সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার টিউনটি শুরু করছি।আজ আমি আপনাদের 3D এর জগতে নিয়ে যাবো!!! কি বিশ্বাস হচ্ছেনা তো।আসলে আমি ডিজে এর পাশাপাশি 3D নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু enaglyph Converter ছাড়া তেমন একটা সাফল্য পাইনি আর কোন HD Video, enaglyph এ Convert করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ তাই যখন প্রায় হতাশ ঠিক তখনি পেয়ে গেলাম এই মহামূল্যবান সফটটি (Total media Theatre 5)এখন আমি আমার নিজের তৈরীকৃত 3D চশমা দিয়ে মুভি,নাটক,গান 3D তে দেখতে পাচ্ছি কোন রকম Convert করা ছাড়াই কেননা এই সফটটি নিজে নিজেই 2D video কে 3D তে রুপান্তর করে থাকে।শুধু তাইনা এটি 3D ছাড়াও সাধারন ভিডিও, HD .264,HQ MKV দেখাতে পারে।আর এই খুশিতে আমার প্রিয় টিটির সবাইকে প্রায় বিনামূল্যে 3D এর স্বাদ শেয়ার করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।এই সফটটিতে আরো অনেক কিছু আছে যা নিজে নিজে ওস্তাদি করে বের করবেন হা..হা... এখন আমি এই সফট এর installation ও কিভাবে 3D দেখা যাবে তার বর্নণা দিচ্ছি।
. প্রথমে উপরের লিংক থেকে সফটটি ডাউনলোড করুন।
. এরপর সফটটি আনজিপ করুন এর ভেতর How to Install নামে যে ফাইলটি আছে তা অনুসরন করে সফটটি Install করুন।এটা খুবই সহজ তাই বর্ণনায় গেলাম না।
. এবার সফটটি Run করান তাহলে এমন আসবে....
এবার লাল গোল চিহ্নিত স্থানে (3D) এর Dropdown Button এ Click করুন ছবি নিচে
এবার চিত্রের মত General settings এ গিয়ে 2D এবং Always play movie and ........... এটাতে টিক দিন।
এবার Viewing Environment এ Click করে সাধারন LCD ডিস্প্লে এর জন্য Other Display Select করতে হবে।(আর আপনার যদি কোন Intel এর S3D Display থাকে তবে ওটাতে Click করুন)
ব্যাস আমাদের 3D settings হয়ে গেল এখন দরকার চশমা আর এর জন্য নো চিন্তা চশমারও Crack আছে হা...হা..হা...
বাজারে গিয়ে বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকানে গিয়ে লাল ও নীল (Red & Cyan) রঙ এর দুটি সেলোপিন কিনবেন।এরপর নিজের বুদ্ধি খাটিয়ে একটি ফ্রেম তৈরী করে নিন।আমি অবশ্য আমার এক ছোট ভাইয়ের কাছে থেকে একটি নষ্ট ফ্রেম দিয়ে আমারটা বানিয়েছি। খেয়াল রাখবেন সোলোপিন গুলো (দেখতে অনেকটা পলিথিনের মত) যেন একটু স্বচ্ছ হয় । এটা ৮-১০ টাকা নিতে পারে।
ও......হ্যা.....চশমাটা বাম দিকে দিবেন লাল আর ডানদিকে নীল।
চশমা তৈরীর পর এটা দেখবেন তবে অবশ্যই রূম অন্ধকার করে।
For testing
For Testing 3D your Glass
চশমা তৈরীর পর এগুলো দেখবেন তবে অবশ্যই রূম অন্ধকার করে।
কেমন লাগে জানাবেন।
আমার পরের টিউনটায় 3D Panaroma viewing Photo নিয়ে আসছি তৈরী থাকুন
খুবই কম সময় নিয়ে টিউনটি করেছি তাই অনেক ভুল হয়ে গেছে এজন্য আমি আন্তরিক ভাবে দু:খিত এবং ক্ষমাপ্রার্থী।
বি:দ্র-এখানে আমি শুধুমাত্র Enaglyph পদ্ধতির 3D নিয়ে আলোচনা করেছি।
..................Bonus..................
১.আমার মিক্স
ভালোবাসি আরো ভালোবাসি
3D Panaroma Viewing Photo just 1 sample
এটি একটি .Exe File Just এত Double Click করুন এবং Mouse নাড়াচাড়া করুন এতে Zoom করেও দেখা যায়।
আরো অনেক আছে পরের টিউনে.....চোখ রাখুন
সবাইকে আবারো বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।
ভালো মন্দ সব ধরনের মন্তব্য চাই আর এই সফট নিয়ে আগে টিউন হয়ে থাকলে জানাবেন প্লিজ।
আমি Djবেনজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হলাগলো পারলে .mediafir লিংক দিন ধন্যবাদ