নূহ(আঃ) এর মহাপ্লাবন এবং নিমজ্জিত ফেরাউন(হারুন ইয়াহিয়া)

নুহ সম্প্রদায় এক ভংঙ্কর বন্যায় নিমজ্জিত হল অবিশ্রান্ত বালুঝড়ে প্রোথিত হয়েছিল আদ জাতি,পায়ুকামী লূত সম্প্রদায় আগ্ণেয় গিরির লাভা ও ভূমিকম্পে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়,ফেরাউনের সেনাবাহিনী সমুদ্রে হারিয়ে গেল।আরও বহু জাতি নাসতিকতার কারনে পৃথিবী থাকে নিশ্চিহ হয়ে গেছে।কোরানে বর্নিত এই সকল জাতি কিভাবে নিমূল হয়ে গেল-তাই পর্যবেক্ষন করেছে বইখানা।বইটি এ সকল সম্প্রদায়গুলোর দলিলাদির সাক্ষ্য-প্রমান,প্রত্নতাও্ বিক তথ্যাবলী এবং ঐতিহাসিক নথিপত্র উপস্থাপন করেছে।মজার ব্যপার হল এগুলো কিন্তু কোন মুসল্মান আবিষ্কার করেনি।কুরান দেখে আবিষ্কার করেছে অমুসলিমরা।কুরান থাকে জ্ঞান আহরনের ক্ষেত্রে মুসলিম আলেমরা অনেক অগ্রসর হয়েছে সামাজিক,রাজনইতিক,অর্থনৈতি ক ক্ষেত্রে।কুরানের মূলনীতি অনুসরন করে তারা লক্ষ লক্ষ পৃষ্ঠা গবেষনা রেখে গেছেন।তাই আজকে আমরা ইসলামের যে বিশাল ক্ষেত্র দেখতে পাই জীবনের প্রতিটি ক্ষেত্রে,তা অন্য কোন ধর্মে দেখতে পাওয়া যায় না এমন কি এর কাছাকাছিও কোন কিছু নেই।আসুন জানি হাজার হাজার বছর আগের মানুষের সেই জীবনধারা।বইটির সকল ছবি রঙ্গিন হওয়াতে এর সাইজ একটু বেশি হয়ে গেছে,আশা করি পাঠক একটু কষ্টকরে ডাউনলোড করবেন।

ডাউনলোড লিঙ্ক-

মহাপ্লাবন

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইসলাম একটি সুন্দর ধর্ম

ধন্যবাদ, শেয়ার করার জন্য।

“”কুরান দেখে আবিষ্কার করেছে অমুসলিমরা।””

olpo bidda voyongkor..!

    কে বললো ভাই অল্প বিদ্যা?? ওরা কোরান সম্পর্কে আমাদের চেয়ে বেশি জ্ঞান রাখে, এবং কুরআনকে সম্বল করে ওরা বিজ্ঞানে মুসলিমদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে, তবে সব কথার শেষ কথা হচ্ছে বিজ্ঞান কিন্তু কোনো ধর্ম না | তবে হ্যা কারো কারো জ্ঞানের পরিধিটা আসলেই অল্প, তা সে মুসলিম হোক বা অমুসলিম হোক |

অনেক অনেক ধন্যবাদ আপনাকে.

আপনাদের সকলকে ধন্যবাদ।

টেকটিউনস-কে জানি তথ্য প্রযুক্তির একটি সাইট হিসেবে, ধর্মীয় আলোচনা করার জন্য অন্য কোন সাইট তৈরী করে নিলে ভাল হয়। আর উপরে যে বিষয়ে লিখা হয়েছে তা বাইবেলেও হুবহু লিখা আছে ওল্ড টেষ্টামেন্ট-এ, এবং অনেক বিষয়েই এরকম রয়েছে। (ইন্টারনেটে যে কেউ সার্চ করে পাবে ওল্ড টেষ্টামেন্ট বা অন্য যে কোন গ্রন্থ), যতদুর জানি ইহুদী ধর্মগ্রন্থে ও আছে। আমি শুধু বাইবেলের কথা বলতে পারব।
আমি বিশ্বাস করি ধর্ম কোন তর্কের বিষয় নয় অথবা সুপিরিউর-ইনফিরিউরিটির বিষয় নয়। যিনি সৃষ্টি করেছেন শুধু তিনিই জানেন কাকে কেন পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি (কবির ভাষায়) – জগত জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি।

    ভাই আপনি ভুল বুঝছেন,আমি কিন্তু এখানে কোন ধর্মীয় আলোচনা করতে আসে নাই,এবং আমি চাই না এখানে এটা নিয়া কনো কথা হোক,এই সাইট টা একটা বৃহৎ ব্লগিং ক্ষেত্র তাই এখানে আসা,যে পছন্দ করবে সে ডাউনলোড করবে আর যে পছন্দ করবে না সে এটা বাদ দিবে,আমি আসলে সকলকে বলতে চাই আপনারা যারা বইগুলো ডাউনলোড করেন তারা অনুগ্রহ করে এই ব্লগে কোন মন্তব্য করবেন না,আপনাদের মতামত জানানোর দরকার হলে আমার মেইল এ মেইল করুন,

    [email protected].

    Level 0

    আমি আপনার সাথে একমত হতে পারছি না। কারণ প্রযুক্তির বাইরেও আরো কিছু আছে টেকটিউনস এ, যেমুন বাংলা বই, বাংলা গান, মুভি এগুলোও তো প্রযুক্তির বাইরে পড়ে,

Level 0

amar porte shomossha hocche. .. balo print den vai..print valona ..pora jeheto amar nesha…tai kosto kore holeo porechi..valo print hole shongrokkhone rakhtam….

Level 0

বইটি ডাউনলোড করার দরকার নেই সরা সরি পড়তে পারবেন এখানে
http://ebookbd.tk/nuhpbuh-er-moha-plabon-ebong-nimoggito-feraun/