অনলাইনে স্ক্রিন রেকর্ডিংএর জন্য অনেক ফ্রি সফটওয়্যার আছে। Snagit® হল সেরকম একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। ফ্রি আর পেইড দুই ভার্সনই পাওয়া যায় অনলাইনে। তবে অনেক গুলিতেই মুল যে সমস্যা, সেটা হল কার্সরটির পাসে একটা গোলাকার চিহ্ন আসে। আবার ক্লিক করলে কেমন যেন শব্দ হয়। Snagit® দিয়ে আমি বেস কয়েকটা টিউটোরিয়াল ও বানিয়ে দেখেছি ওরকম কোন সমস্যা হয়নাই। ভিডিও কোয়ালিটি একবারে HD. তাছাড়া এটা দ্বারা আপানি ভিডিও এডিট করতেও পারবেন। তবে সামান্য পরিমানে। এছাড়া স্ক্রিন কাপচার করতে পারবেন।
Snagit® দ্বারা করা আমার একটা ভিডিও যা আপনি HD720 ফরম্যাট এ চালাতে পারবেন।
এই সফটওয়্যার টির আর একটি বৈশিষ্ট্য হল এর মাধ্যমে আপনি স্ক্রিন কাপচার এর জন্য নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন। যারা নিয়মিত অনলাইন টিউটোরিয়াল তৈরি করেন তারা সফটওয়্যার টি ডাউনলোড করে দেখতে পারেন।
তবে স্ক্রিন কাপচারটি অনেক পরিস্কার আসে। যা ওয়েব ডেভলপারদের কাজে আসবে। ধন্যবাদ। বাকিটা Snagit® এর ওয়েবসাইটে দেখে নিনেব।
আমাকে পেতে পারেন...
ব্লগ | ফেসবুক প্রোফাইল | টুইটার | গুগল প্লাস | ইউটিউব
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।