বাংলা ব্লগ থেকে ইনকাম, ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভলপমেন্ট, হ্যাকিং, ফরেক্স, অ্যাডসেন্স সহ অনান্য বিষয়ের ওপর এক্সক্লুসিভ কিছু বাংলা বই নিয়ে নিন!!

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ কম্পিউটার পিসি ও ইন্টারনেটের উপরে অত্যন্ত দুর্লভ কিছু বাংলা পিডিএফ বই নিয়ে নিন!তাহলে চলুন শুরু করা যাক...।

ফ্রি পিডিএফ বাংলা টিউটোরিয়াল ডাউনলোড

আজকে আমি আপনাদের এমন কিছু বই দিচ্ছি যেগুলি সচারচর চোখে পড়ে না এবং বইগুলি আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আশা করছি বইগুলি আপনাদের কাজে আসবে।

 

১। বাংলা হ্যাকিং টিউটোরিয়াল ইবুক ডাউনলোড

২। Earn From YouTube বাংলা টিউটোরিয়াল পিডিএফ ইবুক ডাউনলোড

৩। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কমপ্লিট টিউটোরিয়াল বাংলা ইবুক ডাউনলোড 

৪। মাইক্রোসফট এক্সেল কমপ্লিট বাংলা টিউটোরিয়াল ইবুক ডাউনলোড 

৫। ফরেক্স A TO Z (FOREX A TO Z) বাংলা টিউটোরিয়াল ইবুক পিডিএফ ডাউনলোড 

৬। উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট বাংলা টিউটোরিয়াল ইবুক ডাউনলোড 

৭। বাংলা পিএইচপি টিউটোরিয়াল ইবুক ডাউনলোড 

৮। অ্যাডোব ফটোশপ ৭ বাংলা টিউটোরিয়াল ইবুক পিডিএফ ডাউনলোড 

৯। সি প্রোগ্রামিং বাংলা ইবুক পিডিএফ ফ্রি ডাউনলোড 

১০। ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট বাংলা পিডিএফ ডাউনলোড 

১১। ব্লগার ইবুক পিডিএফ টিউটোরিয়াল ডাউনলোড 

১২। ফেসবুক টিপস অ্যান্ড ট্রিকস বাংলা টিউটোরিয়াল পিডিএফ ডাউনলোড

 

আশা করছি টিউনটি আপনাদের ভাল লেগেছে। কোন প্রশ্ন থাকলে দয়া করে টিউমেন্ট করবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের টিউন। আশা করছি টিউনটি আপনাদের ভাল লেগেছে। কোন প্রশ্ন থাকলে দয়া করে টিউমেন্ট করবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের টিউন। ধন্যবাদ।

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একই জিনিস আমার সাথেও হয়ছে… :'(
ঠিক হয়তে হয়তে প্রায় দুই মাস লাগছে >_<

ডিস্পলে আর স্পিকারের সমস্যা ছিল। 🙁

ওদের ফোন কিনে কাস্টোমার কেয়ারে গিয়ে বসে থাকতে হয়।

Walton এর কাস্টোমার সবচেয়ে খারাপ

ভাই, আমিও তো ওয়াল্টন প্রিমো এইচ এম মিনি কিনছি। কিন্তু তেমন কোনো সমস্যার মুখোমুখি হই নি। কবে যে স্ট্রোক করে আল্লাহ-ই জানেন।

    সমস্যা হয়নি শুনে ভালো লাগলো। তবে, ইলেকট্রনিক জিনিসের কোন ভরসা নেই… 🙁

এই পোস্ট এর লিংক টা Walton এর ফেসবুক এ দিয়ে দেন । আর যাদের সাথে এই রকম হয়েছে তারা কমেন্ট এ জানান । সবাই মিলে এক হলে হয় তো কিছু হইতে পারে । কারন এমন ও তো হইতে পারে Walton এর বড় কর্মকর্তারা এই সমস্যার ব্যাপার গুলো জানেনা । কারন এত কষ্ট করে তারা মোবাইল তৈরি করে আর এই সামান্য সারভিস কি তার ঢিক করতে পারবেনা ।

