আপনার পিসি পরিস্কার করুন (আপনার পিসির সুস্থতা!)

আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। অনেক দিন পরে টিটি তে টিউন দিলাম। বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত ভিডিট করা হলেও টিউন আর দেওয়া হয় না। তাই আজকে সময় করে আপনাদের জন্য একটি টিউন তৈরি করেই ফেললাম।

আমরা যারা সবাই পিসি ইউস করি আমাদের সবারই এটি কমন সমস্যা যে জাঙ্ক বা অপ্রয়োজনীয় ফাইল দ্বারা বিভিন্ন প্রোগ্রাম পূর্ণ হয়ে যায়। এই সমস্যা আমাদের উইন্ডোজ এক্সপি থেকে যা এখন উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি বাড়তি ভোগান্তি। এই জন্য নামকরা কিছু সফটওয়্যারও আছে, কিন্তু তার বাইরেও কিছু আরো সফর্টওয়্যার আছে যেগুলো হয়তো বা প্রচারণা বা অন্য কারণে তেমন জনপ্রিয় হয়নি। এই রকম দুইটি পিসি-ক্লিনার সফটওয়্যার নিয়েই আজকের টিউন। আসলে এর আগে আরো অনেক বারই এই রকম টিউন হয়েছে কিন্তু নতুন ভাবেই আবারা টিউন দিলাম, আশা করি খারাপ লাগবে না।

আসুন প্রথমে জেনে নেই কিভাবে আপনার পিসিতে অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়

কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম এবং অন্যান্য কাজের নমুনা বা হিস্টোরি কম্পিউটারের একটি বিশেষ প্রোগ্রাম স্টোর করে রাখে। যাবে পরবর্তীতে আপনার দরকার হলে আপনি কোন ঝামেলা ছাড়াই সেগুলো বের করতে পারেন বা দেখতে পারেন। কিন্তু সেগুলো সবসময় আপনার দরকার পরে না আর যখন বা যেগুলো দরকার হয় না সেগুলো রাখার ও কোন প্রয়োজন নেই কিন্তু এরকম স্টোরেজ হতেই থাকে। উইন্ডোজ এক্সপিতে আগে রান এ বিভিন্ন কমান্ড লিখে জাঙ্ক ফাইল রিমুভ করা হত। এখন সফর্টওয়্যারের সাহায্য খুব সহজেই এগুলো রিমুভ করা হচ্ছে এবং দিন দিন সফর্টওয়্যার গুলো উন্নতই হচ্ছে।

আসুন কিছু দুইটি এইরকম সফর্টওয়্যারের সাথে পরিচিত হই

Cyber D’s Autodelete

এটি একটি অত্যন্ত কাজের এবং প্রয়োজনীয় সফটওয়্যার সিক্লিনার বা অন্যান্য সফটওয়্যারের থেকে এটি অনেক কাযকর কারণ এটি একটি ফ্রি সফটওয়্যার। এই ক্লিনার সফটওয়্যারটির দ্বারা আপনি অপ্রয়োজনীয় এবং পুরাতন ফাইলগুলো একক্লিকেই মুছে ফেলতে পারেন। তাছাড়া নাম ফিল্টার বা তারিখ দিয়েও আপনি নিদিষ্ট ভাবে ফাইল মুছতে পারবেন।

এছাড়াও এই সফটওয়্যারের সবচেয়ে ভাল ফিচার গুলো হচ্ছে এর দ্বারা আপনি বছর, দিন, ঘন্টা, এবং মিনিটের হিসাবেও ফাইল মুছতে পারবেন। বিভিন্ন ডিলিট অপশন, রিসাইকেল বিন থেকে ফাইল রিমুভ বা মুভ এবং নিরাপদে ফাইল ডিলিট করতে পারবেন এবং এর দ্বারা আপনি আপনার পিসির সব খালি ফোল্ডারও রিমুভ করতে পারেন।

Delete Files Older Than

এই সফটওয়্যারটি আরেকটি মূল্যবান জাঙ্ক ফাইল রিমোভ করার সফটওয়্যার, এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য বিশেষ ভাবে কার্যকর। এই সফর্টওয়্যারটি দিয়ে আপনি দুই ভাবে সমস্ত অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করতে পারেন all types অথবা specific type দিয়ে। আপনি পুরাতন এবং নতুন সকল অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারেন- শুধু Find আর Remove দুই ক্লিকের মাধ্যমে আর specific type এই অপশন টি দিয়ে আপনি শুধু মাত্র দিনের বা মাসের হিসাবে ফাইল রিমোভ করতে পারেন। তাছাড়া আপনি পাসওয়ার্ড ও দিয়ে রাখতে পারবেন।

শেষ কথা

এই সফটওয়্যার গুলোর বাইরে প্রচুর ক্লিনার সফটওয়্যার আছে। যেগুলো হয়তো বা আপনারা ব্যবহার করেছেন, কিন্তু এইগুলো অন্যগুলোর চেয়ে অনেক ফাস্ট এবং সহজ ইন্টারফেস যার কারণে যে কোন ভাবেই এইগুলো ব্যবহার করা যায়। আশা করি আপনারা ব্যবহার করবেন এবং রিভিও দিবেন ও টিউমেন্ট করবেন। আপনাদের জন্য আমার নিজস্ব একটি ব্লগ খোলা যার মধ্যে আমার সকল টিউন পাবেন একসাথে তাছাড়া টেক ছাড়া আমার অন্য টিউন তো থাকবেন। আশা করি ঘুড়ে আসবেন।

  সবাইকে ধন্যবাদ,

আমার ফেইসবুক             আমার ব্লগ

Level 0

আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর সফটওয়্যার ভাই