পোর্টেবল ডকুমেন্ট ফরমেট PDF এর সকল স্মার্ট ফিচার এক সফটওয়্যারের মধ্যে! যারা ডকুমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য মেগাটিউন!

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অফিস ডকুমেন্ট এর সব ধরনের কনভার্সন এবং এডিটিং পদ্ধতি নিয়ে আমার আজকের মেগাটিউন।

আগে মাঝে মাঝেই সফটওয়্যার রিভিউ লেখতাম কিন্তু আজকাল সফটওয়্যার নিয়ে খুব বেশি লেখা হয় না। যখনই টেকটিউনসে কিছু লেখার পরিকল্পনা করি তখনই সফটওয়্যার রিভিউটাকে পাশ কাটিয়ে চলে যাই। কারন এতো এতো সফটওয়্যার রিভিউ লেখেছি যে পুরো একঘেয়েমি চলে আসছে। তাছাড়া ডাউনলোড লিঙ্কে ঝামেলা হওয়া তো নৈমিত্তিক ঘটনা। একই সফটওয়্যার কতো জায়গায় যে কতোবার করে আপলোড করেছি উপরওয়ালা জানে। তবে বলে রাখছি আজও যদি ডাউনলোড লিঙ্কে ঝামেলা হয় তাহলে সফটওয়্যার রিভিউ আজকেরটাই শেষ! যাহোক, বহুদিন থেকে একজন টিউজিটর অনুরোধ করে আসছিলো এমন কোন সফটওয়্যার দিতে যেটাতে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করলে টেবিলগুলো ভেঙ্গে আসবে না কিংবা কোন রকম পরিবর্তন হবে না। বহু সফটওয়্যার ট্রাই করেছি আমি নিজে। যিনি অনুরোধ করেছিলেন তিনিও খুঁজেছেন অনেক। পরে যখন পাওয়া গেলো তখন দেখা গেলো সেটা প্রিমিয়াম ভার্সন। আমি সব সময় বলি কানার দিনই কী আবার রাতই কী? আমরা তো আর কেউ কিনে কোন সফটওয়্যার ব্যবহার করবো না। তাই ফ্রিতেই প্রিমিয়াম নিয়ে আজ হাজির হলাম। চলুন সফটওয়্যারটি সম্পর্কে আগে বিস্তারিত জেনে নেই। অন্ধ আনুগত্যে ডাউনলোড করবেন আমি সেটা চাই না।

Wondershare PDF Elements | Price $69.95

বর্তমান সময়টাই হচ্ছে মাল্টিমিডিয়ার সময়। ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, প্রতিষ্ঠান সবারই মাল্টিমিডিয়া ডকুমেন্ট প্রয়োজন। আর এই সব ডকুমেন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরমেট তথা পিডিএফ। পিডিএফ ফাইলের সবচেয়ে বড় বিশেষ্যত্ব হচ্ছে এটি অবিকৃত অবস্থায় ব্যবহার করা যায়। তবে পিডিএফ ফাইল বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনাকে নিম্মোক্ত কয়েকটি বিষয়ের উপর পূর্ণ জ্ঞান রাখতে হবে।

  • নতুন পিডিএফ ফাইল কীভাবে তৈরী করতে হয়।
  • পিডিএফ ফাইলের কন্টেন্টগুলো কীভাবে এডিট করতে হয়।
  • পিডিএফ থেকে অন্যন্য ডকুমেন্ট ফরমেটে কীভাবে কনভার্ট করতে হয়।
  • পিডিএফ থেকে কীভাবে অন্য টেক্সট ফাইলকে আলাদা করতে হয়।
  • পিডিএফ ফাইলকে কীভাবে কপি, পেস্ট কিংবা এডিট রেস্ট্রিকটেড করতে হয়।
  • পিডিএফ ফর্মকে কীভাবে কাস্টমাইজ করতে হয়।

উপরোক্ত বিষয়ে আপনি যদি পারদর্শি হয়ে থাকেন তাহলে বুঝে নিতে হবে আপনি একজন পিডিএফ ফাইল এক্সপার্ট। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, নতুন পিডিএফ ফাইল তৈরী করতে মাইক্রোসফট অফিস ২০১০ থেকে পরবর্তি ভার্সনগুলো উপযোগী হলেও পরবর্তি কাজগুলোর জন্য আপনার আলাদা সফটওয়্যারের প্রয়োজন হবে। আর সফটওয়্যার সমুদ্রে হাজার হাজার সফটওয়্যারের ভিড়ে সবচেয়ে কার্যকরী সফটওয়্যার খুঁজে পাওয়া অনেক কঠিন। অনেক খুঁজে আপনাদের জন্য তাই আমার আজকের নিবেদন Wondershare PDF Element সফটওয়্যারটি, যার মাধ্যমে আপনি উপরোক্ত সব কাজ অনায়াসে করতে পারবেন।