    ঠিক করা না করা সম্পূর্ণ তাদের উপরে। এর আগেও অনেক কাস্টমার এই ধরণের হয়রানির শিকার হয়েছে। তারা সব দেখে-শুনেও চুপ করে বসে আছে। 🙁

আমি জিএইচ+ কিনে বিপদে আছি। ১০৫০০ টাকা জলে গেল। ওদের কোন খুচরা যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না। সাভিস সেন্টারের সাভিসও খারাপ। কিনলেই ফাসবেন।

Level 0

ওয়ালটনের এইচএম মিনির মত এতো বাজে ফোন আমি জীবনেও ব্যবহার করিনি। ওয়ালটন ব্যবহারের এটাই প্রথম অভিজ্ঞতা।
সাউন্ড কোয়ালিটি খুবই বাজে। হেড ফোনে গান শুনলে মনে হয় ১১ টাকা ফোনে অডিও শুনতেছি। কোন বেজ নাই। অনেক গরম হয়ে যায় চার্জ দিলে। ভয় লাগে যে কখন বোম্বিং হয়। ওয়াইফাই মাঝে মাঝে পায় না। তখন ব্যাটারী না খুল্লে আর কাম হয় না। কথা বলতে বলতে নেট শুন্যও হয়ে যায় মাঝে মাঝে।

আমি Primo R1 কিনছি প্রায় ৩ বছর হলো । কোনো problem হয় নাই । অবশ্য root করে নিয়েছি এবং custom ROM use করি ।

    হয়তো আপনার ভাগ্য ভালো। কিন্তু, সবার ভাগ্য তো ভালো হয়না, তাদেরকে কাস্টমার কেয়ারের উপরই নির্ভর করতে হয়।

৪টা কিনছি এই পর্যন্ত।আমি নিরিবিলি ৪টা বাঁশ খাইছি।তার ভিতর ওনাদের primo z ও ছিলো।হাই লেবেল এর।

আমি পুরা ৩ মাস থেকে E4+ ইউজ করছি। কোনো সমস্যা নাই। তবুও বলছি, walton এর কাস্টমার কেয়ারে ভালো ফোন ইঞ্জিনিয়ারের অভাব আছে। এছাড়া ক্ষুদ্র যন্ত্রাংসের অভাব। এজন্ন আপনাদের বলি, ফোনে যদি এমন সমস্যা হয় যে কনো ফোনের মেকার ঠিক করে দিতে পারবে তবে টাকা খরচ করে সেখান থেকে ঠিক করে নিন। আর walton er phn kinle jene sune kina uchit j oi model er phn user der kemon report. bt ami kinte nisedh korbo na karon sobai problem e pore na.

আর walton কে কিছু দিন আগেই অনেক রকম পরামর্শ দিয়েছিলাম তাদের ফেসবুক পেজে। এবার এই টিউন টা সম্পর্কে তাদের ফেসবুক পেজে বাশ দিব। আপ্নারাও বাশ দেন । আগামী বছর বাংলাদেশে স্মার্টফোন ফ্যাক্টোরি করবে ওয়াল্টন। দেখা জাক কি অবস্থা হয়।

Primo H2 ক্রয় করেছি ২ বছর আগে এখনো কোনা প্রকার সমস্যা হয়নাই আল্লাহ্ তায়ালার রহমতে। দিন যাচ্ছে আর পন্যের মান কমে যাচ্ছে।

    ডিভাইসে সমস্যা দেখা দিতেই পারে কিন্তু তাদের উচিত কাস্টমার কেয়ার আগে ঠিক করা যেন কাস্টোমারদেরকে সময়মতো সার্ভিস দিতে পারে।

Level 0

আমি ও মইরা গেছি এদের জালায়।

আপনি ঠিক বলেছেন। walton এদের মোবাইল সেটের কোয়ালিটি ভালো নয়। মান অতি নিম্ন মানের ও দামে বেশী। এদের ফ্রিজ অবশ্য ভালো। কিন্তু মোবাইল কেনা উচিত নয়।

Level 0

আপনার মত সেম ঘটনা ঘটেছে আমার ওকাপিয়া ট্যাব কেনার খেত্রে।এরা পারেনা সেট মেরামত করতে আবার নতুন দিতেও ব্যাথা লাগে।

