IDM_6.03_BETA7 ভার্শনের Silent_Installer দিয়ে মুহুর্তের মধ্যে আইডিএম ঝামেলা ছাড়া চোখের পলকে ইনস্টল করুন।

ডাউনলোডের ক্ষেত্রে আইডিএম এর কথা কে না জানে। এটি সবার কাছে জনপ্রিয়। এটি নিয়ে আমি আগেও কয়েকটি টিউন করেছিলাম। এটি ৩০ দিনের জন্য ট্রায়েল হিসেবে পাওয়া যায়। তাই এটি ব্যবহার করতে অনেকেই বিভিন্ন ধরনের ক্রাক ফাইল ব্যবহার করেন । কিন্তু এই ক্রাক ফাইল যদিও কোন ভাইরাস নয় তবুও কিছু কিছু এন্টিভাইরাস উহাকে ভাইরাস হিসেবে সনাক্ত করে। আবার ক্রাক করলেও ফ্যাক সিরিয়াল দেখায়। নানান সমস্যায় পড়তে হয় এটি নিয়ে। তাই নিয়ে আর যেন ঝামেলা পোহাতে না হয় সেজন্যই এটির Silent Installer নিয়ে হাজির হলাম। এটি ইনস্টল করার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনার পিসিতে কোন সফটওয়ার্ ইনস্টল করেছেন। এটি হল ফুল ভার্শন আর আগে হতেই ক্রাক করা তাই আপনাকে কখনই ক্রাক করতে হবে না। ইনস্টল করতে এটিতে কেবলমাত্র ক্লিক করলেই হবে। নিচের লিংক হতে এটি ডাউনলোড করুন। আর ঝামেলামুক্ত ব্যবহার করুন। নো টেনশন ডু ডাউনলোড ...

বোনাস

ইউএসবি সিকিউরিটির জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যবহার করি। এর মধ্যে ইউএসবি ডিস্ক সিকিউরিটির কথা সবাই ভাল বলে। আর আমি বলি এটির চেয়ে ভাল হল ইউএসবি থ্রেড। আপনিও একবার ট্রাই করে দেখুন আর তুলনা করুন। এটি পোর্টএবল তাই ইনস্টলের দরকার নেই । নিচের লিংক হতে এটি ডাউনলোড করুন....

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Onek din dhore IDM er Silent Installer search korchilam.
Onek onek dhonno baad apnake emon ekti dorkari software share korar jonno .
Allah apnar mongol korun. Amin.

সাইলেন্ট ইন্সটলার গুলোকে ভাল্লাগে।

শেয়ার করার জন্য ধন্যবাদ। কিন্তু এটির আমার প্রয়োজন আশা করি পড়বে না। পড়লে ইনসাল্লাহ পরে ডাউনলোড করে নেব। আপতত পাঠিয়ে দিয়েছি “প্রিয় টিউনস” এ।
ধন্যবাদ।

==============

আমার ব্লগঃ http://www.it-world.tk আপনি আমন্ত্রিত।

জটিল টিউন………………………………
========================
Join Our Facebook Page http://www.facebook.com/a2zbd.info

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, রুহুল ভাই এটা কি আপডেট করা যাবে,

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে, idm 6.3 কি আপডেট করা যাবে,

    এটি প্রি-ক্র্যাকড ভার্সন। আপডেট করলে ধরা খাবেন।

    @রুহুল ভাই- খুব সুন্দর টিউন করেছেন।

    ভাই, ক্রাক করা কোন সফটওয়ারই আপডেট করতে যাবেন না।

    আর হ্যাঁ, নেক্সট টাইমে নতুন ভার্শন এলে সেটার Silent Installer উপস্থাপন করব। তাই নো আপডেট ডু রান ইট।

    ধন্যবাদ রুহুল ভাই

thanksssssssssssss

আমি idm 5.19 ফুল ভার্সন ব্যবহার করছিলাম। কিন্তু ফায়ারফক্সের 4.0 beta 7 তা সাপোর্ট করে না। idm এর নতুন এই ভার্সনটি কি ফায়ারফক্সের 4.0 beta 7 সাপোর্ট করবে?

vai kothin ek ture……………………….

অসংখ্য ধন্যবাদ Internet Download Manager-এর জন্য। আমি বর্তমানে Internet Download Manager v6.03 Beta Build 7 ক্রাক করে ব্যবহার করছি। আমি এখন এটি আপডেট করে Internet Download Manager v6.03 Beta Build 10 ব্যবহার করছি কোন ঝামেলা ছাড়াই। কিন্তু ভাই এর পূর্বে আমি Internet Download Manager নিয়ে অনেক ঝামেলায় পড়েছি। ক্রাক করে ব্যবহার করে ২/৪ মাস পর সমস্যা দেখা দিয়েছে। এখন শেষ এটিও ক্রাক করে ব্যবহার করছি। কিছুদিন পর হয়তো সমস্যা হতেও পারে তখন আমি আপনার দেয়া Internet Download Manager ব্যবহার করবো। ধন্যবাদ আইটিপ্রেমী রুহুল ভাই… 🙂

ইউএসবি থ্রেড-এর জন্য ধন্যবাদ। আমি এটি ব্যবহার করে নিশ্চয়ই আমার মতামত জানাবো… 🙂

ধন্যবাদ ব্রাদার

ফুল ভার্সন এর আশায় থাকলাম। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
পরবর্তি ভার্ষনের জন্য অপেক্ষায় রইলাম।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

ভাই ফাইল তো ডাউনলোড করতে পারলাম না।
দয়া করে মিডিয়া ফায়ারে আপলোড করে দিন।

    ভাই , এখানে পাঁচটি সার্ভারে আপলোড করা আছে। আপনার পছন্দমত সার্ভার হতে ডাউনলোড করুন। আমার কাছে মিডিয়া ফায়ারকে ভাল লাগে কিন্তু যখন আমি টিউনটি করি তখন উহাতে আপলোডের ক্ষেত্রে সমস্যা হয়েছিল। ভাই কষ্ট করে আরো কয়েকবার ট্রাই করুন। আপনার সম্ভবত মেগাআপলোড হতে ডাউনলোড করতে সুবিধা হবে।

ভাই আপনাকে কি এখন থেকে আই-ডি-এম মাষ্টার বলে ডাকবো, সব সময় আপনি আমার বিপদের সময় আই-ডি-এম নিয়ে পাশে এসে দাড়ান (অন্যান্য টিউন তো আছেই।)
অনেককককককককককককককককককককককককককককককক ধন্যবাদ।

    ইমরান ভাই আপনাকেও অশেষ ধন্যবাদ। আসলে আমি আইডিএম এর উপর সম্ভবত তিনটি টিউন করেছি। আগের গুলোতে ক্রাক ফাইল দিয়েছিল। তাহাতে অনেকে বলেছে ভাইরাস আছে। তাই এই ঝা্মেলা হতে মুক্ত হওয়ার জন্য Silent Installerটি উপস্থাপন করলাম।