প্রায় সব ধরণের বাবস্যার মধ্যে বাকী লেনদেন হয়ে থাকে। আর আমরা এসব কাস্টমারের বাকী লেনদেনের হিসাব রাখতে ব্যবহার করে থাকি। বাকীলেনদেনের জন্য খাতা। কাস্টমারের বাকী লেনদেনের একনজরে দেখতে তার হিসাব নির্ণয় অনেক সময় সাপেক্ষ, এবং ব্যবসায়ে সর্বমোট কত টাকা বাকী লেনদেন রয়েছে, কার কত টাকা রয়েছে, প্রত্যেকের লেনদের হিসাব গুলো একনজরে পাওয়ার জন্য যদি হয় একটি Software তবে তো সব হাতের মুঠোই হয়। আরএই সব কিছুরই সমধান দিবে সফটওয়্যার টি।
চলুন দেখি কি কি সুবিধা রয়েছে সফটওয়্যার টি তে :
১. নিরাপত্তা এর জন্য লগিন সিস্টেম. যাতে আপনি সহজে নিজের মত পাসওয়ার্ড দিতে পারবেন সফটওয়্যার টি ব্যবহার করতে।
২. রয়েছে সহজ ও ইন্টাঅ্যাকটিভ ড্যাসবোড। যার থেকে যেকোন ব্যবহার কারী খুব সহজে ব্যবহার করতে পারবে সফটওয়্যারটি। ড্যাসবোর্ড থেকে সজজে মোবাইল নাম্বার দিয়ে যেকোন কাস্টমারের তথ্য বের করা যাবে।
৩. এক নজরে জেনে নিতে পারবেন, কোন কাস্টমারের বর্তমানে কত করে বাকী রয়েছে। সর্বপরী সব কাস্টমারের কাজে আপনার ব্যবসার কত টাকা বাকী রয়েছে। সাথে বাকী লিস্টকে পিন্ট করতে পারবেন আপনার ব্যবসার প্যাডে।
৪. আপনার প্রয়োজনে যেকোন তথ্য ইনসার্ট,ইডিট,ডিলিট করতে পারবেন।
৫. অনেক সময় কাস্টমাররা আপনাকে নির্দিষ্ট কোন তারিখে টাকা পরিশোধের কথা দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি তা সিডিউল করে রাখতে পারবেন। বর্তমান তারিখ দিয়ে সার্চ করলে কোন কোন কাস্টমারআপনাকে আজকের তারিখে টাকা দেয়ার কথা ছিল তার লিস্ট পাওয়া যাবে। কিংবাআপনি নিদিষ্ট তারিখ কিংবা তারিখ এর মধ্যে সিডিউল দেখতে পারবেন। প্রয়োজনে তাদের কে ফোন দিতে,টাকা পেতে সহয়তা করবে।
৬. কাস্টমারে আইডি দিয়ে এক নজবে দেখে নিতে পারবেন, কাস্টমার কোন তারিখে তোন মেমো নাম্বারের আওতায় কত টাকা বাকী করেছিল, কোন কোন তারিখে কত টাকা করে টাকা পরিশোধ করেছিল এবং তার বর্তমান কত টাকা বাকী রয়েছে। কাস্টমার চাইলে তার লেনদেনের হিসাবটি পিন্ট দিতে পারবেন।
এছাড়া আরো সুবিধাদি
Login system
Easy and cool user interface.
Interactive dashboard
Clients transaction history by ID,Mobile number
Clients payment scheduling
Total due in business at glance
Every clients present due list
Report printing and more interactive features.
Much more
আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।