কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। শীত মনে হয় চলেই আসলো। কুয়াশায় আবর্তিত শিশির ভেজা সকাল হয়তো শহরে উপভোগ করার মতো নাহলেও যারা গ্রামে থাকেন তাদের জন্য অসাধারন!
আপনার ডেস্কটপে আইকন দিয়ে হয়তো ভর্তি করে রেখেছেন। সব সময় এই আইকন একই অবস্থায় মুর্তির মতো পড়ে থাকে। নিশ্চই বোরিং লাগে তাই না?
আর এ থেকে ভিন্নতার জন্যই আমার এই টিউন। ছোট একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ আইকনগুলো কে দিন ভিন্ন রুপ। ঘরি,তারা,হার্ট,ক্রস ইত্যাদি ইত্যাদি স্টাইলে ভরিয়ে দিতে পারেন ডেস্কটপ আইকনগুলো কে। নিচের ছবিগুলা দেখলেই এর কার্যকারিতা পরিস্কার হয়ে যাবে।
আইকন লক করা, হাইড করা, টেক্সট হাইড করা যায়।
এছাড়াও আরও কত কি!
৩২ বিটের জন্য এটা Desktop Icon Toy 4.5
৬৪ বিটের জন্য এটা Desktop Icon Toy 4.5
ফুল ভার্শনের জন্য কীজেন ডাউনলোড করুন এখানে
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
Waooo very nice Thank you brother.