আমরা যারা কম্পিউটার ইউস করি তাদের মধ্যে অধিকাংশ-ই অডিও-ভিডিও কনভারটিংয়ের ক্ষেত্রে Allok,imtoo,xillot ইত্যাদি সফট্ ওয়্যার ব্যবহার করে থাকি । আর এই সফট্ ওয়্যারগুলোতে যদিও অনেকগুলো ফরমেটে কনভার্ট করার সুবিধা আছে কিন্তু বেশির ভাগ সময়ে 3GP ফরমেটেই কনভার্ট করার প্রয়োজন হয় ।
এখন আপনাদের সাথে যে কনভার্টিং সফট্ ওয়্যারটির পরিচয় করিয়ে দিব তার নাম All converter to 3gp.
এর বৈশিষ্ট্য হল:
১.সব ধরনের ভিডিও ফাইল যেমন-dat,vob,flv,mkv,3gp,3gp2,mp4,amv ইত্যাদি সব ধরনের ফাইলকে তিনটি ক্যাটাগরিতে কনভার্ট করা যায়
২.Output ফলাফল তিন ধরনের-3GP,Standard,Mp4
৩.video quality খুব ভালো
৪.software টি Portable । ফলে আপনার রেমের জায়গা দখল করবে না
৫.সাইজে ছোট
৬.অন্যান্য সফট্ওয়্যারের চেয়ে দ্রুত কাজ করে
৭.আউটপুট ফাইল-ও ছোট সাইজের হয়
এক কথায় ছোট্ট ফ্রী এই সফট্ওয়্যারটি আমার কাছে চমত্কার লাগে ।সংগ্রহে রাখার মত । আমার খুব ভালো লেগেছে । তাই শেয়ার করলাম ।
ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন(zip file):-
http://www.allplayer.org/Download/ALLConverterTo3GP_Portable.zip
আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই আমার কাজে লাগবে