Level 0

Walton F6 কি‌নে‌ছিলাম নেটওয়ার্ক এর সমস্যা হয়। প‌রে দোকানদার‌কে ৫০০ টাকা বে‌শি দি‌য়ে অন্য কোম্পা‌নির ফোন কি‌নে‌ছি এখনও ভাল আ‌ছে

Level 0

কথায় আছে মারের আগে ভুত পালায় , আমার সাথে এমন হয়েছিল ৫ দিন এ মাথায় দিলাম মাইর আর পেয়ে গেলাম নতুন ফোন ।

ভাই আমি ওয়াল্টন প্রিমো এক্স ১ ইউস করতেছি ২ বছর ধরে কোন প্রব্লেম পাই নাই কিন্তূ হঠাৎ করে এখন হেং করতেছে কি করবো ভেবে পাইতেছি না কেউ আমাকে হেল্প করেন প্লিজ এখন কি করলে ভাল হবে ফ্লাস দিছি কাজ হয় নাই।

walton এর ফেসবুক পেজে ট্যাক করে দেওয়া হোক । অথবা তাদের পেজে লিঙ্ক টা শেয়ার করে দেওয়া হোক

Walton GF কি‌নে‌ছিলাম নেটওয়ার্ক এর সমস্যা। অধিকাংশ সময়ই ডুয়েল সিমে নেটওয়ার্ক থাকে না ।

Symphony er dalal kothakar…ami nije use kori no prblm..awesome phone

    আপনি কি ওয়ালটনের দালাল?

    ভাই এইখানে দালালির কিছুই হয়নাই , তার, আমার ও অনেকেরই সমস্যা হইছে বলেই কিন্তু সে সতর্ক বার্তা (প্রীতম চক্রবর্তী) লিখছে।

    symphony H 20 ব্যবহার করি। ভালই চলছে।

    এত্তগুলো ইউজারের ভিতর নিজেকে “দাভোই” প্রমাণ করলেন আপনিই!

    “দাভোই” কাকে বলে সেটা আবার জানেন তো? না জানলে অক্ষরগুলো উল্টোপাল্টা করে শব্দ তৈরী করুন। একসময় আসলটা পেয়ে যাবেন।

আমারও সমস্যা আপনার মতই…. আমার প্রথম স্মার্টফোন Walton Primo F2 যা ভেবেছিলাম তার এক কোনাও না । অবশেষে সেটটি বিক্রি করে, বর্তমানে BLU Studio 5.O ইউজ করছি ।

এতবড় পোষ্ট কখনো পড়ি না কিন্তু অাপনার পোষ্টা পড়ে মজা পাইলাম । অামাদের ময়মনসিংহ কাস্টমার কেয়ারের অবস্থা আরও খারাপ ।

Level 0

barar phone ami h3 use kortasi last 1 year arr modha 3 bar service korse.mana phone rate 11490tk+tuchscreen3000tk+power ic 1200tk +charging problem 800tk=total 16490tk bambo.

শ্রদ্ধেয় টিউনার ভাই আপনার টিউন টা আরো আগে করা উচিৎ ছিল…. আমি এফ টু ইউজ করেছি…. root,custom rom সব দিয়েছি কিছু হয়নি ৯৯% ওকে ছিল ওই imei invalid হইছিল কোন এক ভাবে বেশি এক্সপার্ট হইলে যা হয় আর কি রিকোভারি পোর্ট করতে গিয়া :p.

ভাইয়া আরো পড়বাইন? আনন্দের সাথে জানাচ্ছি আমার ফোন কাস্টমার কেয়ারে দেবার পর imei code ঠিক ফেরত পাইছি মাগার আরো ১৪ রকম প্রব্লেম যোগ হইচে…..

বাধ্য হয়ে পানির দামের পেট্রল বিক্রি করছি…. 🙂 ভাল না??? 🙂

আপনার প্রব্লেম কি হইছিল জানতে পারি?

