নিজের পিসিতেই দেখুন থ্রিডির মজা !!!

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার টিউনটি শুরু করছি।আজ আমি আপনাদের 3D এর জগতে নিয়ে যাবো!!! কি বিশ্বাস হচ্ছেনা তো।আসলে আমি ডিজে এর পাশাপাশি 3D নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু enaglyph Converter ছাড়া তেমন একটা সাফল্য পাইনি আর কোন HD Video, enaglyph এ Convert করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ তাই যখন প্রায় হতাশ ঠিক তখনি পেয়ে গেলাম এই মহামূল্যবান সফটটি (Total media Theatre 5)এখন আমি আমার নিজের তৈরীকৃত 3D চশমা দিয়ে মুভি,নাটক,গান 3D তে দেখতে পাচ্ছি কোন রকম Convert করা ছাড়াই কেননা এই সফটটি নিজে নিজেই 2D video কে 3D তে রুপান্তর করে থাকে।শুধু তাইনা এটি 3D ছাড়াও সাধারন ভিডিও, HD .264,HQ MKV দেখাতে পারে।আর এই খুশিতে আমার প্রিয় টিটির সবাইকে প্রায় বিনামূল্যে 3D এর স্বাদ শেয়ার করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।এই সফটটিতে আরো অনেক কিছু আছে যা নিজে নিজে ওস্তাদি করে বের করবেন হা..হা... এখন আমি এই সফট এর installation ও কিভাবে 3D দেখা যাবে তার বর্নণা দিচ্ছি।

.         প্রথমে উপরের লিংক থেকে সফটটি ডাউনলোড করুন।

.         এরপর সফটটি আনজিপ করুন এর ভেতর How to Install নামে যে ফাইলটি আছে তা অনুসরন করে সফটটি Install করুন।এটা খুবই সহজ তাই বর্ণনায় গেলাম না।

.         এবার সফটটি Run করান তাহলে এমন আসবে....

এবার লাল গোল চিহ্নিত স্থানে (3D) এর Dropdown Button এ Click করুন ছবি নিচে

এবার চিত্রের মত General settings এ গিয়ে 2D এবং Always play movie and ........... এটাতে টিক দিন।

এবার Viewing Environment এ Click করে সাধারন LCD ডিস্প্লে এর জন্য Other Display Select করতে হবে।(আর আপনার যদি কোন Intel এর S3D Display থাকে তবে ওটাতে Click করুন)

ব্যাস আমাদের 3D settings হয়ে গেল এখন দরকার চশমা আর এর জন্য নো চিন্তা চশমারও Crack আছে হা...হা..হা...

বাজারে গিয়ে বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকানে গিয়ে লাল ও নীল (Red & Cyan) রঙ এর দুটি সেলোপিন কিনবেন।এরপর নিজের বুদ্ধি খাটিয়ে একটি ফ্রেম তৈরী করে নিন।আমি অবশ্য আমার এক ছোট ভাইয়ের কাছে থেকে একটি নষ্ট ফ্রেম দিয়ে আমারটা বানিয়েছি। খেয়াল রাখবেন সোলোপিন গুলো (দেখতে অনেকটা পলিথিনের মত) যেন একটু স্বচ্ছ হয় । এটা ৮-১০ টাকা নিতে পারে।

ও......হ্যা.....চশমাটা বাম দিকে দিবেন লাল আর ডানদিকে নীল।

চশমা তৈরীর পর এটা দেখবেন তবে অবশ্যই রূম অন্ধকার করে।

For testing

For Testing 3D your Glass


চশমা তৈরীর পর এগুলো দেখবেন তবে অবশ্যই রূম অন্ধকার করে।

কেমন লাগে জানাবেন।

আমার পরের টিউনটায় 3D Panaroma viewing Photo নিয়ে আসছি তৈরী থাকুন

খুবই কম সময় নিয়ে টিউনটি করেছি তাই অনেক ভুল হয়ে গেছে এজন্য আমি আন্তরিক ভাবে দু:খিত এবং ক্ষমাপ্রার্থী।

বি:দ্র-এখানে আমি শুধুমাত্র Enaglyph পদ্ধতির 3D নিয়ে আলোচনা করেছি।

..................Bonus..................

