আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দারুন কাজের একটি টুল শেয়ার করছি। আমরা জানি যে বর্তমানে ইমেজ এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন এর কাজে এডোবি ফটোশপ একটি বহুল প্রচলিত সফটওয়্যার। ইমেজ এডিটিং এর এমন কোন কাজ নেই যা এই সফটওয়্যার দিয়ে করা যায় না। এছাড়া বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর কাজের ব্যাপক চাহিদার কারনে দিন দিন এই সফটওয়্যার এর জনপ্রিয়তা বাড়ছে এবং একই সাথে প্রতিনিয়ত নিয়ে আশা হচ্ছে নতুন নতুন ভার্সন এবং ফিচার যা আসলেই অনেক দারুন। তবে সফটওয়্যার টির কার্যকারিতার সাথে সাথে এর সাইজ ও বেশ বড় প্রায় ১.৫ জিবির মত। তবে স্লো নেট বা বড় সাইজ এর কারনে যারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য আজকে নিয়ে আসলাম এডোবি ফটোশপ CC version হাইলি কমপ্রেসড। আর হ্যাঁ এটি সম্পূর্ণ এররর মুক্ত। নিচে কিছু স্ক্রিন শট দিচ্ছি সফটওয়্যারটির।
স্ক্রিনশট -১
স্ক্রিনশট -২
স্ক্রিনশট -৩
এছাড়া একই সাথে বিভিন্ন প্লাগিন ব্যবহার এর কারনে এডোবি ফটোশপ হয়েছে আরও বেশি সক্তিশালি একটি ইমেজ এডিটিং সফটওয়্যার। তো আর দেরি কেন ! সংগ্রহে রেখে দিন এই চমৎকার সফটওয়্যারটির হাইল কমপ্রেসড ভার্সন। কম্প্রেসেড করা ভার্সনটি মাত্র ৯৪ এম্বি। সফটওয়্যারটি ডাউনলোড করে winrar দিয়ে আনজিপ করুন এর পড়ে ইন্সটল করে নিন এডোবি ফটোশপ সি সি ভার্সনটি।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for Share