সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মুভি দেখতে পছন্দ করি। তাইতো মুভি পাগলদের জন্য নিয়ে আসলাম ইংরেজি মুভি Terminator Genisys।
ছয় বছর পর মুক্তি পেয়েছে ‘টার্মিনেটর’ সিরিজের আরেকটি চলচ্চিত্র। সিরিজের পঞ্চম পর্বটিতে ফিরেছেন মূল টার্মিনেটর আর্নল্ড শোয়ারজেনেগার। শুধু ‘স্যালভেশন’ (চতুর্থ) পর্বটিতেই তাকে সশরীরে দেখা যায়নি, এতে তার ডিজিটাল প্রতিরূপ দেখান হয়েছিল।
সাই-ফাই অ্যাকশন ফিল্ম ‘টার্মিনেটর জেনিসিস’ পরিচালনা করেছেন ‘থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড’ (২০১৩) ফিল্মের জন্য খ্যাত অ্যালান টেইলর। ‘কিল দ্য পুওর’ (২০০৩), ‘দি এম্পারর’স নিউ ক্লোদস (২০০১) এবং ‘পালুকাভিল’ (১৯৯৫) টেইলর পরিচালিত চলচ্চিত্র।
ছবির ট্রেইলার দেখতে এখানে ক্লিক করুন।
পটভূমিঃ
২০২৯ সাল। জন কনর (জেসন ক্লার্ক) যন্ত্রের বিরুদ্ধে তার অসম সংগ্রাম চালিয়ে যাচ্ছে। টেলকমের এজেন্টরা জানায় স্কাইনেট নতুন ষড়যন্ত্র এঁটেছে। মানবতার বিরুদ্ধে যুদ্ধের প্রকৃতি আমূল পাল্টে দিতে ভবিষ্যৎ আর অতীত দুই সময়েই যুদ্ধ পরিচালনা করবে স্কাইনেট। জন কনরের মা স্যারা কনরকে (এমিলিয়া ক্লার্ক) হত্যা করার জন্য ১৯৮৪ সালে টার্মিনেটর পাঠানো হবে। স্যারাকে রক্ষা করে ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সার্জেন্ট কাইল রিসকে (জে কোর্টনি) অতীতে পাঠাবার সিদ্ধান্ত নেয়া হয়। কাইল ১৯৮৪ সালে পৌঁছে যায়। সেই সময় আর পারিপার্শ্বিকতার কথা তার জানাই ছিল। খুব সাধারণ মিশন ছিল তার জন্য। কিন্তু সে তার জানা অতীতের সঙ্গে অনেক অমিল দেখতে পায়। নতুন নতুন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় তাকে। আর অনাকাক্সিক্ষতভাবে এক নতুন কিছু মিত্র তার সঙ্গে যোগ দেয়, এর প্রধান হল গার্ডিয়ান (আর্নল্ড)। তার মিশনের মাত্রাও বদলে যায়। যেখানে কথা ছিল অতীতকে সাজিয়ে নিলেও চলবে সেখানে ভবিষ্যৎকে পুনর্বিন্যাস করাও মিশনে যোগ হয়।
১২৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১ জুলাই ২০১৫ তারিখে। অ্যালান টেইলরের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন আর্নল্ড শোয়ার্জনেগার, জ্যাসন ক্লার্ক, এমিলিয়া ক্লার্ক, জ্যাই কোর্টনি’সহ আরও অনেকে।
ScreenShot:
এই রকম কম মেগাবাইট খরচ করে ভালো মানের ছবি ডাউনলোড করার জন্য ঘুরে আসতে পারেন আমার ব্লগে।
এটি একটি নতুন মুভি ডাউনলোডের ব্লগ সাইট। প্রতিনিয়তই এই সাইট আপডেট করা হবে।
সবাই ভালো থাকবেন।
খোদাহাফেজ।
আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পপ আপ ব্লক হচ্ছে অনিরাপদ ডাউনলোড ? 🙁