এটা আমার প্রথম টিউন। আপনারা চাইলে দেখতে পারেন। কাজে আসতে পারে।
হ্যালো আমার প্রান প্রিয় বন্দুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমরা কম বেশি সবাই আমাদের মোবাইল ও কম্পিউটারের ডেস্কটপের ছবি তুলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি। আথবা আমরা যারা নেটে ফটো টিউটোরিয়াল দেই তাদের কথাই বলি, আমরা আগে ছবি তুলি তারপর তাতে লেখালেখি করার জন্য অন্য সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু কেমন হয় যদি আপনি স্কিনশর্ট নেয়ার সাথে সাথেই ছবিতে লেখালেখি করা, বক্স আঁকানো ইত্যাদি করতে পারা যায়। আজকে আমার টিউনটা এর উপরেই। তাহলে এইবার কাজের কথায় আসিঃ
প্রথমে পরিচয় করাব একটি সফটওয়ারের সাথে। সফটওয়ারেটির
নামঃ Lightshot
সাইজঃ ২ MB
এখান থেকে ডাউনলোড করিয়ে নিন।
ডাউনলোড করার পর ইনিস্টল করুন। ইনিস্টল হয়ে গেলে আপনি এই সফটওয়ার দিয়ে স্কিনশর্ট নিয়ে সেই ছবিতেই সাথে সাথে লেখালেখি, ঘর আকান, আর অনেক কিছু, যা আপনি করতে চান। আপনার কাজ হয়ে গেলে Save বাটনে চাপলেই আপনার ছবি সেভ হয়ে যাবে।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের স্কিনশর্ট দেখুনঃ
প্রথমে আপনার কি বোর্ডের Print Screen বাটনে চাপ দিনঃ
তারপর
এখন Save বাটনে চাপ দিলেই এই রকম উইন্ডো আসবে। তারপর নিজের ইচ্ছে মতো সেভ করে নেবেন।
সব শেষে সেভ করুন কাজ শেষ।
আপনার যদি ইনিস্টল দেওয়ার শেষের দিকে গিয়ে কোন Error মেসেজ আসে তাহলে ভয় পাবেন না। তখন OK দিয়ে ইনিস্টল Finish করে দিন।
তারপর আপনি এই সফটওয়ারটা ইনিস্টল করেছেন সেখানে যান।
তারপর Skillbrains নামের ফোল্ডারটা খুজে বের করুন।
তারপর ওপেন করুনঃ
তারপর Lightshot এপ্লিকেশন ফাইলে ডাবল ক্লিক করলেই কাজ শেষ। এখন আপনি আরামছে ব্যবহার করতে পারবেন।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমার টিউনে আপনাদের উপকার কতখানি হবে জানিনা, তবে ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।
সবাইকে ধন্যবাদ।
Munna
আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।