সম্মানিত টিউনার ভাইয়েরা এই টা আমার প্রথম টিউন তাই ভুল হলে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি জানিনা এই ব্যাপারে আরও কেও টিউন করেছে কিনা যদি করে থাকে তাহলে ADMIN ভাইদের প্রতি অনরুধ এই টিউন টা মুছে ফেলার জন্য ।
এবার মুল কথাই আসি আমাদের অনেক সময় চাঁদ দেখার প্রয়োজন পড়ে বিশেষ করে ঈদের সময় কিন্তু আকাশে মেঘ বা কুয়াশা থাকলে আমরা চাঁদ উঠলেও তা দখতে পারিনা কিন্তু ছোট ১ টি software এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন চাঁদ উঠল কি না কখন উঠল আজ চাদের বয়স কত চাঁদটা এখন পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে সূর্য এখন পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে । শেষ পূর্ণিমা কত তারিখে কয়টা বেজে হয়েছিল ।সামনে পূর্ণিমা কত তারিখে কয়টা বেজে হবে এবং এখন চাদের শতকরা কত অংশ পূর্ণ হয়েছে । নিছে ১টা স্ক্রীন শট দিলাম
আর সবচেয়ে মজার বেপার হল software matro 97 কিলোবাইট এবং portable সফটওয়্যার টি download করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন mediafire link
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটতে স্বাগতম।
সুন্দর লিখেছেন।
আর হ্যা লিঙ্কটা একটু এডিট করে দিন। অনেকের সমস্যা হতে পারে।