ছোট্ট একটি টুল এর সাহায্যে আপনার উইন্ডোজ কে ওপটিমাইজ করে নিন

আমরা আমাদের উইন্ডোজ ব্যবহার এর সময় নানা ধরনের কাজ করে থাকি। বিভিন্ন ধরনের কাজ করার সময় আমাদের উইন্ডেজ এর ছোট-খাটো নানা ধরনের সমস্যা তৈরী হয়। এই ছোট ছোট সমস্যা গুলো আস্তে আস্তে বড় ধরনের সমস্যার তৈরী করে। আমরা এই সমস্যা দূরীকরনে নানান ধরনের টুল ব্যবহার করে থাকি। এরকমই একটি টুল বা সফটওয়্যার হল "PC Optimizer Pro"।

এর দ্বারা আমরা নিন্মলিখিত সুবিধা আদায় করতে পারব-

  • Registry Optimizer - এর দ্বারা আমাদের Registry তে যে সমস্যা গুলো রয়েছে তার সমাধান করতে পারব।
  • Manage Startup - উইন্ডোজ এর সাথে যে সকল প্রোগ্রাম সয়ংক্রিয় ভাবে চালু হয় তাদের নিয়ন্ত্রন করতে পারব এই টুল ব্যবাহর করে।
  • Trace Eraser - Internet Browser, Instant Messanger, Windows, Multimedia Program এর Temp ও অনাকাঙ্খিত ফাইল গুলোকে পরিস্কার করবে এই টুলটি।
  • Unstaller - অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো মুছে ফেলতে এই টুলসটি ব্যবহার হয়।
  • File Shredder - যে সকল ফাইল গুলো Delete হতে চায় না তা Delete করতে এই টুল টি ব্যবহার করা যাবে।
  • Windows Tools - উইন্ডোজ এর বিভিন্ন টুল যেমন - Device Manager; Perfomance Monitor; Disk Difragment; Windows Update; System Propreties; Windows Security Center; Control Panel; System Restore প্রভৃতি টুল গুলো কে এর দ্বারা একসেস করা যাবে।

সফটওয়্যারটি download করতে ক্লিক করুন এখানে
এতে ক্রেক সহ দেওয়া আছে। শুধুমাত্র ইন্সটল করার পর Patch করুন।

Level 2

আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar ekta problem sold koren pls—————- ami jokhon net download deie games kehlte jai tokhon net bondo hoia jai abar games minimiz korle net and download suru hoia jai emon jala ki kori konto. ???????
download er sata sate games kelte parsina. . amar system win7 — net– wimax banglalion 128kb

দারুন কিন্তু মিডিয়া ফাইয়ারের লিঙ্ক দিলে ভাল হত……………….

Asmw PC-Optimizer Pro 7.0.rar
http://www.mediafire.com/?mzizxcjn1xg

PC-Optimizer Pro v6.4.5.4 Full.rar
http://www.mediafire.com/?655gc8bu6ydjul8

Link is not working properly. plz check the link.

    আপনি আবার চেষ্টা করুন। লিংক ঠিক আছে। আমি এই মাত্র চেক করলাম।
    অথবা সরাসরি আপনার এড্রেস বার এ এটি পেষ্ট করুন http://www.fileserve.com/file/6jFPa8E

জিনিসটা ভালই মনে হয় কিন্তু ডাউনলোড করতে পারলামনা মনে হয় লিঙ্কে সমস্যা আছে।
তবে টিউন সুন্দর হইছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

ডাঊনলোড আমি ও করতে পারি নাই। সমস্যা মনে হয়। তবে শওকত ভাই মিডিয়াফায়ার এর লিঙ্ক থেকে করেছি। ধন্যবাদ দুজনকেই।

    @আতাউর রহমান এবং @আউয়াল ভাইয়া আমি ঠিক বুঝতে পারছিনা যে আপনাদের ডাওনলোড করতে কী সমস্যা হচ্ছে। যদি লিংকে প্রবেশ করতে না পারেন তবে তা হয়ত আপনাদের ব্যবহৃত সার্ভার এর সমস্যা কারন আমি ওপেরা ব্রাউজার ব্যবহার করে http://www.fileserve.com/file/6jFPa8E এই লিংক পেজে প্রবেশ করেছি। আর যদি ডাঊনলোড লিংক লিংক আসার পর আপনাদের ডাঊনলোড না হয় তবে আপনাদের ডাঊনলোড ম্যানেজার বন্ধ করে তার পর ডাওনলোড শুরু করুন। যেমন IDM দিয়ে ডাঊনলোড করতে হলে ডাঊনলোড লিংকে ক্লিক করার আগে কী বোর্ড হতে Alt কী চেপে তারপর কাঙ্খিত লিংকে ক্লিক করুন।
    আমার বর্তমান নেটের স্পিড ভাল না হবার কারনে এটি মিডিয়াফায়ারে আপলোড করতে পারছি না। গুগলে খুজে এই লিংকটি খুজে বের করেছিলাম।
    যাইহোক আপনাদের এই সমস্যার জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত।