আজ আপনাদের সাথে নোটপ্যাডের ১২টি বিকল্প (ফ্রি) আর মাইক্রোসফট পেইন্টের ৬ টি বিকল্প (ফ্রি) শেয়ার করব। সবগুলোই ফাটাফাটি।
প্রথমেই নোটপ্যাডঃ
১. নোটপ্যাড++(notepad-plus-plus)
২. নোটপ্যাড২(notepad2)
৩. মেটাপ্যাড(metapad)
৪. পি এস প্যাড(pspad)
৫. প্রোগ্রামার'স নোটপ্যাড(pnotepad)
৬. নোটট্যাব লাইট(notetab)
৭. টি ই ডি নোটপ্যাড(TID Notepad)
৮. সাইটি(SciTE)টেক্সট এডিটর(SciTE Text Editor)
৯. জুজু এডিট(Juju Edit)
১০. বিডিবি নোটপ্যাড(bdv notepad)
১১. চার্নি নোটপ্যাড(charny notepad)
১২. আকেলপ্যাড(AkelPad)(akelpad)
এবার পেইন্ট টুলঃ
১. পেইন্ট.নেট(paint.net)
২. জিম্প(gimp)
৩. ফটো ফিল্টার(photofiltre)
৪. হিলিয়াস পেইন্ট(heliospaint)
৫. ফটোপস প্রো(Photo-Pos-Pro)
৬. ফটোস্কেপ(photoscape)
অফটপিকঃ যাদের ভাল লাগেনি। বা যারা এই টিউনের মর্ম বুঝেন নি। তাদের বলছিঃ " দয়া করে কিছু মনে করবেন না। এটা একটা পরীক্ষামূলক টিউন"।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
ভাই টিউন পরিক্ষা করে কি করবেন? পরীক্ষামূলক টিউন বলতে আমি কিছু বুঝলাম না। 😐