আমরা অনেকেই বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। অনেকের পছন্দের সাথে আমার পছন্দটি নাও মিলতে পারে। আমি নিজেও অনেক এন্টিভাইরাস ব্যবহার করিছি। সেগুলো হল ম্যাকাফি, ক্যাস্পারস্কি, এভাস্ট, আভিরা, এভিজি......। বর্তমানে ESET Smart Security ব্যবহার করছি। এটি অত্যন্ত এক্টিভিটেড এন্টিভাইরাস। যাদের পিসির কনফিগারেশন সবল নয়, এন্টিভাইরাস ইনস্টল করলে কম্পিউটার স্লো হয়ে যায় অথবা ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করতে ইচ্ছুক তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি খুবই শক্তিশালী এন্টিভাইরাস। যারা ব্যবহার করেছেন তারা এর কেরামতি ভাল করেই জানেন। এই এন্টিভাইরাসটি ডাউনলোড করতে হলে অবশ্যই এর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। নিচে ESET Smart Security এর ফিচারসমূহ এক নজরে দেখে নিন।
ESET Smart Securityএর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য আপনি নিচের সাইটটিতে চোখ রাখতে পারেন। এই সাইটটির ঠিকানা পেয়েছি আমাদের জনপ্রিয় টিউনার , সফটগুরু জনাব হাসিব সাহেবের কাছ হতে। নিচের লিংকের মাধ্যমে সাইটিতে প্রবেশ করুন।
ESET Smart Security এন্টিভাইরাসটি ডাউনলোড করতে নিচের লিংকে প্রবেশ করুন। তবে হ্যাঁ আগে কিন্তু ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করবেন। প্রয়োজনে আপনি এমএস ওয়ার্ডে সেভ করে রাখতে পারেন। তাহলে আর দেরি কেন?? নিচের লিংক হতে এক্ষুনি ডাউনলোড করুন।
অভ্র ব্যবহারে একটু সমস্যায় আছি, কেউ কি সাহায্য করবেন?? অভ্র সফটওয়ার দিয়ে বাংলা লিখার সময় ডিফল্ট ফন্ট হিসেবে Vrinda সিলেক্ট হয়। আমি চাচ্ছি এক্ষেত্রে অন্য কোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করতে। অন্য ইউনিকোড ফন্ট ইনস্টল করা আছে। কিন্তু অভ্র এর ফাংশনে কিভাবে ডিফল্ট ফন্ট হিসেবে উহাকে সিলেক্ট করবো, যাতে করে F12 চাপার সাথে সাথেই অন্য ইউনিকোড ফন্ট ব্যবহার করা যায়??
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
go অভ্র 5.8
setings [চাকার চিহ্নতে ক্লিক করুন ]
font fixer
choose font siyam rupali
entr fixt it
auto restart u r pc
রুহুল ভাই আছেন কেমন? ঘুরতে আসলাম আপনার ব্লগে। হিহি। চা নাকি কফি দিবেন?