আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। সবাইকে শিশির ভেজা বকুল ফুলের শুভেচ্ছা। সকালের উজ্জ্বল আলোর মত হোক সবার জীবন সেই কামনায় শুরু করছি আজকের টিউন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অতি কার্যকরী কম্পিউটার ডাটা রিকভারি সফটওয়্যার। সফটওয়্যার টির নাম হল ডাটা-রিসকু পিসি-৩ ভার্সন ৩.২ লেটেস্ট সাথে থাকছে সিরিয়াল কি ও এটার দাম হল ২৯$ কিন্তু আপনি পাচ্ছেন একদমি ফ্রি তে। ত চলুন প্রথমে সফটওয়্যার টা ডাউনলোড করে নেই
এর পর ডাউনলোড কৃত ফাইল টা আনজিপ করুণ তার পর সফটওয়্যার টা ইন্সটল দিন এর পর সেটা ওপেন হবে এবং সিরিয়াল কি চাবে। এখন আবারও সফটওয়্যার ফোল্ডার টাতে জান এবং রিডমি১ টেক্সট ফাইল টা ওপেন করুণ এর পর সিরিয়াল কি কপি করে পেস্ট করুণ বক্স এ তার পর রেজিস্টার এ ক্লিক করুণ এর পর সফটওয়্যার টা ওপেন হবে অ্যাক্টিভ ভাবে হয়ে গেল। এর পর নিশ্চিন্তে কাজ করুণ। কাজের প্রক্রিয়া একদমি সহজ ওপেন করলে
এমন একটা পপ আপ মেনু আসবে ওইখানে ক্লিক করবেন এর পর আরেকটা মেনু আসবে
ওইখানে সিলেক্ট করে দিতে হবে আপনি কি রিকভারি করতে চাচ্ছেন। এর পর নেক্সট এ ক্লিক করবেন এর পর
এমন করে হবে এর পর একটু অপেক্ষা করবেন স্ক্যান সম্পূর্ণ হউয়া পর্যন্ত স্ক্যান হয়ে গেলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন কোন ফাইল রিকভার করবেন এবং কথায় করবেন দেখিয়ে দিয়ে একটু অপেক্ষা করুণ তার পর হইয়ে গেলে চেক করুণ।
আজকে এই পর্যন্তই ভাল থাকবেন সবাই অনেক বেশি সবার মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ্ হাফেয
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...