নচিকেতা ও মানিকের নতুন অ্যালবাম “আয় ভোর” Song+Lyrics

দুই বাংলার জনপ্রিয় গায়ক, লেখক, সুরকার ও সঙ্গীত পরিচাল নচিকেতা চক্রবর্তী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। সবাই জানেন তার কথা। অসাধরণ একজন ব্যক্তি। জীবনমুখী গানের জনক। নচিকেতা সম্পর্কে দেখুন উইকিপিডিয়ায় নচিকেতা

 

এবার আসি মূল কথায়। কিছুদিন আগে বের হলো নচিকেতা সহযোগে আমিরুল মোমেনিন মানিক এর “আয় ভোর” অ্যালবাম। আমি সকলকে অনুরোধ করবো অরিজিনাল সিডি কিনে গান শুনার জন্য। কেননা এতে করে বাংলাদেশের মিউজিক কোম্পানী ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তাই আসুন সবাই বলি

Kill Piracy, Save Music

যাইহোক, যারা এই অ্যালবামটি এখনো কিনতে পারেন নাই বা গানগুলো শুনেন নাই তাদের জন্য আমি গানগুলো শেয়ার করছি। তবে হ্যা আবারো বলছি যে কোন গানের অ্যালবাম কিনে গান শুনুন এতে করে গায়ক ও ক্যাসেট কোম্পানীগুলো উৎসাহ পাবে আরো ভালো কিছু করতে। অনলাইনে গান ডাউনলোড করার ফলে অনেক গুনি শিল্পিগন গানের অ্যালবাম করা ছেড়ে দিয়েছেন। আমি তাদের নাম এক এক করে বলতে চাচ্ছি না। কাজেই আমি সরাসরি গান ডাউনলোড এর লিংক না দিয়ে অনলাইনে শোনার জন্য Online Music Play Link শেয়ার করছি। নিচে এক নজরে অ্যালবামটি

আয় ভোর (২০১৫) - নচিকেতা সহযোগে আমিরুল মোমেনীন মানিক - এর

অ্যালবাম এর নামঃ আয় ভোর
গায়কঃ নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন মানিক
গানের কথাঃ নচিকেতা চক্রবর্তী, আমিরুল মোমেনীন মানিক, নাজমুল আশরাফ, এন.আই. বুলবুল, রাকিব হোসেন, রেজাউর রহমান রিজভী, এম.এস রানা, সানাউল হক, মাহবুবুর রহমান সজীব ও সোহেল অটল।
সঙ্গীত আয়োজকঃ তানভীর তারেক, সজীব দাস, যাদু রিছিল, জি.এস. তুহিন ও পারভেজ জুয়েল।
প্রকাশকালঃ ২০১৫ খ্রিঃ
ধরনঃ জীবনমুখী/মানুষমুখী
লেভেলঃ লেজার ভীশন লিঃ
দৈর্ঘ্যঃ ৫৬:২৪ মিনিট (১৩ টি গান)

গানগুলো শুনার জন্য গানের নামে ক্লিক করুন

১. আয় ভোর
২. কলেজ লাইফ
৩. রাজনীতি
৪. টাকা
৫. মডার্ন কাওয়ালী-২ (ঝিনুকের বুকে)
৬. মা নেই
৭. সুন্দরী বাংলাদেশ
৮. শৈশব
৯. আলোকিত বিশ্ব
১০. একটা শালিক
১১. একলা নাবিক
১২. দিন যায়

এছাড়াও নিচে দুটি গানের লিরিক্স দেওয়া হলো

“আয় ভোর”
কথা ও সুরঃ আমিরুল মোমেনীন মানিক
সঙ্গীতঃ তানভীর তারেক

আয় ভোর, আয় ভোর তোর, জন্য এই স্বপ্ন দেখা
হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়
তোকে পেলেই পাবো মুক্তির রেখা
আয় ভোর আয় ভোর

তুইতো বলেছিলি অন্তরে অন্তরে আসবে সোনালি সকাল
তোর জন্য হেঁটেছি বহুদুর তবে কেনো এই বেড়াজাল
তোর জন্য কত আর কষ্টের হাহাকার
ভাঙিয়ে দে এই ঘুমঘোর

তোর ছোঁয়া পেয়ে উঠবে জেগে অগনিত সুপ্ত প্রাণ
তুই তো আছিস হয়ে বুকের ভেতর স্পপ্নের নতুন নিশান
তোর জন্য হৈ চৈ আছিস বল কই
ভাঙিয়ে দে এই ঘুমঘোর।

“কলেজ লাইফ”
কথাঃ নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন মানিক
সুরঃ নচিকেতা

আবার ইচ্ছে করে কলেজে যাই
সোনালি দিনগুলোকে কাছে পাই
ভুলবোনা ক্লাসেতে ঢুকতে পরীক্ষাতে বসে টুকতে
ভুলবোনা গ্যাজাতে মিলে সবাই

ভুলবোনা কমনরুমে বসে
বেহিসাবি অঙ্ক কষে স্বপ্নবিলাসে গা বাসাতে
পুঁজিবাদী রাজনীতি থেকে সাম্যবাদী স্বপ্ন এঁকে
অবশেষে ফেরা সেই বাসাতে
ভুলবোনা এবার বলতে
একসাথে চলতে চলতে
আই লাভ ইউ আই লাভ ইউ মোনাই

ভুলবোনা শ্লোগান প্রতিবাদে
নতুনের স্বপ্ন সাধে জেগে উঠতে ভীষণ সাহসে
চেনা অন্ধকারের গলি থেকে অচেনা মহাসমুদ্রে
একলা একা হেঁটে হেঁটে যেতে
ভুলবোনা এবার বলতে একসাথে চলতে চলতে
আই হেউট ইউ আই হেউট ইউ মোনাই।

 

আমি নই শুধুই তোমার ভক্ত
যেন আমরা একই রক্ত

Level 2

আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Shar korer jonno donnobad

আমি আজকে আপনাদের একটি Website এর সাথে পরিচয় করেদেবো যার মাদ্যেমে অনলাইন দিয়ে ইনকাম করতে পারবেন।
প্রথমে এই Website যান http://www.bdearnmoneyall.blogspot.com
যাবার পরে দেখবেন ৩টা Post আছে এই Post ৩টা পড়ার পর অনলাইন দিয়ে ইনকাম করতে পারবেন ১০০% সিওর ।
ফেইসবুকে : facebook.com/princekhan017753

Skype: prince.khan1051

ভাই ডাউনলোড কিভাবে করবো ???????????

গান প্লে করার সময় পাশে Download লেখা আছে ওখানে ক্লিক করুন।