেকে সেটিং এ জাবার জন্য লাল তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন । নতুন একটি window ওপেন হবে নিচের মত
সেখান থেকে Timer এ ক্লিক করুন উপরে
এবার এ রকম আসবে
এবার টাইম সেট করার জন্য Select Time এ ক্লিক করে সময় ঠিক করুন
এবং সবশেষে Ok আবার Ok করে বেরিয়ে আসুন । ডেক্সটপ এ লক্ষ করে দেখবেন আপনার দেয়া সময় আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সঠিক সময়ে কম্পিউটার টা বন্ধ হয়ে যাবে । তাছাড়া সফটওয়্যার টি তে আরও অনেক অপশন রয়েছে আপনারা চালো করলে দেখতে পারবেন ।
সবার কাছে একটা সাহায্য চাইলাম কেউ পারলে আমাকে একটা হেল্প করেন আমার কম্পিউটার E ড্রাইভ টা ভাইরাস এর কারনে ক্ষতি হয়েছে ডাবল ক্লিক এ খুলেনা আমি সারা কম্পিউটার স্ক্যান করে শুধু autorun ভাইরাস পেয়েছি । এবং টা ডিলিট করে দিয়েছি এখন ও ড্রাইভ টা খুলেনা । আমি জানি যে পার্টিশন ভাংলে ঠিক হয়ে যাবে কিন্তু আমার পক্ষে পার্টিশন ভাঙ্গা সম্ভব না তাই আমি অন্য কোন উপায় খুজছি কেউ জানলে আমাকে জানাবেন দয়া করে।
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
TIMER CLOCK
এত দিনেও চিনলে না আমায়;
বুঝলে না তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত অসহায় এই আমি।