আশা করি টেকটিউন্স এর সবার ঈদ ভাল কেটেছে। সবাইকে ঈদ এর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে টিউন টি শুরু করছি।
আজকে আমি আপনাদের দুইটি অত্যন্ত কাজের এবং উপকারী সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব।
১) Mouse Extender:
যাদের যেই সফট ই পান তাই ইচ্ছা করে ব্যবহার করে দেখতে কিন্তু ব্যবহার করতে পারেন না ডেস্কটপ ভর্তি হয়ে যাওয়ার ভয়ে...তাদের জন্য এটি আদর্শ একটি সফটওয়্যার। আমি নিজে প্রচুর সফট ব্যবহার করি কিন্তু ডেস্কটপ ভরতি হয়ে থাকে আইকন এ এটা ভিষন বিরক্তি লাগে।আর যদি ডেস্কটপ এ না রাখি তবে খুজে বের করাটাও অনেক ঝামেলা। Mouse Extender সফট টি এরকম ঝামেলা থেকে আপনাকে বাচাবে।
আমার নিজের ডেস্কটপ এর overview। যদি টাস্কবার এ পিন করে রাখেন তবে ডেস্কটপ এ রাখার আর তেমন দরকার নেই। তবে xp ইউজার রা এই সুবিধা টি পাবেন না। দেখুন আমার সবগুলি আইকন Mouse Extender এ রেখে দিয়েছি। আপনি যতগুলি খুসি আইকন রাখতে পারবেন। আপনাকে শুধু যা করতে হবে তা হচ্ছে ডেস্কটপ থেকে আইকন গুলি drag করে Mouse Extender এর উপর এনে ছেড়ে দিন।
একটা কথা মনে রাখবেন Mouse Extender দিয়ে একটা প্রোগ্রাম ওপেন করার সাথে সাথেই এটি মিনিমাইজ হয়ে যাবে টাস্কবার এ। যদি এটা সবসময় ডেস্কটপ এ শো করাতে চান তবে নিচের ছবির মত করে ডেক্সটপ এ পিন করে নিন।
এটাতে আগে থেকেই control panel,restart,shutdown,hibernate এসব shortcut গুলি উপরে দেউয়া আছে।
তবে আর দেরি কেন? পছন্দ হলে সফট টি এখনি ডাউনলোড করে ফেলুন এখান থেকে। আর মুক্তি পান ডেস্কটপ জ্যাম থেকে।
২) Launchy:
এই সফট টি মুলত ল্যাপটপ ব্যবহারকারিদের জন্যে। ডেস্কটপ ইউজার রাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন। যারা ল্যাপটপ এর মাউস ব্যবহার করে করে বিরক্ত এবং যারা মাউস ব্যবহার ছারাই বিভিন্ন program ওপেন করতে চান তাদের জন্যে এই সফট টি মনে হয় কাজে দিবে।
এটির সাহাজ্যে কম্পিউটার এ ইন্সটল করা যে কোন প্রোগ্রাম আপনি ওপেন করতে পারবেন অত্যন্ত সহজে।
আপনাকে শুধু যেই program টি খুলতে চান তার অংশবিশেষ এতে লিখতে হবে। মনে রাখবেন ইন্সটল দেবার পর প্রথম দিকে এটি আপনার কম্পিউটার কে এনালাইজ করবে তাই প্রথম দিকে সার্চ করতে একটু সময় লাগবে। কিন্তু এর পর আপনি একটি করে লেটার লেখার সাথে সাথেই রেসাল্ট পেতে থাকবেন। এটির অনেকগুলি skin দেওয়া আছে। আপনার পছন্দমত skin choose করে নিন।
আপনার পছন্দের OS এর জন্যে Launchy ডাইনলোড করে নিন এখান থেকে।
>>> utorrent ব্যবহারকারিদের জন্য সুসংবাদ আছে। এর নতুন ভার্সন utorrent 2.2 বের হয়েছে সম্পূর্ণ নতুন রূপে। যারা জানেন না বা এখন ডাউনলোড করেন নি তারা এখান থেকে ডাউনলোড করে নিন।
[[[ টেকটিউন্স এর টিউনার দের প্রতি আমার দুইটি অনুরোধ আছে।
১) অনেকেই আছেন যারা একই category এর উপর এক দিনেই একাধিক টিউন করেন। এতে অনেক টিউন ই প্রথম পাতা থেকে ছিটকে যায়। আপনারা যারা এটি করেন তাদের প্রতি অনুরোধ এক category-র টিউন একটু বড় হলেউ একটু অপেক্ষা করে আলাদা না দিয়ে একসাথে জোড়া দিয়ে এক টিউন এই দিয়ে দেবেন।
২) আমরা টিউনার রা যদি লিঙ্ক দেবার সময় open link in new window সিলেক্ট করি তাহলে সবার সুবিধা হয়। রাইট ক্লিক করে open link in new window দেউয়া যায়। কিন্তু বেসির ভাগ মানুস ই লেফট ক্লিক করেই অভ্যস্ত এবং ক্লিক করার পর বা ভুলে ক্লিক পরে গেলে টিউন থেকে বের হয়ে জেতে হয়। পরে টিউন টিতে আবার নতুন করে ঢুকতে হয়।]]]
সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙂
আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মাউস যদি হুইল ওয়ালা হয় তাহলে লিংকের অপর হুইলে ক্লিক দিলে নতুন উইন্ডো খুলবে, অনেকটা ঝামেলা কমবে 🙂