আল কুরান এক মহাবিস্ময়(ড মরিস বুকাইলি,ড কিথ এল মুর,গ্যারি মিলার)

আল কুরান এক মহাবিস্ময়

আজকের মুসলিম উন্মাহর সবচেয়ে বড় সমস্যা কুরানকে ছেড়ে দিয়ে বিভিন্ন মতবাদকে আপন করে নেয়া।কিছু মুসলিম নামধারী আজকে কুরানকে উপহাস করে তা থেকে ভুল বের করার চেষ্টা করে,ইন্টারনেট খুজলে আমরা হাজার হাজার লেখা দেখতে পাব কুরানের বিরুদ্ধে।আজকে আমরা উপস্হা্পন করব এমন তিনজন অমুসলিম ব্যক্তিকে যারা কুরানের আয়াত দেখে বিস্ময় প্রকাশ করেছেন এবং মানতে বাধ্য হয়েছেন এর অলৌকিকত্য।এই তিনজন ব্যক্তি হলেন ড মরিস বুকাইলি,ড কিথ মূর,ও গ্যারি মিলার।ড মরিস বুকাইলি তার The Bible The Quran and Science এ বলেছেন,The Quran does not contain a single statement that is assailable from a modern scientific point of view.ড কিথ মুর তার আলোচনা ভ্রুনতও্বের উপর সীমাবদ্ধ রেখেছেন।মিলারের কিছু মৌলিক গবেষনা স্থান পেয়েছে এতে,বস্তুত তারা হলেন এমন এক সভ্যতার মানুষ যেখানে সমস্ত কিছু যুক্তির বিচারে বিজ্ঞানের আলোকে পরিমাপ করা হয়।আসুন জানি তারা কি বলে?একজন মানুষ যখন নিরপেক্ষ দৃষ্টিতে কুরাআনকে দেখবে তখন তার সামনে উদ্ভাসিত হবে কুরানের সত্যতা,আলোকিত করবে তার জীবনকে দেখাবে তার জীবন চলার পথকে। কুরান কিন্তু কোন বিজ্ঞানের বই না এতে আছে আয়াত যার মধ্যে কিছু আয়াত বিজ্ঞান এর সাথে যুক্ত।আল্লাহ জানতেন মানুষ এক সময় বিজ্ঞানে উন্নতি লাভ করবে তারা সবকিছু বিচার করবে বিজ্ঞানের মাপকাঠিতে,তাই এখানে এমন কিছু আয়াত যুক্ত করা হয়েছে যা ১৪০০ বছর আগে মানুষের কাছে বোধগম্য ছিল না,কিন্তু বর্তমানের মানুষ তার কিছুটা আয়ত্ব করতে পেরেছে।তাই যারা বলে কুরানের সাথে বিজ্ঞানকে মিলানো ঠিক না তাদেরকে একথা বুঝতে হবে যে এমন অনেক আয়াত কুরানে আছে যা বিজ্ঞানের আলোকে ব্যাখা করা সম্ভব।আসুন পাঠক চেষ্টা করি জীবনের কিছুটা সময় সেই পথে চলতে যিনি আপনাকে আমাকে দশ মাস মায়ের গর্ভে এক বিজ্ঞানময় অবস্থায় লালন পালন করে এই পৃথিবীতে এনেছেন।

ডাউনলোড লিঙ্ক- আল কুরান এক মহাবিস্ময়

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রাজিব ভাই িটউেনর জন্য ধন্যবাদ। সুন্দর িটউন।

এক কথায় দারুন ।

    ভাই, দানদা করতে গিয়ে ziddu তে লোড করলেন, ডাউনলোডে কি যে কষ্ট ।

    এরপর না হয় অন্য কোথাও আপলোড করব।

Level 0

এই বই টা অনেক দিন ধরেই পড়ার ইচ্ছে ছিল, কেনা হয়নি। যাক, পিডিএফ পেলাম।

ভাই লোড করতে পারিনা তো!

