আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর ফিরে এলাম আপনাদের কাছে। আজ আপনাদের সাথে অত্যন্ত মূল্যবান দুটি সফটওয়্যার শেয়ার করব। সফটওয়্যার গুলো আমাদের সবারই দরকার হয়, কিন্তু এগুলোর Pro ভার্সন খুঁজে পেতে মাথার চুল সব সাদা হয়ে যায়, আবার যা পাওয়া যায় তার বেশির ভাগই ভাইরাস বা কী লগার দিয়ে আক্রান্ত, যা ভুক্তভোগী মাত্রই জানেন।
যাক, অনেক বক বক করলাম, এবার কাজের কথায় আসি।
প্রথমে সফটওয়্যার দুইটা নামিয়ে ফেলুন নিচের লিঙ্ক থেকে।
প্রথম যে সফটওয়্যারটা Install করব তার নাম হল ... Connectify... এটা নিয়ে আগেও অনেক টিউন হয়েছে, কিন্তু সেগুলো অনেক আগে করা , তাই আবার এটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টা নামিয়ে ফেলুন,
এর পর সফটওয়্যার টা unzip করুন .. 7 zip অথবা winrar দিয়ে। আপনি দুটো ফোল্ডার পাবেন Activator এবং setup নামে। প্রথমে setup ফোল্ডার এ গিয়ে Connectify Installer থেকে software টা Install দিন। নিচে আমি Screenshot দিয়ে দিলাম।
এবার Computer Restart দিন। এরপর Activator ফোল্ডার থেকে ConnectifyGopher.exe এবং Licensing.dll ফাইল দুটি কপি করে Program File এর Connectify ফোল্ডার এ পেস্ট করে দিন।
হয়ে গেল আপনার Connectify Full version .
এবার আসি Du Meter সম্পর্কে। প্রথমে Du meter installer টি স্বাভাবিক নিয়মে Install করে নিন, কিন্তু ভুলেও Open করবেন না। এখন Task Manager e যান। ctrl+alt+delete কী প্রেস করে। এর পর DUMeterSvc.exe প্রসেসটা বন্ধ করে দিন। এখন Patch ফোল্ডার এ থাকা Patch টি open করুন এবং Patch বাটনে ক্লিক করুন। এখন কম্পিউটার টা রিস্টার্ট দিন।
আপনাদের উৎসাহ মুলক টিউমেন্ট আশা করছি, দয়া করে কেউ বাজে টিউমেন্ট করবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে টিউন করি, বাজে টিউমেন্ট করলে সত্যিই অনেক কষ্ট পাব।
ভাল থাকবেন।
আমি green poison। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I like to learn about computer and tecnological information.
Parle “Connectify Hotspot 2015” er working crack den