জীবনানন্দ দাসের কবিতা সমগ্র,একাত্তুরের চিঠি,ঠাকুরমার ঝুলি

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আমার কাছে বাংলা বই এর কিছু collection আছে।আজকে আপনাদের সাথে তা share করব।

****প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই জীবনানন্দ দাসের সাথে।তার বিখাত কবিতা “আবার আসিবো ফিরে এই ধানসিড়িটির তীরে” শুনেনি এমন মানুষ পাওয়া যাবেনা।সেই কবির লেখা অমর কিছু কবিতা সমগ্র নিয়ে আমার এই tune টি।

তার কবিতা সমগ্রগুলোঃ রুপসী বাংলা, বনলতা সেন, ঝরা পালক, ধুসর পান্ডুলিপি।

ডাউনলোড লিঙ্ক

http://www.mediafire.com/?9ooq8842zz7qp62

****আপনারা সবাই ঠাকুরমার ঝুলির নাম শুনেছেন।সন্ধার পর নাতিরা তার দাদির কাছে রুপকথার গল্প শুনতে শুনতে হারিয়ে যেত অজানা রাজ্যে।সেই সব অসাধারন রুপকথার গল্প নিয়েই ঠাকুরমার ঝুলি বইটি।এক্টা কথা দিতে পারি গল্পগুলো পড়ে আপনি হারিএ যাবেন আপনার ছোটবেলায়।

ডাউনলোড লিঙ্ক

http://www.mediafire.com/?ojiyn00q6dvuuux

****আপনারা সবাই একাত্তুরের চিঠি বইটার নাম শুনেছেন। যুদ্ধের সময় বাংলার কিছু দামাল ছেলেদের তাদের পরিবারের কাছে লেখা কিছু চিঠি নিয়ে এই বই।এই বইতে এমন কিছু চিঠি আছে যাদের এই চিঠি তাদের পরিবারের কাছে লেখা শেষ চিঠি । এই চিঠি যারা শহীদ হয়েছেন তাদের স্ত্রী,সন্তান,মা,বাবা বহন করে নিয়ে এসেছেন তাদের বুক আগ্লে।এই চিঠি দেখে সন্তান,স্ত্রী,সবার চোখ বেয়ে নেমে আসে অশ্রুর ধারা।এই অশ্রু হারানোর পশ্রু না,এই অশ্রু গৌরবের অশ্রু।

ডাউনলোড লিঙ্ক

http://www.mediafire.com/?ry0t6y18is1iu0p

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল। ধন্যবাদ আপনাকে। সামনে ই-বুক নিয়ে আরো টিউন করবেন আশা করি।

Level 0

সাবিহা আপু, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য কালেকশনে রাখলাম …………..।

আসলেই আনলিমিটেড এর মজায় আলাদা। আগে এই ধরনের টিউন এড়িয়ে যেতাম আর এখন……… দেখতেই তো পাচ্ছেন। বুঝলাম আপনার ঝুড়িতে আরো আছে। তাড়াতাড়ি বের করতে শুরু করুন। অনেক ধন্যবাদ

Level 0

মজা পেলাম। ধন্যবাদ, আরো লিখবেন………………….

Thanks for sharing, I also downloaded “ekatturer cithi”.

thanks