বাঁশ আমিও খেয়েছি, 15390/- দিয়ে Primo S3 কিনে সার্ভিসের জন্য 5000+ টাকা খরচ হইছে।

ভাই আমি তো আরেক ধরনের সমস্যায় পরছি prim gf4 কিনা
এই ফোন টা কোন ভাবেই রুট করতে পারছি না
Kingroot, kingoroot, iroot, fremroot কোন টা দিয়েই হয় না

সলুশন থাকলে বলবেন

Level New

Shudhu Walton Keno Symphony and many others Local Company er ei ek e obostha. Walton Khilgao CC te N1 phon diye 14 dine peyesi but warranty jokhon silo tokhon warranty void bolse. konomote chalaite thaklam then warranty sheshe neyar por bole age anen ni keno, etar toe Warranty silo? :/ but symphony aro maratnok kaaj korse. Ekta normal phone 3 mash por dise tao ante ante nosto hoye gese. :p Kopal Valo Amar X2 ar V1 valoi cholse.

vai ami akdin care silam amar ak seter jonno erokom ghotona 3/4 ta amar samne ghotlo. vai walton er carevkhub baje. tobe evabe agote parbe na cholen online e andolon ghore tuli sob page bolg group ai obosta tule dori. ar walton tag kori. walton to ar deshi na malik hote pare deshi* era to importer.

কাস্টোমার কেয়ারের ব্যাপারটা শতভাগ মানতে পারলাম না। আমি বছর দুয়েক আগে ওয়ালটন প্রিমো জি৩ কিনছিলাম। ওয়ারেন্টি টাইমের ভেতর কোন সমস্যা না হলেও ছিনতাইকারী সেই সেট এর জন্য আমার সামনে চাকু বের করেছিলো। যাহোক, তাকে সেটটা গিফট করে নতুন আরেকটা কিনছিলাম প্রিমো আরএক্স২ মডেলের। কিন্তু মাস খানেক পরেই মাইক্রোফোন গেলো। ব্যস্ততার কারনে অন্য ফোনে কাজ চালাই এর এটা দিয়ে শুধু নেট। তিনমাস পরে কাস্টোমার কেয়ারে গেলাম ওরা ১দিন রেখে ফোন ঠিক করে দিলো। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার একই সমস্যা। তারপর আবার মাস দুয়েক হেডফোন দিয়ে চালানোর পরে গেলাম কাস্টোমার কেয়ারে। ১০দিন রাখার পরে ঠিক করে দিলো। কিন্তু পরের দিন আবার নষ্ট। ব্যস্ততার কারনে আর সময় পাই না। কদিন আগে যাবো বলে ভাবছিলাম কিন্তু দেখি ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেছে। এবার নষ্ট সেট নিয়েই কাজ চলছে। কথা বলার দরকার হলে হেডফোন লাগিয়ে কথা বলি। ওয়ারেন্টি এখনো ১মাস বাকি আছে।

    আপনি কোথায় থাকেন এবং কোন কাস্টমার কেয়ারে গিয়েছিলেন ভাইয়া? সব কাস্টোমার কেয়ার এক না, একেক জায়গায় এরা একেক ধরণের সার্ভিস দেয়। তাছাড়া, এই সমস্যা আরও অনেকেরই হয়েছে এবং সবার অভিযোগ একটাই – ডিভাইস না হোক, অন্তত কাস্টোমার কেয়ারটা ঠিক করুক ওরা। নাহলে হয়তোবা খুব শীঘ্রই জনপ্রিয়তা হারিয়ে ফেলবে যত ভালো ডিভাইসই আনুক না কেন… 🙁

    আপনার ভাগ্য ভালো ১ দিন পরে দিছে ভাইয়া । আমার পাশের রুমের এক ভাই তো ১৫ দিন আগে রেখে আসছে এখন পর্যন্তও কোন খোজ নেই ফোনের ।

vai oita waltoner kmn dalal bolte paren? purai walton care er moto. experience theke bolsi.