যে বিশেষ কারনে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করবেন

আমরা সফটওয়্যারটির বহুমুখি কাজ সম্পর্কে অবগত হলেও এই ধরনের কাজগুলো অন্য সফটওয়্যারগুলোও করতে পারে। বিশেষ করে এই সম্পর্কিত আমার আরও অনেক টিউন আছে যেগুলোতে একই ধরনের কাজ করতে পারে এমন সফটওয়্যার আমি দেখিয়েছি। তবে তাদের চেয়ে এই সফটওয়্যারের বিশেষ্যত্ব হলো এটির পিডিএফ এডিটিং ফিচার এবং পিডিএফ থেকে অন্য ফরমেটে কনভার্সন। তো চলুন স্পেশাল ফিচার সম্পর্কে একটু জেনে নেই।

পিডিএফ এডিটিং ফিচার যা সফটওয়্যারটিকে করেছে অনন্য

  • এই সফটওয়্যারটির সাহায্যে আপনি এমন ভাবে পিডিএফ এডিট করতে পারবেন যেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছেন। যেকোন জায়গায় নতুন টেক্সট যুক্ত করতে পারবেন, যেকোন লেখা ডিলেট করতে পারবেন, এডিট করতে পারবেন, ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন, লেখার কালার পরিবর্তন করতে পারবেন। ওয়াটার মার্ক রিমুভ করতে পারবেন কিংবা নতুন করে যুক্ত করতে পারবেন। পরিশেষে আপনার করা পরিবর্তনগুলোকে অন্য কেউ যাতে পরিবর্তন করতে না পারে তার জন্য এটাকে সিকিউর করে রাখতে পারবেন।

পিডিএফ থেকে অন্য ফাইলে কনভার্সন

  • পিডিএফ ডকুমেন্টকে আপনি খুব সহজেই ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, ইপাব ফাইল কিংবা যেকোন ধরনের ইমেজ ফাইলে কনভার্ট করতে পারবেন। তবে এরকম কনভার্সন অন্য আরও সফটওয়্যারগুলোতে করা গেলেও এই সফটওয়্যারটিতে এটা এতোটা নিখুঁতভাবে করা যায় যে কোন পিডিএফ ফাইলের টেবিল পর্যন্ত ভেঙ্গে যায় না। বিশ্বাস না হলে নিজে একবার ব্যবহার করেই দেখুন না।

ডাউনলোড এবং একটিভেশন

সফটওয়্যারটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনার প্রয়োজনের সাথে যদি সফটওয়্যারটির ফিচারগুলো মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ঝটপট সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ মাত্র ৪৪ মেগাবাইট। তাই ডাউনলোড করতে আপনার খুব বেশি ডাটা অবশ্যই হবে না।

একটিভেশনঃ

  • আপনি যদি সফল ভাবে সফটওয়্যারটি ডাউনলোড করে থাকেন তাহলে এবার সেটাকে একটিভেট করার পালা। সফটওয়্যারটি যেহেতু ফ্রি না তাই এটাকে একটিভেট করতে হলে আপনাকে মাত্র ৬৯.৯৫ ডলার গুনতে হবে। ভয় পাওয়ার কিছু নেই আমি এটাকে ফ্রিতেই দিবো। তবে একটিভেট করতে নিচের পদ্ধতিগুলো অনুসরন করতে হবে।
  • প্রথমে ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং ‍“C:\Windows\System32\drivers\etc” লোকেশনে থাকা উইন্ডোজ hosts ফাইলটিতে নিচের লাইনগুলো যোগ করে নিন। হোস্ট ফাইলে কীভাবে কিছু যোগ করতে হয় সেটা জানতে এখানে ক্লিক করুন

