আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি৷ অনেক লম্বা সময় ধরে টেকটিউনসে কোন কিচু লিখ হয় না ৷ আজকে ছুটির দিন এবং ফ্রি থাকায় লিখতে বসলাম৷ আশা করি আপনারা সকলেই ভাল আছেন৷যাহোক আজকের টিউনের বিষয়ে আশা যাক৷ আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম উইন্ডোজ পিসির স্টার্ট মেনু৷
আপনারা হয়তো সকলেই জানেন মাইক্রসফ্ট, উইন্ডজ 8 এ স্টার্ট মেনু বাদ দিয়েছিল, যা উইন্ডোজ এর ব্যবহারকারীরা তেমন একটা পছন্দ করেনি৷ ফলে উইন্ডজের পরবর্তী ভার্সন 8.1 এ আবার স্টার্ট মেনু ফিরিয়ে আনা হয়৷ এবং উইন্ডোজের সর্বশেষ ভার্সন উইন্ডোজ 10 এর অন্যতম ফিচার হলো এর স্টার্ট মেনু৷
কিন্তু এখনো অনেকেই আছেন যারা উইন্ডোজের স্টার্ট মেনু নিয়ে সন্তুস্ট নন৷ আপনি যদি তাদের একজন হন, তবে Start Menu X Pro সফ্টওয়ারটি আপনার জন্য৷ যেহেতু আমি এটির PRO ভার্সন শেয়ার করছি, তাই আপনি স্টার্ট মেনুটির পূর্ন সুবিধা নিতে পারবেন, তাও আবার সম্পূর্ন ফ্রিতে৷
এক নজরে Start Menu X Pro:
PRO ভার্সন এর সুবিধাসমুহ:
|
|
ইনস্টল করার পদ্ধতি:
এখন ফাইটিতে ডাবল ক্লিক করে অন্য সফ্টওয়্যারের মতো স্বাভাবিকভাবে ইনস্টল করে নিন৷ ইনস্টল শেষ হলে গেলেই আপনার নতুন স্টার্ট মেনু পুরোপুরি প্রস্তুত ব্যবহারের জন্য৷
|
= সৌজন্যে: http://www.iTTimesbd.com >> Full Post
যোগাযোগ: ফেসবুক পেজ
আমি আসিফ রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks