কয়েকদিন আগেই ৩৪তম বিসিএসের ভাইভার রেসাল্ট দিলো। এদিকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা চলছে। মাসদুয়েক পর আবার ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সব মিলিয়ে যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তাদের দম ফেলার ফুসরত নাই :cry:।
কাজের কথায় আসি। বিসিএসের প্রিলিমিনারিতে বাংলা থেকে ৩৫ নম্বরের প্রশ্ন আসে ও লিখিততে আসে ২০০ নম্বরের প্রশ্ন। বাংলা পড়তে একটু কষ্ট হলেও নিচের দুটি বই পড়লে বাংলা পড়ার কষ্ট অনেকখানি কমে যাবে। এছাড়াও এই বইদুটি ভালমত পড়লেই প্রিলিমিনারিতে ৮০-৯০% কমন পাওয়ার সম্ভাবনা! কারণ এই রেফারেন্স বইগুলো থেকেই সাধারণত ঘুরে ফিরে প্রশ্ন করা হয়।
শুধু বিসিএস নয় সরকারী-বেসরকারী সকল চাকরী, এমবিএ ভর্তি থেকে শুরু করে সব ধরণের ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ক প্রশ্ন আসে। কাজেই সকলেই জন্যেই এই বইগুলো অত্যন্ত কাজে দিবে।
দুটি বইই লিখেছেন হুমায়ুন স্যার আর বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এই বইদুটি অদ্বিতীয় ও অতুলনীয়। বইদুটি বাজার থেকে কিনে নিয়ে পড়াই উত্তম। তবে যারা pdf এ স্বাচ্ছন্দবোধ করেন তাদের জন্যে upload করে দিলাম।
ডাউনলোড লিঙ্কঃ
১ম বইঃ Kato Nadi Sharobar Ba Bangla Bhashar Jiboni [4.2 MB]
২য় বইঃ Lal Nil Bipabali ba Bangla Shahityer Jibani [3.8 MB]
আমার আগের কিছু টিউন পড়তে চাইলেঃ
বড় বড় গোয়েন্দাসংস্থারা যেভাবে অন্যদের উপর নজরদারী করে; Wikileaks-এ বাংলাদেশের নাম যেকারনে এলো !!
আমি টেকপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, ইউজার ক্লাউড বাদে মিডিয়াফায়ারে লিংক শেয়ার করা যায় না?