জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।যার বর্তমান এলেক্সা র্যাংক ৩!।বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে শেয়ার করা হয়।আচ্ছা যদি ডাওনলোডও করা যায় ভিডিও গুলো? বেশ ভালো হবে তাই না!!।অনেক টুল আছে ইউটিউব থেকে ভিডিও ডাওনলোডের।তারমধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে Easy YouTube Video Downloader নামের ফায়ারফক্সের একটি এড-ওয়ান।যেটি দিয়ে অতি সহজেই ইউটিউবের ভিডিও ডাওনলোড করা যাবে।রেজিস্টিশনের কোনো ঝামেলা নেই।তাছাড়াও বড় একটি সুবিধা হলো বিভিন্ন ফরমেটে ইউটিউবের ভিডিও ডাওনলোড করা যাবে।চলুন শুরু করি:
প্রথমে এখান থেকে এড-ওয়ান টি ফায়ারফক্সে এড করে নিন।
তারপর আপনার পছন্দের ইউটিউব ভিডিও টি তে যান (যেটি ডাওনলোড করতে চান)।
দেখবেন নিচের মত একটি অপশন আসবে।
এই অপশন টি তে ক্লিক করুন।তাহলে বিভিন্ন ফরমেট আসবে নিচের মত:
যে ফরমেটে ডাওনলোড করতে চান সেটি পছন্দ করুন।ব্যাস হয়ে গিয়েছে কাজ।শুরু হয়ে যাবে ডাওনলোড।
কমেন্ট করতে ভুলবেন না যেনো!!!
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক আগে থেকে ইউজ করি চরম জিনিস