কি বলেন ভাইয়া ! আমার ওয়ালটন প্রিমো এস ২ তো খুবই ভাল চলছে। শুধু মাঝে সাজে চার্জ হয় না আর কি 😀 । চার্জার বদলাইছি, ঠিকও হইছে 😛

চার্জার বদলাতেও ৮ দিন লাগাইছিল 🙁

Brand is Always a Brand. আজাইরা ফালতু লোকাল চাইনিজ সেট (Sysmphony, Walton) সেট কিনলে খালি ধরাই খাইতে হয়। যেমনটা খাইছি আমি Symphony কিনে।
তাই এখন নিজেও International Branded সেট use করি আর কেউ Local Chinese সেট কিনতে গেলে তারেও কয়টা মহান বানী শুনাইয়া দেই। International Brand (Microsoft – Previous Nokia, Samsung, Sony, HTC, i-phone, Blackberry) এগুলার উপর আজীবন ভরসা ছিল, এখনো আছে আর আগামীতেও থাকবে। Symphony আর Walton নিয়ে আমার এক বন্ধুর বিখ্যাত সেই উক্তি –
For Symphony – জিনিস যেইটা কমদামি, নাম তার সিম্ফোনি.
For Walton – বুঝবা বেশি তাই কিনবা দেশি।
For International Brand – ভালো জিনিস চিনো, ইন্টারন্যাশনাল ব্রান্ডের সেট কিনো।

    Apnar friend er “উক্তি” gula asolei chomot kar. China product k ami beshi voy pai. China er kono bikolpo thaka porjonto ami china er dhare kache o jai na. China er kichu vhalo mal thakleo beshir vhag e ninmo maner bishes kore local product gula. China er local phone gula cholte thakle chole kintu akbar problem kora suru korle aktar tik na korte r akta problem suru hoi. R fnd der moddhe akhon r keo aishob china phone kine jhamelai porte chai na. Ami nijeo Nokia er por now Sony Phone er chorom vokto. Aktu dam holeo quality niye no compromise. Sony er phone , Laptop & Cyber-shot camera Use kore chorom shanti te achi. Laptop & Camera ta “MADE IN JAPAN” but Sony phone ta jodi made “MADE IN JAPAN” hoto tahole aro chorom quality er sad nite petam.

ভাই আর বইলেন না। আমি তাদের থেকে ১৯ হাজার টাকা দিয়ে ২০১৪ এর রমজানে প্রিমো S2 কিনছিলাম। কিনার পরদিন ঈ বুঝলাম কি বিশাল ব্যাম্বো খাইছি। এইটা পুরা বাগে ভরা সেট। ফেবু ম্যাসেঞ্জার সেটাপ দিলে সেটে সব অডিও রেকর্ডিং ডিজেবল হয়ে যায়,মাইক্রো সিম থ্রিজি। আর বড়টা থ্রীজি করলে মাইক্রো সিমে ফোন আসলে কিচ্ছ শোনা বা বলা যায় না। কেনার সময় বলল এটা কিটক্যাট আপডেট হবে শীঘ্রই। তবে ললিপর বের হলেও এই সেটের কিটক্যাট বা ললিপপ কোনো আপডেট হয়নাই। বাগ ফিক্স ও হয়নাই। ক্যামেরা মাঝে মাঝে ফোর্সস্টপ মারে। এই সেটটা আছাড় দিতে মনে চায়

Level 0

vai ei somossa sob mobile e hoy sudu i phone bade karon i phone ja bole tai kore

Level 0

Mon kharap thakle kaure ai story koile seo hasbo. thnks bro

symphony v80 কিনে ৩ দিন পরে কাস্টমার কেয়ারে দিয়ে ৩৫ দিন গুরিয়ে দিল এবং নতুন সমস্য দিয়ে ,সেটের display এক আংশ কাল

বিরম্বনার অপর নাম ওয়াল্টন এবং টেলিটক। ওয়াল্টনের কাষ্টমার ফেসিলিটি খারাপ হওয়ায় কখনোই ওর দাড়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি তবে বাস্তব অভিজ্ঞতা থেকে জানি পুরোপুরী দূর্নীতিগ্রস্থ একটি প্রতিষ্ঠান। একই প্রডাক্টের ৫ ধরনের দাম আছে যা শুনে আমিই অবাক হয়ে গিয়েছিলাম। তবুও আশা করি দেশীয় প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাক, সেবার মান বৃদ্ধি করুক। গ্রাহক সেবা ছারা কোন প্রতিষ্ঠানই ডেভলোপ করতে পারেনা কখনোই। আমি সাধারণত এত বড় পোষ্ট পড়িনা কেন যেন পড়লাম তাও জানিনা। লিখা চালিয়ে যান ভাই, আপনার লিখায় অবেশী টান আছে।।

