সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অফিস ডকুমেন্ট এর সব ধরনের কনভার্সন এবং এডিটিং পদ্ধতি নিয়ে আমার আজকের মেগাটিউন।
আগে মাঝে মাঝেই সফটওয়্যার রিভিউ লেখতাম কিন্তু আজকাল সফটওয়্যার নিয়ে খুব বেশি লেখা হয় না। যখনই টেকটিউনসে কিছু লেখার পরিকল্পনা করি তখনই সফটওয়্যার রিভিউটাকে পাশ কাটিয়ে চলে যাই। কারন এতো এতো সফটওয়্যার রিভিউ লেখেছি যে পুরো একঘেয়েমি চলে আসছে। তাছাড়া ডাউনলোড লিঙ্কে ঝামেলা হওয়া তো নৈমিত্তিক ঘটনা। একই সফটওয়্যার কতো জায়গায় যে কতোবার করে আপলোড করেছি উপরওয়ালা জানে। তবে বলে রাখছি আজও যদি ডাউনলোড লিঙ্কে ঝামেলা হয় তাহলে সফটওয়্যার রিভিউ আজকেরটাই শেষ! যাহোক, বহুদিন থেকে একজন টিউজিটর অনুরোধ করে আসছিলো এমন কোন সফটওয়্যার দিতে যেটাতে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করলে টেবিলগুলো ভেঙ্গে আসবে না কিংবা কোন রকম পরিবর্তন হবে না। বহু সফটওয়্যার ট্রাই করেছি আমি নিজে। যিনি অনুরোধ করেছিলেন তিনিও খুঁজেছেন অনেক। পরে যখন পাওয়া গেলো তখন দেখা গেলো সেটা প্রিমিয়াম ভার্সন। আমি সব সময় বলি কানার দিনই কী আবার রাতই কী? আমরা তো আর কেউ কিনে কোন সফটওয়্যার ব্যবহার করবো না। তাই ফ্রিতেই প্রিমিয়াম নিয়ে আজ হাজির হলাম। চলুন সফটওয়্যারটি সম্পর্কে আগে বিস্তারিত জেনে নেই। অন্ধ আনুগত্যে ডাউনলোড করবেন আমি সেটা চাই না।
বর্তমান সময়টাই হচ্ছে মাল্টিমিডিয়ার সময়। ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, প্রতিষ্ঠান সবারই মাল্টিমিডিয়া ডকুমেন্ট প্রয়োজন। আর এই সব ডকুমেন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরমেট তথা পিডিএফ। পিডিএফ ফাইলের সবচেয়ে বড় বিশেষ্যত্ব হচ্ছে এটি অবিকৃত অবস্থায় ব্যবহার করা যায়। তবে পিডিএফ ফাইল বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনাকে নিম্মোক্ত কয়েকটি বিষয়ের উপর পূর্ণ জ্ঞান রাখতে হবে।
উপরোক্ত বিষয়ে আপনি যদি পারদর্শি হয়ে থাকেন তাহলে বুঝে নিতে হবে আপনি একজন পিডিএফ ফাইল এক্সপার্ট। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, নতুন পিডিএফ ফাইল তৈরী করতে মাইক্রোসফট অফিস ২০১০ থেকে পরবর্তি ভার্সনগুলো উপযোগী হলেও পরবর্তি কাজগুলোর জন্য আপনার আলাদা সফটওয়্যারের প্রয়োজন হবে। আর সফটওয়্যার সমুদ্রে হাজার হাজার সফটওয়্যারের ভিড়ে সবচেয়ে কার্যকরী সফটওয়্যার খুঁজে পাওয়া অনেক কঠিন। অনেক খুঁজে আপনাদের জন্য তাই আমার আজকের নিবেদন Wondershare PDF Element সফটওয়্যারটি, যার মাধ্যমে আপনি উপরোক্ত সব কাজ অনায়াসে করতে পারবেন।
আমরা সফটওয়্যারটির বহুমুখি কাজ সম্পর্কে অবগত হলেও এই ধরনের কাজগুলো অন্য সফটওয়্যারগুলোও করতে পারে। বিশেষ করে এই সম্পর্কিত আমার আরও অনেক টিউন আছে যেগুলোতে একই ধরনের কাজ করতে পারে এমন সফটওয়্যার আমি দেখিয়েছি। তবে তাদের চেয়ে এই সফটওয়্যারের বিশেষ্যত্ব হলো এটির পিডিএফ এডিটিং ফিচার এবং পিডিএফ থেকে অন্য ফরমেটে কনভার্সন। তো চলুন স্পেশাল ফিচার সম্পর্কে একটু জেনে নেই।
সফটওয়্যারটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনার প্রয়োজনের সাথে যদি সফটওয়্যারটির ফিচারগুলো মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ঝটপট সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ মাত্র ৪৪ মেগাবাইট। তাই ডাউনলোড করতে আপনার খুব বেশি ডাটা অবশ্যই হবে না।
127.0.0.1 support.wondershare.net
127.0.0.1 http://www.wondershare.net
127.0.0.1 http://cbs.wondershare.com
127.0.0.1 platform.wondershare.com
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ টিউন এর জন্য।
আমি এই সফটওয়্যার অনেকদিন ধরে ব্যাবহার করে আসছি। খুভই কাজের জিনিস।