আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর টিউন করতে বসলাম। আসলে ব্যস্ততার কারণে টিউন করার সময় বের করতে পারিনা।
যাহোক! সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি-
আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের ব্যাতিক্রম কিছু উপহার দেয়ার যেটা আপনাদের কাজে লাগবে। সেজন্য আজকেও এর বিকল্প কিছু হবেনা।
আমরা প্রায়ই দেখি অনেকে অনেক কিছু ডাউনলোড দিতে গিয়ে বিভিন্ন সীমাবদ্ধতার মাঝে আটকে যান।
যেমন ধরুন আমরা যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে যাই তাহলে অবশ্যই আমাদের ব্রাউজারে কোনো addons/extension অথবা কোনো ডাউনলোড ম্যানেজার থাকতে হয়। আবার টরেন্ট থেকে ডাউনলোড দিতে গেলে দেখা যায় বিভিন্ন সাইটে ধরনা দিয়ে চৌদ্দগুস্টির নাম দিয়ে sign in করার পর দেখা যায় Download Fail!
ধরুন আপনি কোনো সাইট থেকে একটা স্ক্রিণ শট নিবেন সেক্ষেত্রেও আপনার কোনো না কোনো software ইন্সটল দেয়া লাগবে। এত্তোসব ঝামেলা করে এই কাজগুলো করা সত্যিই অনেক ঝামেলার তাইনা?
কেমন হয় যদি একটি মাত্র ব্রাউজার দিয়ে আপনি এই সব কাজগুলো করতে পারেন? অবশ্যই ভালো! আর সাথে তো সুপার ফাস্ট ব্রাউজিং স্পিড তো আছেই! মোটকথা, আমার দেখা পৃথিবীর সবচাইতে fast and smooth ব্রাউজার এটি।
তো চলুন দেখে নিই এই চরম, গরম ব্রাউজারের কিছু স্ক্রিণশট-
YOUTUBE DOWNLOADER এখান থেকে আপনি চাইলে যেকোনো ভিডিও কয়েকটি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন অথবা mp3 ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।
আছে টরেন্ট ডাউনলোডার! যেকোনো টরেন্ট সাইট থেকে automaticly ফাইল ডাউনলোড করবে। সুতরাং, এখানে ঝামেলার কোনো প্রয়োজন নেই।
ব্রাউজিং এর সময় যেকোনো সাইটের স্ক্রিণশট নেওয়ার জন্য আছে capture screen টুলবকার। উপরের ৩টি অপশন থেকে আপনারটি বেছে নিতে পারবেন।
চাইলেই আপনার মনের মতো ফটো দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার ব্রাউজার, সে জন্য theme changer টুলবার তো আছেই।
এছাড়াও আরো অনেক ফিচার আছে যেগুলো এতো কম সময়ে বোঝানো সম্ভব নয়।
মোটকথা। একটি ব্রাউজারে যা, যা থাকা প্রয়োজন তাঁর চাইতে অনেক বেশি আছে এই ব্রাউজারে।
আমার বিশ্বাস এই ব্রাউজা একবার ইউজ করলে জীবনেও আর IDM বা অন্য কোনো ডাউনলোডার ব্যবহার করতে হবে না।
জানতে চান কী ব্রাউজারের নামটা?
নাহ বলব না! আগে DOWNLOAD করুন তারপর নিজেই দেখুন!
টিউনটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।
যেকোনো সমস্যায় আমাকে পাবেন ফেসবুকে
টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে
আজ এ পর্যন্তই,আগামীতে আবার দেখা হবে অন্য কোনো চমক নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
আর হ্যা! সবার বাসায় আমার দাওয়াত রইল!
আমি অস্থির পোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বলার কিছুই নেই। আমার সাধারণ একজন মানুষ, চেস্টা করি সবাইকে খুশি রাখতে।
may be nice