জেনে নিন চাঁদ উঠল কি না

সম্মানিত টিউনার ভাইয়েরা এই টা আমার প্রথম টিউন তাই ভুল হলে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি জানিনা এই ব্যাপারে আরও কেও টিউন করেছে কিনা যদি করে থাকে তাহলে ADMIN  ভাইদের প্রতি অনরুধ এই টিউন টা মুছে ফেলার জন্য ।

এবার মুল কথাই আসি আমাদের অনেক সময় চাঁদ দেখার প্রয়োজন পড়ে বিশেষ করে ঈদের সময় কিন্তু আকাশে মেঘ বা কুয়াশা থাকলে আমরা চাঁদ উঠলেও তা দখতে পারিনা কিন্তু ছোট ১ টি software এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন চাঁদ উঠল কি না কখন উঠল আজ চাদের বয়স কত চাঁদটা এখন পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে  সূর্য এখন পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে । শেষ পূর্ণিমা কত তারিখে কয়টা বেজে হয়েছিল ।সামনে পূর্ণিমা কত তারিখে কয়টা বেজে হবে এবং এখন চাদের শতকরা কত অংশ পূর্ণ হয়েছে । নিছে ১টা স্ক্রীন শট দিলাম

আর সবচেয়ে মজার বেপার হল software matro 97 কিলোবাইট এবং portable সফটওয়্যার টি download করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন mediafire link

download: http://www.mediafire.com/?9q67j6fl69tc7un

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিটতে স্বাগতম।
সুন্দর লিখেছেন।
আর হ্যা লিঙ্কটা একটু এডিট করে দিন। অনেকের সমস্যা হতে পারে।

    Level 0

    ভাই প্রথম বার ত তাই লিঙ্ক দিতে একটু problem হইছিল আমি নিজে ক্লিক করে যখন পেজ আশে নাই তখন আবার update করে দিয়েছি এখন আর প্রব্লেম হয় না

    Level 0

    আমাকে একটু খানি হেল্প করেন আমি টিটিতে profile picture দিতে পারছিনা

    এখন যে টিউনটা স্টিকি অবস্থায় আছে সেটা পড়েন। সেখানে বিস্তারিত বলা আছে।

দারুন জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ মতামতের জন্য

খুবই কাজের একটা টিউন ধন্যবাদ আপনাকে

আপনাকে টিটতে স্বাগতম।
প্রথম টিউন খারাপ হয় নাই।
আশা করি সামনে আরো ভাল ভাল টিউন পাব।

Level 0

kajer tune.thanx

welcome to u.nice tune dear

খুব ভাল লেগেছে

Level 0

well come to our techtune. Your tune is the great and beautiful. Go go go awhed.

দারুণ জিনিস…ধন্যবাদ

ভাল জিনিস। কিন্তু এইটা কি সত্যি সত্যি সঠিক তথ্য দেয়??

    ভাই তুমার কাছে ১টা জিনিশ চাইছি মোবাইল বাংলা ব্লগ দেখার মত কি সফটওয়্যার আছে থাকলে প্লিজ লিঙ্ক তা একটু দাও আমার মোবাইল নকিয়া ই ৫১ [email protected]

    m.opera.com (মোবাইল দিয়া ঢুকেন)
    তারপর ওপেরা ইন্সটল করার পর এড্রেসবারে opera:cofig লিখে ইন্টার করুন।
    তারপর সবচেয়ে নিচে use bitmap fonts for complx script এ yes করে দেন।
    তারপর যেকোন বাংলা ব্লগে ঢুকেন। বাংলা দেখতে পাবেন।

খুব সুন্দর হইছে । স্বপন ভাই মনে হচ্ছে আপনি আমার চেনা । আসলেই কি আমি আপনাকে চিনি ?

দারুণ, কাজে আসবে সকলের।
মনের আকাশে চাঁদ দেখতে পারবো কাভাবে……..? টিপস চাইছি ..

    Level 0

    moner akashe chad dekhar upay jante chay lee google search maren bhay 😛

    মনের আকাশের চাঁদ দেখা যায় না যখন আপনার মন অনেক বেশি আনন্দ অনুভব করবেন এবং যে কাউকে দেখলেই ভাল লেগে যাবে তখনই বুজবেন আপনার মনের আকশে চাঁদ উঠে গেছে হাহাহাহাহাহা

এটা কি সত্যি চাঁদের খবর জানিয়ে দেবে ? যদি তাই হয় চাঁদ কমিটি বলে কিছুই দরকার হবে না ।

এটা সত্যি কাজ করে কি না জানাবেন।

    ভাই সফটওয়্যার টি ত আর আমি বানাই নি তাই এই ব্যাপারে বলতে পারিনা তবে আমি আরবি মাসের সাথে মিলিয়ে দেখেছি ঠিক আছে চাইলে আপনি মিলিয়ে দেখতে পারেন। ধন্যবাদ

সুন্দর টিউনটি করার জন্য ধণ্যবাদ। কিন্তু আমার মনে হয় ইন্টারনেট
সংযোগ ছাড়া কিভাবে বাস্তব সময়ে এটা সম্ভব?