127.0.0.1 support.wondershare.net

127.0.0.1 http://www.wondershare.net

127.0.0.1 http://cbs.wondershare.com

127.0.0.1 platform.wondershare.com

  • এবার সফটওয়্যারটির সেটাপ ফাইলটি রান করুন এবং যথারীতি সেটাপ প্রক্রিয়া শেষ করুন। কিন্তু সেটাপ শেষ হলেও সফটওয়্যারটিকে রান করবেন না।
  • এখন আমার দেওয়া মেডিসিন ফাইল থেকে আপনার কম্পিউটারের বিট অনুযায়ী মেডিসিন ফাইলটি এডমিন হিসাবে রান করুন।
  • এবার সফটওয়্যারটি ওপেন করুন এবং আমার দেওয়া লাইসেন্স ব্যবহার করে সফটওয়্যারটি ফুল ভার্সন করে ফেলুন।
  • অধিক নিরাপত্তার জন্য সফটওয়্যারের মেইন ফাইলটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। ফায়ারওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় জানতে এখানে ক্লিক করুন

আপনার জন্য এরকম আরও কিছু টিউনঃ

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

 

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউন এর জন্য।
আমি এই সফটওয়্যার অনেকদিন ধরে ব্যাবহার করে আসছি। খুভই কাজের জিনিস।

পিডিএফ নিয়ে আমার কাজগুলো পাসওয়ার্ড রিমুভারের মধ্যেই সীমাবদ্ধ। সে সব সিকিউর পিডিএফ আছে সেগুলো থেকে পাসওয়ার্ড রিমুভ করে আজাইরা পেইজগুলো রিমুভ করে পড়ি। পিডিএফ এডিট করার সময় কাজে লাগলেও পাসওয়ার্ড রিমুভ করতে একই নির্মাতা প্রতিষ্ঠানের অন্য একটি সফটওয়্যার ব্যবহার করি। সর্বোপরি এই কোম্পানির সবগুলো সফটওয়্যার কাজের। কিন্তু দামগুলো অনেক বেশি, বায়রের দেশের জন্য!

সুন্দর টিউনের জন্য অনেক ধন্যবাদ। সব ধরনের টিউনের মাঝে সমন্বয় বজায় রাখবেন আশা করি।

    ধন্যবাদ ভাই, পিডিএফ পাসওয়ার্ড রিমুভারটা আমি নিজেও ব্যবহার করি। অসাধারন, কনেটক্সট মেনু থেকেই কাজ করা যায়।

কিন্তু আপনার দেওয়া লাইসেন্স ফাইল কোনটা?

ভাইয়া পিসির যত্ন নিয়ে ১টা টিউন করবেন এরকম যে,১টা কমপিউটার বা এক্সেসরিস কতোদিন না চালালে বা পরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে বা কিভাবে নষ্ট হয় এবং নষ্ট হওয়ার পিছনে কি কাজ করে

ধন্যবাদ টিউন এর জন্য।

আপনার টিউন বরাবরই সুন্দর।অনেক ধন্যবাদ এই টিউন ও সফটওয়্যার এর জন্য

osam ! thanks fahad vaia. apnar prothita tune amar osadaron lage.

বরাবরের মতই এবারের টিউনটাও চমৎকার । কিন্তু এই https://userscloud.com/ ফাইল শেয়ারিং সাইটি টি অতান্ত স্লো । ডাউনলোডে প্রচুর সময় নেয় ! তাই পরের টিউনে যদি অন্য কোন সাইটে ফাইল আপলোড করতেন তাইলে ভাল হবে । ধন্যবাদ ।

    ধন্যবাদ ভাই, আসলে এই সাইট ছাড়া অন্য সাইটে ফাইল আপলোড করলে সেটা ডিলেট করে দেওয়া হয়। যেহেতু পাইরেসি করা হচ্ছে সেহেতু এই সাইট ছাড়া আর কোন উপায় নাই। এক ফাইল একাধিক বার আপলোড করা সম্ভব না।

এই জন্য টেকটিউনসে আসতে মন চায়না। কারন এত বাজে টিউন করা হয় দৈনিক একবার করে টেকটিউনসে বিজিট করে হোম পেজটা দেখে জাই কোন ভাল টীউন্স পাইনা । টেকটিউনসে বিজিট করার একটাই কারন ।মাজে মাজে দুই এক জন ভাল টীউনারের টিউন দেখার জন্য।যেমন এইজে ফাহাদ ভাই কত সুন্দর একটা টীউন করল ।ধন্যবাদ ফাহাদ ভাইকে আমার পক্ষ থেকে।

Very Nice…….
Thanks…..

