আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি।অনেক দিন থেকেই পিসি নিয়ে কিছু টিউন করার চিন্তাভাবনা করছিলাম।তারই ধারাবাহিকতায় এই টিউন।
পিসি সফটওয়্যার রিভিউ [পর্ব-০৬] :: পিসি বা ল্যাপটপের ক্ষতিকারক আলো/রশ্মি থেকে আপনার চোখকে রাখুন সুরক্ষিত। [Automatic আলো]
আমরা যারা পিসি ব্যবহারকরি তারা প্রায়ই পিসির সামনে বসে থাকি,বিশেষ করে যারা অনেক ধরনের কর্ম সাধন করি এই পিসি দিয়ে। কিন্তু আপনার কি জানা আছে?? যে এই পিসির রশ্মি আমাদের চোখের জন্য কতটা ক্ষতি কর ?? হয়ত জানা নেই,আজকের টিউনটি আমার এই বিষয়ের উপর।
আজকে আপনাদেরকে এমন একটি সফটওয়্যার দিব যেটা দিয়ে আপনি পিসির ক্ষতিকারক রশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ১ MB।
ডাউনলোড লিঙ্ক – flux-setup.rar – 1.6 MB
ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ইন্সটল দিন। এবার আসল কাজ। এই সফটওয়্যারটি অটোমেটিক কাজ করবে আপনি শুধু আপনার লোকেসন টা সিলেক্ট করে দিতে হবে। নিচের ছবিতে লক্ষ্য করুন ।
ব্যাস হয়ে গেলো। এবার আপনার পিসি হতে রশ্মির প্রভাব একটু কম পাবেন। এতে করে আপনার চোখ অনেকটা সুরক্ষিত থাকবে। আর পারলে চশমা ব্যবহার করবেন। তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমার অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।