ডেস্কটপ আইকনে দিন নতুন রুপ! বোরিং ডেস্কটপ থেকে চির মুক্তি

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। শীত মনে হয় চলেই আসলো। কুয়াশায় আবর্তিত শিশির ভেজা সকাল হয়তো শহরে উপভোগ করার মতো নাহলেও যারা গ্রামে থাকেন তাদের জন্য অসাধারন!

আপনার ডেস্কটপে আইকন দিয়ে হয়তো ভর্তি করে রেখেছেন। সব সময় এই আইকন একই অবস্থায় মুর্তির মতো পড়ে থাকে। নিশ্চই বোরিং লাগে তাই না?
আর এ থেকে ভিন্নতার জন্যই আমার এই টিউন। ছোট একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ আইকনগুলো কে দিন ভিন্ন রুপ। ঘরি,তারা,হার্ট,ক্রস ইত্যাদি ইত্যাদি স্টাইলে ভরিয়ে দিতে পারেন ডেস্কটপ আইকনগুলো কে। নিচের ছবিগুলা দেখলেই এর কার্যকারিতা পরিস্কার হয়ে যাবে।

আইকন লক করা, হাইড করা, টেক্সট হাইড করা যায়।
এছাড়াও আরও কত কি!

ডাউনলোড লিঙ্কঃ

৩২ বিটের জন্য এটা Desktop Icon Toy 4.5
৬৪ বিটের জন্য এটা Desktop Icon Toy 4.5

ফুল ভার্শনের জন্য কীজেন ডাউনলোড করুন এখানে

আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Waooo very nice Thank you brother.

খুব সুন্দর,টিউনের জন্য ধন্যবাদ

ধন্যবাদ, প্রিয়তে রাখলাম মাইন্ড খাইয়েন না আবার

মনে হয় খুবেই সুন্দর জিনিস, পরে দেখবো ধন্যবাদ।

ডাউনলোডে দিলাম দেখি কেমন…
ধন্যবাদ

Level New

ফাতাহ মানেই নতুন কিছু , চমৎকার টিউন।

সোজা প্রিয়তে……

বরাবরের মতই ফাটাফাটি। চমৎকার টিউন

ডাউনলোড করলাম…আর মজা পাওয়া শুরু করলাম 😀 অনেক ধন্যবাদ

Level 0

চমৎকার টিউন
ধন্যবাদ আপনাকে

Level 0

ফাটাফাটি টিউন হয়েছে মনে মনে এটাই চাইছিলাম ধন্যবাদ হাসান ভাই

মারাত্নক চরম হইছে ভাই। ধন্যবাদ

মিয়া আপনি জিনিষ একখান……………………

Level 0

অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই। সুন্দর টিউন করছেন।অনেক ভাল লাগছে।

আমি টেকটিউনে আসি মূলত আপনার একটি টিউন দেখে । আপনাকে ধন্যবাদ ভাল টিউনের জন্য । ভাল থাকবেন ।

jotilllll

Level 0

ধন্যবাদ হাসান ভাই,,,,,,,,,,, আগে আমার ছিল, কিন্তু হার্ডডিস্ক ফরমেট হওয়ার পর সব হারাইয়া গেছিল। তাই আমি দিনাজপুর বিরামপুর থেকে বলছি।

Level 0

ami download koresi, kintu kaj hosse na keno hasan vai, kivabe korbo ektu detail bolben pls

    ইন্সটল করার পর কীজেনের মাধ্যমে ফুল ভার্শন করে নিন। তারপর সফটওয়্যারটি চালু করুন। এখন দেখুন ডেস্কটপ আইকন গুলা অন্যরকম হয়ে গেছে।

আস্সালামু আলাইকুম জোবায়ের ভাই।
অসাধারণ একটি সফ্টওয়ারের সন্ধাণ দিলেন। ধন্যবাদ আপনাকে। কিন্তু এটাকে স্থায়িভাবে রাখা যায় না? রিফরেশ করলে আবার পুর্বের অবস্থায় ফিরে আসে। কি করা যায়?

hasan vie
this is 14 day evaluation version .. plz upload serial no

অনেক অনেক অনেক সুন্দর হইছে…

আমিতো আমার ডেস্কটপ আইকন পরিবর্তন করে নিলাম তোমার দেয়া সফটটি দিয়ে।
অনেক অনেক সুন্দর সফট,এবং
অনেক অনেক ধন্যবাদ সুন্দর সফটটি শেয়ার করার জন্য।

ভাই জটিল হইছে আমি তো অনেক মজা পাচ্ছি। এমন একটা সফট এর সাথে পরিচয় করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ…………..

Level 0

ভাইয়া আমার পিসি তো পেন্টিয়াম ৪ আমার কত বিট প্রয়োজন তা বুজতেই পারছিনা সাহায্য করবেন , বিট কিভাবে বের করব ?

For win7…….?

Level 0

ধন্যবাদ

জটিল

Level 0

খুব ভাল টিউন ভাই!!!
কাজে লাগবে!!
এক্কবারে ঝাক্কাস!!!

win 7 a chalalam. Install ses a kisui holo na!
Icon a click korleo just shake kore ar kisu na.
Key gen kaj korabo kamne???

Level 0

onk josh…

Level 0

Vaia,,amaro W7 a install korar por kono kaj kore na,,,,shudhu Icon Shake kore,,,,,Help us.

Level 0

Ata aponar web page a dea deaden plz………

Level 0

Kej(Full version ) ta dowanload hoscea na,,,,,,,,,,,,

কি জেন টা আবার উপলোড দিলে ভাল হয়

অনেক সুন্দর । ধন্যবাদ।

File Removed for Violation.
Ki zen Downloads Hoyna