পিসি সফটওয়্যার রিভিউ [পর্ব-০১] :: আপনার PC কে করে তুলুন আরও আকর্ষণীয় আইকন ব্যবহার করে -১

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি।অনেক দিন থেকেই পিসি নিয়ে কিছু টিউন করার চিন্তাভাবনা করছিলাম।কিন্তু সময়ের অভাবে লিখতে পারছিনা। আজ সময় পেলাম। তাই এর প্রথম পর্ব লিখছি। আজ এই ১ম পর্বে লিখবো  আপনার PC কে করে তুলুন আরও আকর্ষণীয় আইকন ব্যবহার করে যার ২ টা পর্বের মাঝে এটা ১ম।
সবাই নিজের কম্পিউটারকে একটু ভিন্ন রকম দেখতে পছন্দ করি। আসুন আইকন পরিবর্তন করি আর নিজের কম্পিউটারে আকর্ষণীয় এক পরিবর্তন আনি তাও আবার কোন সফটওয়্যার ছাড়া। কম্পিউটারের আইকন গুলো অনেক বোরিং তাই রঙ ঢালুন অথবা সাজিয়ে তুলুন আকর্ষণীয় আইকনে আপনার কম্পিউটার, কোন সফটওয়্যার ইন্সটল এর ঝামেলা ছাড়া। আর সাথেতো মনকাড়া আইকন গুলো আছেই।আমার কম্পিউটারের চেহারাটা দেখে নিন –ছবি বড় করে দেখতে ছবিটির উপর ক্লিক করুন।ছবি বড় করে দেখতে ছবিটির উপর ক্লিক করুন।

প্রথমেই আইকন গুলো ডাউনলোড করে নিন।

animals Icons.rar - 1.6 MB
Horror.rar - 2.5 MB
ICO 2.rar - 1.8 MB
monsters Icons.rar - 1.9 MB
S icon.rar - 2.4 MB
Spring.rar - 1.7 MB
Tropical Fishes 2.0 FE.rar - 1.9 MB
Twitter Land 3 Win.rar - 2.3 MB
Win ico.rar - 1.8 MB

এরপর rar ফাইলটি Extract করুণ। তবেই পাবেন চোখ জুড়ানো আইকন গুলো। এখন যে ফোল্ডার এর আইকন পরিবর্তন করতে চান ঐ ফোল্ডার এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করি।

ছবি বড় করে দেখতে ছবিটির উপর ক্লিক করুন।

তারপর Properties > Customize > Change Icon > Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত আইকন গুলো যেখানে আছে সেই ফোল্ডার এ যান এবং একটি আইকন পছন্দ করুণ। এরপর Open > ok > Apply > ok। ব্যাস মনের মত আইকন পরিবর্তন হয়ে গেলো।

টিউনটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।

এবং টিউন সম্পর্কিত যেকোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে টিউমেন্ট করুন।

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস