এইবার CV বানান Software এর মাধ্যমে আর সাথে কিছু ক্যারিয়ার ভাবনা

আমি আজ আপনাদের ১টি CV বানানোর সফটওয়্যার  এর লিংক দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন।

ডাউনলোড লিংকঃ

MyCurriculum(CV Maker)

আর যদি কিছু Ready Made CV দরকার হয় তাহলে নিচের লিংক থেকে নামিয়ে নিতে পারে আমার এই টিউন থেকে

 

ক্যারিয়ার ভাবনা

আমাদের দেশে পড়াশুনা শেষ করে নিজের পছন্দ আর যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ অতি সীমিত; কাজেই ব্যক্তিগত পছন্দের সাথে কতগুলি বিষয়কে বিবেচনায় আনাটা অতি জরুরী। 

সাম্প্রতিক চাকুরী বাজার এবং এর বাস্তবতা

চাকুরী বাজার এর প্রকৃতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন নতুন চাকুরীর ক্ষেত্র তৈরী হচ্ছে। সেবা খাতের চাকুরীর বাজার খুব দ্রুত বাড়ছে (যেমন: টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, স্বাস্থ্য প্রভৃতি)। সেই সাথে বেতনও খুব দ্রুত বাড়ছে

ক্যারিয়ার ব্যবস্থাপনা

ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।

সাক্ষাত্কার প্রস্তুতি

নিজেকে প্রস্তুত করুন বেশী করে প্রস্তুতি নিন। আপনার স্বপ্নের চাকুরী পাওয়া এত সহজ নয়। তাই চাকুরীর সাক্ষাত্কার বা লিখিত পরীক্ষার পূর্বে যতটা সম্ভব প্রস্তুতি  গ্রহণ করতে হবে।

আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন-

  • একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷
  • একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷
  • আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন৷
  • মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷

আশা করি এই টিউনটি সবার খুব কাজে আসবে।

You Can Also Read:

  1. Effective CV Format which leads Success in Getting Job

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখাগুলো পড়ে খুব ভালো লেগেছিলো কিন্তু একটা যায়গায় যেয়ে মেজাজ টা বিগড়ে গেলো!!!!!!

আপনি সরাসরি ডাউনলোড লিংক না দিয়ে আপনার ব্লগের লিংক দিলেন।সেখানে ডাউনলোড লিংকেও ডিরেক্ট লিংক না দিয়ে থার্ড পার্টি এড সাইটের লিংক ধরিয়ে দিলেন।কাজটা কি ঠিক হলো???এটা নিয়ম বিরোধি।ঠিক করুন,নাহলে ধরা খাবেন।

ধন্যবাদ।