Youtube থেকে ভিডিও ডাউনলোডের সবচেয়ে সহজ পদ্ধতি

আমরা অনেকেই ইউটিউব থেকে অনেক সময় ভিডিও ডাউনলোড করে থাকি। একেকজন একেক উপায়ের মাধ্যমে ভিডিও ডাউনলোড করে থাকি। মাঝে মাঝে অনেকে সমস্যারও সম্মুখীন হই। যাই হোক আমার কাছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতিটি নিয়ে আজ আমি টিউন করব।

 

 

প্রথমেই আমাদের একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে। যার নাম "Eagle Get।" সফটওয়্যারটি ইন্সটল হলে এটি আপনার ব্রাউজারে একটি অ্যাডঅন যুক্ত করবে।এরপর ইউটিউব বা যেকোনো ভিডিও সাইটে ঢুকুন। Eagle Get এর অ্যাড অনে ক্লিক করুন। দেখুন অনেকগুলো ভিডিও ফরম্যাট রয়েছে। আপনার যেটি দরকার সেখানে ক্লিক করলেই কাজ শেষ। এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে সহজ উপায়।

 

আরেকটি উপায় রয়েছে যার জন্য Eagleget বা IDM কোন কিছুর দরকার হবে না। ইউটিউব এর যে ভিডিওটি আপনার দরকার সে ভিডিও তে যান। এরপর "www." এর পর শুধুমাত্র "tosave" লিখাটি যোগ করে এন্টার দিন। নতুন একটা পেজ আসবে। সেখানে আপনার ভিডিও চলতে থাকবে। নিচে খেয়াল করুন আপনার ভিডিওর ডাউনলোডের কিছু লিঙ্ক তৈরি হয়েছে। আপনি যদি এমপি৩ ফরম্যাটে ডাউনলোড করতে চান তবে "MP3" তে ক্লিক করুন। আর ৭২০ বা ৪৮০ কোয়ালিটি এর জন্য "720p" বা "480p" তে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। 🙂

টিউন বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্ট করুন অথবা ইউটিউব লিঙ্কে ক্লিক করে দেখে নিন।

ইউটিউবের লিঙ্কের জন্য নিচের নীল রং লেখায় ক্লিক করুন।

Easiest Way To Download Youtube Videos

Level 2

আমি FA Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 444 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি FA Shopnil। মানে ফেরদৌস আলম ষপ্নিল।তিতুমির কলেজ এ ১বম বর্ষের ছাত্র। কম্পিউটার নিয়ে পরে থাকি সারাদিন কিন্তু পারি না কিচ্ছু। Techtunes থেকে অনেক কিছু শিখেছি।আমার অনেক ইচ্ছা কম্পিউটার expert হয়ে ওঠার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস