আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ডেভেলপ করা Online FM Radio, কোন এড ছাড়ায় FM Radio শুনতে পাবেন। এখানে বাংলাদেশের অধিকাংশ চ্যানেল দেয়া হয়েছে। সফটওয়্যারটির ওজন মাত্র 292 kb এবং Portable তাই ইনস্টল করার কোন ঝামেনা নেই। এ Online FM Radio সাউন্ড HD Quality তে রেকর্ড করতে পারবেন। তার জন্য কিছু পদ্ধতি অনুসরন করতে হবে।
১। "Speakers" এর উপরে ডান বাটনে ক্লিক করে "Recording devices" এ ক্লিক করেন।
২। "Recording" Tab এর ফাঁকা স্থানে ডান বাটনে ক্লিক করে "Show Disabled Devices" এ ক্লিক করেন।
৩। "Show Disabled Devices" ক্লিক করার পর "Stereo Mix" Option দেখতে পাবেন।
৪। "Stereo Mix" এর উপরে ডান বাটনে ক্লিক করে "Enable" এ ক্লিক করেন।
৫। "Stereo Mix"এর উপরে ডান বাটনে ক্লিক করে "Properties" এ ক্লিক করেন।
৬। "Stereo Mix Properties" থেকে "Levels" এ ক্লিক করে "Stereo Mix" "100" দিয়ে "Ok" করেন।
৭। এখন "Online FM Radio" থেকে "Record" এ ক্লিক করেন।
৮। এ ধাপে "Start Recording" এ ক্লিক করলে Sound Record শুরু হবে।
[বিঃদ্র] উপরের পদ্ধতিতে যদি কাজ না হয়, তাহলে আপনার পিসিতে Realtek Sound Driver Install করে নিন তাহলে কাজ হবে।
যদি কোন টিউমেন্ট বা সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন।
সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে পরবর্তী টিউনে।
আমি Md. Masud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
windows10 do not fount