১.আমার মিক্স

ভালোবাসি আরো ভালোবাসি

3D Panaroma Viewing Photo just 1 sample

এটি একটি .Exe File Just এত Double Click করুন এবং Mouse নাড়াচাড়া করুন এতে Zoom করেও দেখা যায়।

আরো অনেক আছে পরের টিউনে.....চোখ রাখুন

সবাইকে আবারো বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।

ভালো মন্দ সব ধরনের মন্তব্য চাই আর এই সফট নিয়ে আগে টিউন হয়ে থাকলে জানাবেন প্লিজ।

Level 0

আমি Djবেনজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হলাগলো পারলে .mediafir লিংক দিন ধন্যবাদ

    ভাইয়া আমার আপলোড স্পিড খুবই কম তাই Hot file এর লিংক দিলাম আগে ওটা দিয়ে ট্রাই করেন পরে Mediafire এ আপলোড করার চেষ্টা করবো।

    http://www.hlusoe.info – এর মাধ্যমে ডাউনলোড করার চেষ্টা করেন।

Excited অনুভব করছি কিন্তু আমার তো CRT মনিটর। CRT মনিটরে কি দেখা যাবে ?

    হ্যা দেখা যাবে সম্ভবত অবশ্য আমি CRT মনিটরে কখনো Try করিনি।

    Level 0

    CPU-i3
    Ram-2GB DDR3
    GPU-ATI 5850HD
    OS-XP
    but 3d button ase nekano?????

বাহ! খুব সুন্দর বুদ্ধি!
অনেক ধন্যবাদ।
প্রিয়তে

Level 0

How to Install নামে যে ফাইলটি nai…. !!!
serial number plz?????????

    Installation:

    Rename fcTMT5Patch.dll.bak to fcTMT5Patch.dll
    Run the file “fcTMT5Setup.exe”
    nter the serial number of any value,
    Reboot Your Computer,
    এবার ট্রাই করুন মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 0

    i also find now…

    Arcsoft TotalMedia Theatre 5.0.1.80 installation procedure:

    – Before installation place files fcTMT5Setup.exe and fcTMT5Patch.dll in one folder with the installer
    – The installer filename must be totalmediatheatre5_retail_dl_all.exe;
    – For program installation you should run the file fcTMT5Setup.exe;
    – If you see AV proactive defense alert you should add fcTMT5Setup.exe to exceptions list;
    – Enter anything as a serial.

অনেক অনেক ধন্যবাদ,
সুন্দর টিউন ও সুন্দর সফটির জন্য।

মজা পেলাম। দেখি চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ

    আরও মজা পাবেন যখন সত্যি 3D দেখতে পাবেন।

Level 0

লাল গোল চিহ্নিত স্থানে (3D) এর Dropdown Button amra asene!!!!!!!!!!!!!!

    apnar Pc Config ki…………??

    Level 0

    CPU-i3
    Ram-2GB DDR3
    GPU-ATI 5850HD
    OS-XP
    PLZ help me………..

    Win 7 এ মনে হয় চালাতে হবে। আবার xp compatability দিয়ে চালালে দেখা যাবে না।

    Plz Unstall the soft then install again I think may be it will work (Win 7 Compatibility soft)

Level 0

XP os use kore!!!!!!!!!!

Level 0

AMar XP e kaj kore na!!!! 🙁
But W7 kaj kory !!!!!! 🙂

ধন্যবাদ। আপনাকে। প্রিয়তে রাখলাম।

Level 0

vhai cellopin paper pai nai.tobe red&blue glass paper paise. akhon ki kor bo?????? plz…plz…help

Level 0

ধন্যবাদ। আপনাকে। প্রিয়তে রাখলাম।

Level 0

serial number pls……………….?

    Rename fcTMT5Patch.dll.bak to fcTMT5Patch.dll
    Run the file “fcTMT5Setup.exe”
    nter the serial number of any value,
    Reboot Your Computer,

    Not need for serial okkkk

CyberLink PowerDVD 10 -এর Ultra Version টা থাকলে আর কিছুই লাগেনা। যে কোন Movie 3D তে দেখা যাবে এক ক্লিকেই। এছাড়া video ও sound quality অন্য যে কোন video player থেকে অনেক অনেক বেশি নিখুত ও স্পষ্ট। Blu-ray, 3D, HD সহ আরও অনেক features তো থাকছেই। কষ্ট করে একবার নতুন version টা নামাতে পারলেই হল (124 MB)। আর নামানোর পর trail version টা Ultra Version করতে কোন crack লাগবে না। ছোট্ট দুটি file C Drive -এর CyberLink PowerDVD 10 folder এ paste করে registry file এ ক্লিক করলেই আজীবন CyberLink PowerDVD 10 আপনার।

