নুহ সম্প্রদায় এক ভংঙ্কর বন্যায় নিমজ্জিত হল অবিশ্রান্ত বালুঝড়ে প্রোথিত হয়েছিল আদ জাতি,পায়ুকামী লূত সম্প্রদায় আগ্ণেয় গিরির লাভা ও ভূমিকম্পে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়,ফেরাউনের সেনাবাহিনী সমুদ্রে হারিয়ে গেল।আরও বহু জাতি নাসতিকতার কারনে পৃথিবী থাকে নিশ্চিহ হয়ে গেছে।কোরানে বর্নিত এই সকল জাতি কিভাবে নিমূল হয়ে গেল-তাই পর্যবেক্ষন করেছে বইখানা।বইটি এ সকল সম্প্রদায়গুলোর দলিলাদির সাক্ষ্য-প্রমান,প্রত্নতাও্ বিক তথ্যাবলী এবং ঐতিহাসিক নথিপত্র উপস্থাপন করেছে।মজার ব্যপার হল এগুলো কিন্তু কোন মুসল্মান আবিষ্কার করেনি।কুরান দেখে আবিষ্কার করেছে অমুসলিমরা।কুরান থাকে জ্ঞান আহরনের ক্ষেত্রে মুসলিম আলেমরা অনেক অগ্রসর হয়েছে সামাজিক,রাজনইতিক,অর্থনৈতি ক ক্ষেত্রে।কুরানের মূলনীতি অনুসরন করে তারা লক্ষ লক্ষ পৃষ্ঠা গবেষনা রেখে গেছেন।তাই আজকে আমরা ইসলামের যে বিশাল ক্ষেত্র দেখতে পাই জীবনের প্রতিটি ক্ষেত্রে,তা অন্য কোন ধর্মে দেখতে পাওয়া যায় না এমন কি এর কাছাকাছিও কোন কিছু নেই।আসুন জানি হাজার হাজার বছর আগের মানুষের সেই জীবনধারা।বইটির সকল ছবি রঙ্গিন হওয়াতে এর সাইজ একটু বেশি হয়ে গেছে,আশা করি পাঠক একটু কষ্টকরে ডাউনলোড করবেন।
ডাউনলোড লিঙ্ক-
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইসলাম একটি সুন্দর ধর্ম