হ্যা, সত্যি বলছি। এখন থেকে পকেটের Pen drive এই ওস দিতে পারবেন। যে কোন পিসি তে আপানার নিজের ওস টাই চালাতে পারবেন।ধরেন আপানি আপনার বন্ধুর পিসি use করছেন। তখন আপানার Photoshop এর দরকার হল কিন্তু ওই পিসি তে Photoshop নাই। তখন আবার photoshop install দিতে থাকবেন আর ভাবতে থাকবেন ইস আমার পিসি টা যদি থাকত থাহলে আর এই সময়টা নস্ট হত না। এরকম ঝামেলা থেকে বাচতে হলে আমার এই টিঊন টি ফলো করুন আর আপনার pendrive টি দিয়ে Computer পকেটে নিয়ে ঘুরতে থাকুন।
যা যা লাগবেঃ
০১. Pen drive (at least 8GB)
০২. Windows (Windows 7, Windows 8, Windows 10)
যা যা করতে হবেঃ
০৩. ইন্সটল করুন এবং সিরিয়াল কি দিয়ে অ্যাক্টিভ করুন;
০৪. সফটওয়্যার টি রুন করুন এবং আপনার ISO file টি দেখিয়ে দিন;
০৫. আপনার Pen drive টি দেখিয়ে দিন;
০৬. next ক্লিক করে অপেক্ষা করুন;
০৭. Install শেষ হলেই কাজ শেষ;
০৮. এখন যে computer এ এই ওস চালাতে চান সেখানে Boot From Removeable disk সিলেক্ট করে Boot করুন।
আশা করি কাজ হবে এবং আপনাদের ভাল লাগবে।
পৃথিবীর বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত উক্তি যা আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”
—মারিও কুওমো।“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”
—ডেল কার্নেগি।“ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”
—পীথাগোরাস।“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque
This is a method of creating portable windows. Not own computer in pocket.