বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বারকাতুহু
আমার প্রিয় ব্লগ "টেকটিউন" ফিরে আসায়, মহান রব্বুল আলামীনের শোকরিয়া জ্ঞাপন করে আমি আমার আজকের টিউন শুরু করছি।
সুপ্রিয় ভাই-বোনেরা আজ আপনাদের খেদমতে নিয়ে আসলাম কালামে পাক মহা গ্রন্থ “আল-কোরআন” এর তাফসির গ্রন্থ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফী (রহঃ) এর “মারেফুল কোরআন”। যার বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুহিউদ্দিন খান। নিচের লিন্কটি হতে আপনারা “মারেফুল কোরআন”এর ৮টি ভলিয়্যুম মোট ২০টি খন্ডে ডাউনলোড করতে পারবেন। আপনাদের কাজে লাগলেই আমার কষ্ট স্বার্থক হবে বলে মনে করি।
বিঃদ্রঃ = হয়তো এ মহান গ্রন্থটি নিয়ে আগে টিউন হয়েছে। আমিও আবার টিউন করলাম আমি মনে করি এ ধরনের গ্রন্থ নিয়ে যতবেশী টিউন হবে মানুষ তত বেশী জানবে। ধন্যবাদ সবাইকে
আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।
এখান থেকেও ডাউনলোড করতে পারবেন
http://ebookbd.info/