গীটার প্রেমীদের জন্য একটি চমৎকার সফটওয়ার…না দেখলে মিস করবেন।

আমি নতুন গীটার শিখছি,নিজে নিজে চেষ্টা করছিলাম গান এর কর্ড বের করার, কিন্তু কাজ টা সহজ না। বারবার ভুল হয় আর আমি হতাস হয়ে পড়ি। সার্চ করতে করতে পেয়ে গেলাম চমৎকার একটা সফটওয়ার। ভাবলাম না শেয়ার করলে অপরাধ হবে।

যা বলছিলাম, সফটওয়ারটি যে কোন অডিও ফাইলের কর্ড খুজে দেয়। শুধু তাই না কর্ড এর লে আউট ও সাথে সাথে দেখায়।

খালি গলায় গাওয়া গান রেকর্ড করে দিলেও কাজ করে।

স্ক্রিন শটঃ

CP SS

এইখান থেকে ডাউনলোড করুন

নোটঃ ফাইল টা আমি আপলোড করি নি। আমি সার্চ করে পাইসি।

কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।

খারাপ হইলে মাফ করে দিয়েন।ছোট মানুশ তো কম বুঝি এই আরকি...:p

Level 0

আমি এনাম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এনাম আহমেদ, আদর্শ অলস বলতে যা যা লাগে সব ই আমার আছে। গত ৮ বছর যাবত কম্পিউটার এর সংস্পর্শে আছি। ভালো লাগে প্রোগ্রামিং করতে।বর্তমানে নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai, i wanyt 2 learn guiter….
can you help me that how can i learn it from internet help like you tube lesson, or if any bangla lesson, or any bookkkkkkkkk
my email is [email protected]

    বাজারে অনেক গিটার শেখার সিডি পাওয়া যায়…আমি Changa Guitar Coach থেকে শিখছি। আমার কাছে ভালই লেগেছে…আপনি ট্রাই করতে পারেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂

ভাই……আপনি কি এই লিঙ্ক থেকেই ফাইলটা নামিয়েছেন??? কিন্তু ফাইলটা তে তো ভাইরাস আছে-এটা show করছে!!! :-/

    আমি নামিয়েছি এবং ব্যবহার করছি। আমার কোন সমস্যা হয় নি।

    ফাইল টা ১ বছর আগে আপলোড করা, আমার এন্টি ভাইরাস প্রতিদিন আপডেট করি, কিন্তু আমি তো ভাইরাস পাই নি…

    সমস্যা হলে 4shared এ গিয়ে chord pickout লিখে সার্চ দেন অনেক গুলা লিঙ্ক পেয়ে যাবেন।

ভালো, তবে কীবোর্ড এর জন্যেও যদি এরকম একটি সফটওয়্যার থাকতো তা হলে ভালো হত। কীবোর্ড এর তুলনায় গীটার বাজানো একটু কঠিন। 🙂

    কর্ড পেলে সেটা কীবোর্ডেও বাজাতে পারবেন…:D

Level 0

vai, ami thaki cyprus e, kivabo pabo, apni janaben pls, rony. cyprus

    গীটার শেখার অনেক টিউটোরিয়াল নেটে পাবেন। নবীনদের জন্য http://www.ultimate-guitar.com/lessons/ ভালো। আরো অনেক সাইট আছে ইউটিউব বা গুগলে Beginner Guitar lessons লিখে সার্চ দিল। পেয়ে যাবেন।

vai , ashen , apnare ekta chuma day. JOTTIL ekta jinish disen vai. Ummmah.