ভাই ডাউনলোড এ কি সমস্যা?

মহাগ্রন্থ আল-কুরআন এতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। কিন্তু কেন কুরআনের সত্যতা প্রমানের জন্য বিজ্ঞান দ্বারা যাচাই করতে হবে? বরং বিজ্ঞানই কুরআন রিসার্চ করে নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করবে, এবং কোথাও কোন সমস্যায় পরলে কোরআন থেকে সমাধান নিবে এজন্যই তো এর নাম মহাগ্রন্থ। শুধু মূখে বললে হবে.? এর গুরুত্বও তো বুঝতে হবে। পৃথিবীর সকল সমস্যার সামাধান কুরআনে আছে কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়ের আলেমরা কুরআনের আয়াতের সঠিক ব্যখ্যা করতে পরছে না অন্ধ ধর্মীয় বিশ্বাসের কারনে। কুরআনের এক একটি আয়াতের সত্তর হাজারেরও বেশি ব্যখ্যা হতে পারে কুরআন সকল যুগের সমস্ত কালের উর্ধে কিন্তু বর্তমান সময়ের আলেমরা কুরআনের আয়াত কে ১৪০০ বছর আগের আরবীয় গ্রন্থ মনে করে ১৪০০ বছরের পুরোনো ব্যখ্যা করছে। ১৪০০ বছর আগের জীবন ব্যবস্থার সাথে বর্তমান সময়ের জীবন ব্যবস্থার বিস্তর ব্যবধান। আর কুরআন শুধুমাত্র আরব বাসীর জন্য নাযিল হয়নি, এটা স্থান, কাল, পাত্র ভেদে পৃথিবীর সকল সকল যুগের সকল মানুয়ের জন্য নাযিল হয়েছে এজন্যই বলা হয়ে থকে The quran over of time. কুরআন সমস্ত কালের উর্ধে । একই সমস্যা সমাধানের জন্য একজন আরব বসীর জন্য যে ব্যাখ্যা হবে একজন আমেরিকনের জন্য ভিন্ন ব্যাখ্যা হবে। কারন দুজনেই ভিন্ন ভিন্ন পরিবেশে বসাস কাছে, আবার একই সমস্যার জন্য বর্তান সময়ে যে ব্যাখ্যা হবে ১০০০ বছরন পর অবশ্যই তার ভিন্ন ব্যখ্যা হবে,২০১০ সালে বসবাস করে যদি ১৪০০ বছরের আগের ব্যখ্যা করি তাহলেতো কুরআনকে আর সমস্ত কালের উর্ধে সকল যুগের সকল মানুষের একথা বলা যায় না। শুধু মুখে বলব মহাগ্রন্থ আল-কুরআন, সমস্ত কালের উর্ধে আল-কুরআন, সকল মানুষের জন্য আল-কুরআন, আর এর ব্যাখ্যা করব ১৪০০ বছর আগের আরব বসীদের ব্যাখ্যা। তাহলে কুরআন আর মহাগ্রন্থ রইল কই, এটা তো তাহলে ১৪০০ বছর আগের আরব বাসীদের একটা বই হয়ে গেল। সময় পরিবর্তনের সাথে সাথে কুরআনের আয়াতের ব্যখ্যাও পরিবর্তন হবে ( আমি কুরআনের আয়াত পরিবর্তনের কথা বলছি না) । বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল আজকে যা সঠিক কালকেই তা ভুল বলে প্রমানিত হচ্ছে । ধরে নিলাম বর্তমান বিজ্ঞানের সাথে কুরআনের সাথে সবকিছু মিল আছে। কিন্তু কিছুদিন পর যদি বিজ্ঞানের কোন কিছু ভুল প্রমানিত হয় তাহলে কি কুরানও কি ভুল হয়ে যাবে..? নাউযুবিল্লাহ্ তাই