সবাইকে স্বাগতম… আমার ধারাবাহিক টিউনে।
গত মার্চ মাসে আমার ধারাবাহিক টিউনের সর্বশেষ'টি করে ছিলাম। আজ আবার ফিরে এলাম সপ্তম পর্বে। আশা করি অনেকেই উপকৃত হবেন।
প্রয়োজনীয় এবং কাজের কিছু সফটওয়্যার শেয়ার করবো এই পোস্ট'টি দ্বারা আশা করি অনেকেই উপকৃত হবেন। সাধারনত নেট থেকে নিচের বেশীর ভাগ সফটওয়্যার ট্রায়াল ভার্শনে থাকে কিছু দিন ব্যবহার করার পর সিরিয়াল কী ক্রয় করার প্রয়োজন হয়। পরতে হয় জামেলায় এবার সেই সমস্যা নেই নিচের সফটওয়্যারগুলো ডাউনলোড করার পর সাথে সিরিয়াল কী/প্যাচ/কী-গেন ইত্যাদি দেয়া আছে তাই নিশ্চিন্তে ডাউনলোড করতে থাকুন আপনার পছন্দের সফটওয়্যার'টি।
আশা করি টিউন’টি সবার ভালো লাগবে এবং অনেকেই উপকৃত হবে।
সবাই ভালো থাকবেন সেই শুভ কামনা সবসময়ের।
× পোস্ট'টি ' নীলাঞ্চলে ' প্রকাশিত।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ নাবিল আমিন ভাই এত সুন্দর সুন্দর সফটওয়্যার উপহার দেয়ার জন্য।