এখান থেকে CyberLink PowerDVD 10 নামিয়ে নিন (123.65 MB)-
http://www.cyberlink.com/downloads/trials/powerdvd/download_en_US.html

এখান থেকে any version of CyberLink PowerDVD 10 Ultra activation নামিয়ে নিন (1.67 KB)-
http://www.mediafire.com/?aw7kw1do5g7jol0

    Level 0

    ভাই খুব কষ্ট করে সাইবালিংক ১০ ভার্সন নামিয়ে, সেটাপের পর http://www.mediafire.com/?aw7kw1do5g7jol0 লিংক থেকে ডাউনলোড করলাম এবং আপনার দেয়া পদ্ধতি আনুযায়ী কাজ করলাম কিন্তু কোন কাজ হলনা। প্লিজ ভাই তাড়াতাড়ি ক্রাক ফাইল দেন ।আপনি ছোট দুটি ফাইলের উল্লেখ করেছেন কন্তু একটি ফাইল পেলাম।দয়াকরে সমস্যা সমাধার করে দেন।

    Level 0

    @ জয়
    নিচের পাইজে গিয়ে একটা কমেন্ট করুন, তাতক্ষনিক ভাবেই পেয়ে যেবেন আপনার কাঙ্খিত যেকোন সমাধান
    ফেইসবুকে টেকনোলজী জগতের খুটি-নাটি নিয়ে পেইজ

    @জয় ভাই, techtunes সাময়িক বন্ধ থাকার কারনে উত্তর দিতে কিছুটা দেরি হবার জন্য দুঃখিত। আগের লিংক টা কাজ করছে না। নিচের এই নতুন mediafire লিংক থেকে any version of CyberLink PowerDVD 10 Ultra activation নামিয়ে নিন (2.67 KB)

    http://www.mediafire.com/?v2y1jvaltvua2vl

    zip ফাইলটা খুললেই সব পেয়ে যাবেন এবং খুব সহজেই কাজ হয়ে যাবে। কোন সমস্যা মনে করলে আমাকে ফোন দিতে পারেন।

    01922744470
    01717463943

Level 0

bhai
when I Install than want the serial key so why I found this key

    Just follow this instructions:

    Rename fcTMT5Patch.dll.bak to fcTMT5Patch.dll
    Run the file “fcTMT5Setup.exe”
    nter the serial number of any value,
    Reboot Your Computer,

    Not need for serial ok

nice tune 😀

Level 0

i have tried in my CRT monitor with selopin but failed to have any 3d experience of the above pictures. I m using windows 7 os. i can’t download the soft yet due to slow speed of GP. Can u pls provide any link that can resume download if accidentally stop download due to power cut.

    ভাইয়া এটা তখনই কাজ করবে যখন আপনি আপনার মনিটরের কালার Enaglyph হবে।কিন্তু এই সফটটি এই কাজটি Automatic করে থাকে।আর এই সফটটি ছাড়া আপনি শুধু সোলোপিন দিয়ে কিভাবে দেখবেন। CRT মনিটরে কাজ করে কিনা এরপর নিজেই দেখবেন।আগে সফটটি নামান…….তারপর চশমা দিয়ে Try করুন……..ধন্যবাদ
    (আর ভাই কি বলবো দু:খের কথা আমার Upload Speed খুবই কম তাই কষ্ট করে Try করুন Hot file Link) Dont mind plz

Level 0

vhai glass frame toyre korachi. akhon ki kor bo??????????????

    সফটটি কি নামিয়েছেন? এটাইতো জানলামনা।যদি সফটটি নামান তাহলে Install করে নিন এরপর Mkv,Dat কিংবা Supported format এর ভিডিও চালিয়ে টেষ্ট করুন তারপর দেখুন চমক।অবশ্য এর আগে আপনি টিউনে দেয়া ছবি গুলো দেখুন Depth বুঝতে পারেন কিনা।

অনেক ভাল লাগল। কিন্তু চশমা বানানোটা একটু ঝামলা। আর চশমাটা বানাতেও পারবো কিনা সন্দেহ। তাবুও চেস্টা অব্যাহত।

অসাধারন এখনি ডাউনলোড দিলাম।কাল সকালে ঘুম থেকে উঠে আশা করি 3D দেখবো। কি মজা !ধন্যবাদ 🙂 🙂 😉

