এক ডজন নোটপ্যাডের বিকল্প+ আধা ডজন পেইন্টের বিকল্প সফটওয়্যার নিন একধম ফ্রিতে!!

আজ আপনাদের সাথে নোটপ্যাডের ১২টি বিকল্প (ফ্রি) আর মাইক্রোসফট পেইন্টের ৬ টি বিকল্প (ফ্রি) শেয়ার করব। সবগুলোই ফাটাফাটি।

প্রথমেই নোটপ্যাডঃ

১. নোটপ্যাড++(notepad-plus-plus)

২. নোটপ্যাড২(notepad2)

৩. মেটাপ্যাড(metapad)

৪. পি এস প্যাড(pspad)

৫. প্রোগ্রামার'স নোটপ্যাড(pnotepad)

৬. নোটট্যাব লাইট(notetab)

৭. টি ই ডি নোটপ্যাড(TID Notepad)

৮. সাইটি(SciTE)টেক্সট এডিটর(SciTE Text Editor)

৯. জুজু এডিট(Juju Edit)

১০. বিডিবি নোটপ্যাড(bdv notepad)

১১. চার্নি নোটপ্যাড(charny notepad)

১২. আকেলপ্যাড(AkelPad)(akelpad)

এবার পেইন্ট টুলঃ

১. পেইন্ট.নেট(paint.net)

২. জিম্প(gimp)

৩. ফটো ফিল্টার(photofiltre)

৪. হিলিয়াস পেইন্ট(heliospaint)

৫. ফটোপস প্রো(Photo-Pos-Pro)

৬. ফটোস্কেপ(photoscape)

অফটপিকঃ যাদের ভাল লাগেনি। বা যারা এই টিউনের মর্ম বুঝেন নি। তাদের বলছিঃ " দয়া করে কিছু মনে করবেন না। এটা একটা পরীক্ষামূলক টিউন"।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউন পরিক্ষা করে কি করবেন? পরীক্ষামূলক টিউন বলতে আমি কিছু বুঝলাম না। 😐

    আব্দুর রহিম ভাই, টিউন পরীক্ষা করা যায়। দেখি কি হয়। বলব পরে।

সরি ভাইয়া এতদিন মাখন খাইছি এখন মনে হচ্ছে গায়ে মাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর টিউনটির জন্য। মুক্তা-বগুড়া।

    শীতকালে মাখন মেখে কি করবেন। তার চেয়ে বরং সরিষার তেল মাখুন। 😉

পরীক্ষামূলক টিউন কি বুঝলাম না,
তবে সামান্য কিছু হইলেও বিস্তারিত দিলে ভাল হইত,
কারন সবগুলুর কাজ আমি নেজেও জানিনা।
ধন্যবাদ টিউনের জন্য।

    আতাউর রহমান ভাই, পরীক্ষা করার জন্যই বিস্তারিত লিখলাম না। কিছু মনে করবেন না। 😉

এই ধরনের কিছু পেইন্ট টুল আমার দরকার ছিল । অনেক ধন্যবাদ।

    আপনাকে অনেক ধন্যবাদ।

মাখন টুকরা ডিব্বাতে রাখলাম। পরীক্ষামূলক টিউন বলতে কি বুঝালেন, প্রোফাইলে যা লিখছেন তার পরীক্ষা?

    জ্বী না ভাই, প্রোফাইলে যা লিখেছি তা আমার জীবনের আত্মকথা(পরীক্ষিত)। আমি আসলে এই টিউন্টিই পরীক্ষা করলাম। আমি এর আগে এই ধরনের টিউন করি নাই।

গিম্প পেইন্টের বিকল্প না, ফটোশপের বিকল্প। তাই মাইনাস

    ভাই আমি ক্ষমতাকে ভিত্তি করি নাই। কাজকে ভিত্তি করেছি। পেইন্ট দিয়ে ছবি আকা যায় আবার এডিটও করা যায়। গিম্প/জিম্প কিংবা ফটোশপ এর মূল উদ্দেশ্যও কিন্তু তাই।
    এই প্রথম কেউ আমাকে সরাসরি মাইনাস দিল। তাই আপনাকে ধন্যবাদ।;)

makhon vai,wimax to kina holo ,ekhon protidin apnar tune chai.keep going………………………………….

    টেকটিউনস এর সাথেই আছি সবসময়……

রেজাল্ট কবে জানতে পারবো ভাই?????

    আসলে পরীক্ষা তেমন কিছু না। সামান্য। ফলাফল আমার ধারণাটা ভুল। কি ধারণা সেটা বলতে পারলাম না বলে দুঃখিত।

সব গুলোই কাজের সফট। প্রিয়তে।

জটিল জিনিস তো…

শেয়ার করার জন্য ধন্যবাদ, বিস্তারিত লিখলে আরও ভাল হত………………