সবার ভাগ্য একরকম না, আমি বলছিনা যে ওয়াল্টন ভাল তবে এটা বলবো যে প্রিমো এইচএম মিনি কেনা হতে দূরে থাকুন, কেনোনা এই ফোন টি তে সত্যিই অনেক মেজর বাগ আছে তাই বলবো এই ফোন টী কেনা থেকে দূরে থাকুন।

১০হাজারের উপরের ফোন গুল ভাল। চাইলে কিনতে পারেন। আমি নিজে ৩টা ফোন ব্যবহার করছি।

আর হ্যা, জিএফ৪ ফোনের সিকিউরিটি অনেক হার্ড। রুট করতে না পারলে চেস্টা করবেন না, কেনোনা ফোন থেকে এটা রুট করা পসিবল না।

এটা রুট করতে পিসি থেকে কিংরুট দিয়ে রুট এক্সেস খুলতে হয়।

বিলিভ না হলে xda এর ললিপপ রুট এর থ্রেড গুলো দেখতে পারেন।
ধন্যবাদ

০১৫ ১৬ ৭৮ ৭৫ ৬৩

সেই তুলনাই সেম্পনি অনেক ভাল রেস্পন্স দিচ্ছে । আমি অনেক দিন হল সেম্পনি সেট ব্যবহার করি কোন সমস্যা এখনও ফেস করিনি ।

@আশিকুর রহমান ভাই আমি পিসি, মোবাইল দুইটা তেই দেখেছি কাজ হয় না ভাই

আমি kingroot, kingoroot, iroot সব গুলারি পিসি আর মোবাইল ভার্সন চালাইছি

কোন সিস্টেম যদি থাকে এক্টু বলবেন
বার বার সেটকে আছার মারতে মন চায়
রুট ছাড়া তো কিছুই করতে পারছি না 🙁

শুধু আপনার টিউনগুলাই না সবার টিউনমেন্ট গুলা ও পড়ছি।। কি আর বলব দেশীয় পন্য থেকে ১০০০০০০০ হাত দূরে থাকি। তবে আমার Symphony XPLORER ZVI ফোন আছে। চলতেছে এখন ও কোনো সমস্যা হয় নাই।আর রাজশাহীর Symphony এর কাস্টমার কেয়ার টা খুব ই ভালো

আমার একটি নোকিয়া ২২বার কেয়ারে ঘুরেছিল৷ তাই বলে নোকিয়া খারাপ? ইলেক্ট্রিক পণ্য হতেই পারে৷

    এখানে ইলেকট্রনিক পণ্যের কথা বলা হয়নি, কাস্টোমার কেয়ারের কথা বলা হয়েছে।

    Vhai apnar Nokia phone er problem niye jodi TT te likhten tahole nischoy beshir vhag comments ato negetive asto na jota ta na ai lokal phone niye sokole bolche. Comments pore sohojei bujha jai lokal china ai phone er ato hajaro problem gular tulonai Nokia phone gular somossa onek nogonno. Phone jara repair kore tarai bole ai local phone gula Brand phone gular tolonai jhamela kore besi R saraleo abar disturb korte thake.

Level 0

walton,symphony,mycell,mylove,gphone,ghuzur etc..আমাদের ভাষায় এগুলা কে সম্মানের সহিত ধইঞ্চা বলা হয়ে থাকে।১০-১২-১৬ হাজার টাকায় যারা ধইঞ্চা সেট কিনে আমি বলবো..শুধু বাইরের চাকচিক্যর টানে।উল্লেখিত দামের মধেই ভাল ব্র্যান্ডের ফোন পাওয়া যায়।

অন্যকে পরামর্শ দেয়ার আগে অন্যের রিভিউ নিয়ে নিয়েন। সবার অভিজ্ঞতা একরকম না। আমি নিজে ২ বছর ধরে ব্যাবহার করি ওয়াল্টন। এখনো কিছু হয়নাই। তবে কাস্টমার সার্ভিসের সাবান স্লো এটা কিছু কিছু সিসিতে, সবখানে না

    আপনার কিছু হয়নি জন্য যে অন্য কারোও সমস্যা হবেনা সেটা ভাবার কোন প্রয়োজন নেই ভাই।

SYMPHONY customer service is AWESOME!!!!