    অবশ্যই দেখতে পারবেন যদি Instructions Follow করেন।আর কোন Problem হলে আমি তো আছি।

ধন্যবাদ ডিজি ভাই আপনাকে। আসলে আমি 3d এর ব্যাপারে একেবারে নতুন, কি বলব ভাই আমি বুজতেচিনা ৩ডি টা কি…………,কিন্ত সফটওয়্যার দেখে ভাল লাগ্ল,কাজ করার জন্য মন চাই। কেউ কি ভাই আমাকে একটু বুজিয়ে বলবেন সামান্য ৩ডি এর বর্ণনা ,
কারন ভাই কিছু না বুজে পডলে ভাল লাগেনা,

বাহ মজার টিউন। ছোট ভাই বোন দের কে দিলে মজা পাবে। প্রিয়তে নিলাম। অনেক ধন্যবাদ

Dear M Shahed -> 3D means ” 3 Dimension ” Normal amra j movie dekhi ogulo 2D. 3D movie’r idea pete chaile wonderland (Gulshan-2) a giye dekhe ashte paren.

Djবেনজু ভাই, বাচ্চাদের লাল এবং নীল রংয়ের প্লাস্টিকের যে চশমা পাওয়া যায়, তার যেকোন একটিতে (Suppose লালে) অপরটির (নীল হতে) একটি গ্লাস খুলে এনে যদি বানাই, তাহলে কি 3D চশমা হবে ? নাকি হবে না ? Plz Inform me soon. সেলোপিন পাওয়া দুষ্কর । দোকানে গেছিলাম, আমারে খালি Cello Pen (কলম) দেখায় !!! আর এক জন তো পাতলা লাল-নীল কাগজ বলে বইলাই ফেলল, এইটা নাকি রিকসার গ্যারেজে পাওয়া যাইতে পারে !! দেখেন দেখি কারবার… হা..হা..হা..

    Try koren But Cellopin hole valovabe dekhte parben apni kon dokane giesilen biyer dokane jaoya lagbe…okhane gelei ora bujhbe celopin ki………So Try again

Level 0

vhai amar glass rady but amar avg detect the .dll file as trojan virus.and my monitor is asus 22′ led. which option i select in Viewing Environment.plz..plz….help!!!!!!!!!!!

    no problem jokhon apni ey soft ti install diben tokhon antivirus Disable kore diben erpor offcourse apni dekhte paben…apnar motherboard ki 3d support kore??????janalenna to………….Thx

Level 0

vhai 3d to hoy na.ami apnar instruction moto shob karsi.my os is windows-7

    Nishchoi kono ekta vul koresen tasara offcourse apni dekhte parben karon er proman ami nije ……….plz try again deeply….Thxzz

ভাই আমার তো শুরুতেই ঝামেলা হলো।
আমি আপনার দেয়া লিংক থেকে ডাউনলোড করলাম।
কিন্তু “How to install” file টা পেলাম না ভিতরে!
আর install করতে গেলেই license key চায়।
license key পামু কই আবার :O
Help করিলে আনন্দিত হইবো।
ধন্যবাদ।।

Level 0

ভাই আমার পিসি ডুয়াল কোর। এতে কি কাজ করবে?

Level 0

ভাই সব সেটিং করছি কিন্তু ভিডিও রান হচ্ছে না। ম্যাসেজ দিচ্ছে-
Failed to intialize a vedio overlay. You may update your grafics driver. If the problem persists, your grafics card may not support vedio overlay. please check with your graphics card provider.
সমস্যা কি বুঝতেছি না।
আমার pc- Dual Core 2.20GH
Bioster G31
3gb Ram
Win 7
Plz হেল্প করেন!!!!!!!!!!!!!!

এখানে ২টা অরিজিনাল 3d মুভি স্যাম্পল আছে, ডাউনলোড করে দেখেন (CyberLink PowerDVD 10 -এর Ultra Version এ চালু করুন) মজা পাবেন………
http://www.depthq.com/playerdemos.html

total media theater এ হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটির কারণে অনেকের পিসিতে ৩দ ভিডিও দেখতে পারবেন না
CyberLink PowerDVD 10 ইউজ করেন………ঝামেলা ছাড়াই 3D………..

3D চশমা কি কিনতে পাওয়া যায়।এবং পেলে দাম কত নিতে পারে একটু জানান প্লিজ।

Level 0

license key চায়।আমি how to install নামক file পাইনি।screen shot দিলে ভাল হত।আমি আপনাকে email করেছি।

Level 0

same problem…serial key….and how to install….file nei….