Safe House free Software এর জন্য একটা ওয়েব ব্রাউজার ডেভেলপ করার দরকার ছিল। তাই করে ফেললাম

আমার Safe House free Software এর জন্য একটা ওয়েব ব্রাউজার ডেভেলপ করার দরকার ছিল। তাই করে ফেললাম, আশা করি আগামি ঈদে সবাইকে সেভ হাউজ সফটওয়্যার ফুল নিউ ভার্সন উপহার দিতে পারবো।
জারা শুধু ওয়েব ব্রাউজারটা ব্যবহার করতে চান তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। যদিও এটা বেটা ভার্সন, ফুল ভার্সন আগামীতে, আল্লাহ্‌ যদি বাচিয়ে রাখে। সবাইকে ধন্যবাদ। ডাউনলোড লিংক।
http://www.mediafire.com/download/j034matrhr0coov/Web+Browser.zip

এখানে টিউন করার কারন হল কিছু ফিডব্যাক ও পরামর্স দরকার,

আমি চাইছি মুলত আমার সেফ হাউজ সফটওয়্যার এ আপনি যে সাইট গুলো অ্যাড করবেন তা জেন খুব সহজেই ব্রাউজ করতে পারেন, জারা সেফ হাউজ সফটওয়ারে টা পান নি, তাদের জন্য টিউন টা আবার শেয়ার করলাম।

শিখেছ কোথায় ? ঠেকেছি যেথায়। আসলেই কথাটা অনেক অনেক সত্য।আমি আমার নিজের উপলব্ধি থেকে বলছি,সামান্য কিছু অবহেলা আমাদের অনেক সময় অনেক বড় বিপদে ফেলে দেয়।তখন আসলে আমাদের কিছুই করার থাকে না।

আমরা অনেক সময় কাজে অকাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন একাউন্ট ওপেন করে থাকে। সময়ের সাথে সাথে আবার ভুলেও যাই

যেমনঃ কখন কখন সাইটের নাম মনে থাকে ত পাসওয়ার্ড ভুলে যাই

আবার  পাসওয়ার্ড মনে থাকে কিন্তু ইউজারনেম বা সাইটের ঠিকানা ভুলে যাই।

এমন হাজার হাজার সমস্যা প্রতিনিয়ত পরতে হচ্ছে আপনাকে আমাকে।

আর এই পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে যাওয়া যে কতটা বিপদে ফেলতে পারে তার ভুক্তভুগি নেহাতি কম নয়।

আবার কম্পিটারে এই পাসওয়ার্ড বা ইউজার সেভ করে রাখাও খুব একটা নিরাপদ না।

আর জাদের হাতে অনেক গুলা ছি-প্যানেল এর দায়িত্ব তারা এটা ভালো করেই বুঝেন।

যাই হোক আমি নিজে এর অনেক বড় ভুক্তভুগি আর

তাই সবার প্রয়জনের কথা চিন্তা করেই আমি ডেভেলপ করেছি সেফ-হাইজ নামের এই

ফ্রি সফটওয়্যার টি।

এখানে আপনি যেসব সুবিধা পাবেন।

  • ওয়েবসাইট এর নাম লিখে রাখতে পারেন।
  • পাসওয়ার্ড ইউজার নেম লিখে রাখতে পারবেন
  • আরও বিস্তারিত তথ্য সংরক্ষন করতে পারবেন।
  • যদি পাসওয়ার্ড বা ইউজার নেম দেয়া নিরাপদ মনে না করেন তবে হিন্স দিয়ে রাখতে পারবেন।
  • প্রটেবল সফটওয়্যার বিধাত আপনি আপনার পেন্ড্রাইভে নিয়ে ঘুরতে পারবেন অথবা গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারবেন।
  • সার্চ এর মাধ্যে খুব দ্রুত আপনার কাজ সম্পন্য করতে পারবেন।

আমরা যারা ফ্রি সফটওয়্যার ডেভেলপ করে থাকি তারা আপনাদের কাছে মতামত ছাড়া আর কিছুই চাই না।

তাই কারপন্য না করে আপনার মতামত জানাতে ভুলবেন না।

আর হ্যাঁ ভুল ত্রুটি যা আছে ধরিয়ে দিতে একদমি ভুলে জাবেন না। আপনাদের পরামর্শ না পেলে নিজেক সুধরে নেয়া খুব কষ্ট সাধ্য হয়ে যাবে।

এখনি ডাউনলোড নিন < ৪ মেগাবাইট> 

আমার ইমেলল ঃ[email protected]

বিঃদ্রঃ আমি আমার কিছু সফটওয়্যার এর জন্য গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ দেবো। আগ্রাহী কেউ থাকলে যোগাযোগ করতে পারেন।

যাদের কম্পিটার গেইম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা তারা আমার এই পাব্লিক গ্রুপে জয়েন্ড করতে পারেন। আলোচনা সাপেক্ষে সিক্রেট গ্রুপে অ্যাড করবো।

 

Level 3

আমি Juwel Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ডিজিটালাইজিং বাংলাদেশ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করবো কিভাবে