Level 2

Currently i am using Wondershare PDF Pro for conversion. Its good.
But i didn’t use Wondershare PDF Elements. Its Best. Thanks dear to share it. 🙂

ভাই, কি বলে যে ধন্যবাদ দিবো; এই করকমের একটা সফটওয়ার সপ্তাহ খানেক ধরে পাগলের মতো থুজতেছিলাম। যদিও শুধু এই টিউনের জন্য আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনার টিউন মানেই আসাধারণ কিছু।ভালো থাকবেন।

    ধন্যবাদ ভাই, আপনার সুন্দর টিউমেন্ট দেখে অনেক ভালো লাগলো। আপনারা টিউন থেকে উপকৃত হলেই তো টিউনার স্বার্থক 🙂

ডাউনলোডাইতে যতই ঝামেলা পাকাক না কেনু, অাপনি যদি রিভিউ লেখা স্টপ মাইরা দেন- তয় সবচাইতে লাভের মুখ দেখব সফটু কুম্পানিগুলা…..অার কিছু না অইলেও অাইলসা পাবলিকরা অন্তত পাইরেসির দড়ির নাগাল পাইব না অার শ্যাষম্যাষ- কী বলেন মিয়া বাই? :mrgreen:

অাসলে পিডিএফ নিয়ে যদিও কোন ঝক্কির মধ্যে যাই না- কিন্তু মাঝে মাঝে এগুলোর প্রয়োজন যাতে চিন্তায় “কপালকুঞ্চন” তৈরি করতে না পারে তাই রেখে দিলাম অারকি…..

ধইন্যা টিউনের জন্য 🙂

    আপাত দৃষ্টিতে পাইরেসিকে উৎসাহ দেওয়া, পাইরেসি করা চুরির সমতূল্য। তাই আজকাল এই টাইপ রিভিউ লিখতে খারাপ লাগে। সামনে যদি পারি ফ্রিওয়্যার নিয়ে কিছু টিউন করবো। কিন্তু দারুন কোন ফ্রিওয়্যার এখন চোখেই পড়ে না।

    যাহোক, বরাবরের মতো সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ 🙂

Thanks vai,very nice tune

Thanks@সানিম মাহবীর ফাহাদ,ভাই onek kajere ekti apps upohar deyar janno,
tobe vai bangla pdf convert korle word file a lekha gulo nasto hoye jasse, plus pdf er nidristo kono jayga copy kore ms word a past korle o lekha nasto hoye jay.emonki kisu pdf theke to copy e kora jayna… amaer janno to borabor e kasto kore onek valo+uniq tune upohar den, asa kori khub shigro e amar ei problem er o jothajatho kono somadhan diben..
& ogrim thanks anuroh rakhben sei asay…

    বাংলা স্ট্যান্ডার্ড পিডিএফ ফাইলগুলো এমএস ওয়ার্ডে কনভার্ট করা যাবে। কিন্তু কোন ভাবে যদি পিডিএফগুলো ইমেজ হিসাবে থাকে তাহলে কনভার্ট হবে না।

Thanks@সানিম মাহবীর ফাহাদ,ভাই onek kajere ekti apps upohar deyar janno,
tobe vai bangla pdf convert korle word file a lekha gulo nasto hoye jasse, plus pdf er nidristo kono jayga copy kore ms word a past korle o lekha nasto hoye jay.emonki kisu pdf theke to copy e kora jayna… amader janno to borabor e kasto kore onek valo+uniq tune upohar den, asa kori khub shigro e amar ei problem er o jothajatho kono somadhan diben..
& ogrim thanks anurodh rakhben sei asay…

সানিম মাহবীর ফাহাদ,ভাই@ রিপ্লাই দেয়ার জন্য ধন্যবাদ, তবে ভাই আমি কনভার্ট না হওয়ার কথা বলেনি আমি বলেছি যে, অনেক standard ফাইলের লেখা গুলো ও কনভার্ট করার পর ভেঙ্গে/নষ্ট/বানান ভুল/ লেখা এলোমেলো হয়ে যায় ৷

    আসলে কিছু কিছু ফাইলে ছোটখাট সমস্যা থাকবেই। সব একেবারে শতভাগ পারফেক্ট হয় না।

khadiza@2018

    সানিম মাহবীর ফাহাদ ভাই Wondershare PDF Element এর আপডেট লিংকটা একটু দেয়া যাবে?