আসুন আমরা বিজ্ঞান (সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষের পুর্ব অভিজ্ঞতার দ্বারা তৈরী এক প্রকার জ্ঞান) এর সাহয্যে কুরআনের সাত্যতা যাচাই করা থেকে বিরত থাকি। বিগ ব্যাং ( মহাবিস্ফোরন) থেকে শুরু করে ব্ল্যক হোলের এর মত জটিল জটিল বিষয় কোরআনে ১৪০০ বছর আগেই উল্লেখ করা আছে আমি শুধু এর একটা উদাহারন দিচ্ছি,
কুরআনে উল্লেখ আছে, আর আমি এই বিশ্ব ব্রক্ষান্ড ( সঠিক বানানটা লিখতে পারলাম না সরি) সৃষ্টি করেছি অতি ক্ষুদ্র এক কণা থেকে মহাবিস্ফোরনের মাধ্যমে এবং তা প্রতিনিয়ত সম্প্রাসারিত হচ্ছে। ( কত নং আয়াত তা এখন বলতে পারব না।)
পৃথিবীর সমস্ত বিজ্ঞানীই কিন্তু একমত যে এই বিশ্ব জগত সৃষ্টি হয়েছে ক্ষুদ্র এক কণা থেকে মহাবিষ্ফোরনের মাধ্যমে। এবং সেই বিস্ফোরণের পর থেকেই মহাকাশ প্রতিনিয়ত সম্প্রাসারিত হচ্ছে। আর এটা কোন কল্পকাহিনী না। তাহলে বুঝেন ওই ক্ষুদ্র কণার মধ্য কত শক্তি নিহত ছিল। আর ওই ক্ষুদ্র কণা কতটুকু বলতে পারেন.? পৃথিবীর সবচেয়ে শক্তিশালি অনুবিক্ষন যন্ত্র দ্বারাও যা কিনা দেখা সম্ভব নয় কিন্তু তার অস্তিত্ব আছে। আর এ কারনেই বর্তমান সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী অথচ নাস্তিক আলবার্ট আইনস্টাইন বলেছেন সৃষ্টিকর্তা বলতে কেউ একজন থাকলে থাকতেও পারে কারণ আমার সাবাই একজায়গায় এসে থমকে গেছি যে ওই মহা বিস্ফোরনের আগে কি ছিল আর ওই বিন্দুটিই বা কোথা থেকে আসল। বেচারা নাস্তিক তার পরেও সৃষ্টিকর্তা আছে একথা বিশ্বাস করবে না। অবশ্য কুরআনে আগেই উল্লেখ আছে যে- এমন এক সময় আসবে মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নতির চরম শিখরে পৌঁছবে, অবিশ্বাস্য সব জিনিস আবিস্কার করবে, এক একটা মানুষ হবে জ্ঞানের সাগর কিন্তু মানুষ তার সৃষ্টি কর্তাকে ভুলে যাবে তাকে অস্বিকার করবে There is no god. সৃষ্টি কর্তা বলে কেউ নেই। তাহলে আমার দেখতে পেলাম কুরআনে কথাই ঠিক শুধু শুধূ আইস্টাইনকে আর দোষ দিয়ে লাভ কি। পৃথিবী সৃষ্টি রহস্য নিয়ে বিজ্ঞানীদের গবেষনার অন্ত নেই এ জন্য এই টিউনটি দেখতে পারেন। https://www.techtunes.io/reports/tune-id/37747

    কিছু বিষয় এর সাথে এক্মত,কিছু বিষয় এর সাথে একমত নই,ধন্যবাদ।

    ভাবাচ্ছে

অসংখ্য ধন্যবাদ আপনাকে বইটি শেয়ার করার জন্য।
অনেক দরকার ছিল বইটি,
আর চেষ্টা করবেন মিডিয়া ফায়ারে আপলোড করে দিতে ইহাতে আমাদের ডাউনলোড করতে সুবিধা হয়।

Level 0

ডাউনলোড লিংক
http://ebookbd.tk/?p=604