আমাদের লোকগীতি,বাউল,লালন ইত্যাদি গান গুলো কি হারিয়ে যেতে শুরু করেছে ?
আধুনিক তথা অত্যাধুনিক(র্যাপ,হিপ হপ) গানের মাঝে আমাদের ইতিহ্যবাহী আঞ্চলিক লোকগীতি গুলো তলিয়ে যাচ্ছে। আমার কাছে আমাদের এই লোকগীতি,লালন,বাউলের অনেক অনেক গানের সংগ্রহ আছে। তাই বলে আমি কি আধুনিক না ?
এক্ষেত্রে লালন ব্যান্ড। আরো নাম না জানা অনেক সংগঠন এবং কিছু শিল্পী কঠুর পরিশ্রম করে যাচ্ছে। যারা আজও তেমন সবার কাছে জনপ্রিয় না।
তেমনি এক শিল্পী "আদিত্য সানী(Aditya Sanny)"। আজ উনার গাওয়া ১০টি অসাধারণ ফোক গান সবার সাথে শেয়ার করলাম। উনার কোন ইমেজ অনেক খুজা খুজি করেও পেলাম না। তাই থাম্বনেইলটা এক নন্দিত ফোক শিল্পীকে উৎসর্গ করলাম।
ইউটিউব থেকে Preview করে নিন গানগুলোঃ(Youtube)
উপরে যদি Youtube Video Frame না দেখা যায় তাহলে নিচের লিঙ্ক থেকে দেখে নিনঃ
➡ আদিত্য সানী-এভারগ্রীন ফোক গান
➡https://youtu.be/HXb2AU8df9I (Sanny EverGreen Folk)
একটি zip ফাইলে আছে,
১০টি super বাংলা ফোক রিমিক্সড গান।
আদিত্য সানির সকল folk গানের zip ফাইলটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। আর আধুনিক গানের আড়ালে ডুবে যাওয়া এই ঐতিহ্যময় গান গুলো সবার সাথে শেয়ার করে বাংলা মায়ের ঐতিহ্যটা বাঁচিয়ে রাখুন অনন্ত কাল।
আমি সুরজিত সিংহ সৌর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী... :)
vai download korte pari na