সিলিকন ইংলিশ টু বাংলা ডিকশনারি (কেবলমাত্র পিসির জন্য)!!

undefinedundefinedundefinedundefinedundefined

undefined undefinedundefinedundefined

নিত্যপ্রয়োজনে আমরা অনেকই বিভিন্ন ডিকশনারির প্রয়োজনিয়তাবোধ করি। কিন্তু অধিকাংশ শব্দের অর্থ অনেক ডিকশনারিতেই মেলে না। ইংলিশ টু বাংলা ডিকশনারির জন্য আমি অনেক ডিকশনারির সম্মুখিন হয়েছি। যেমন শসী ডিকশনারি, ডেফডিল ডিকশনারি আরও অনেক। কিন্তু সিলিকন ডিকশনারিটি আমার কাছে অন্যান্য ডিকশনারি হতে ভিন্ন্ মনে হয় কারণ এতে ইমেজ আকারে অনেক শব্দ আছে যা প্রয়োজনের চেয়েও অনেক বেশি। এটিতে আছে ডায়নামিক সার্চ ইঞ্জিন যা অনেক দ্রুতগতি সম্পন্ন। এই ডিকশনারিটি ১৩৬মেগাবাইট সাইজের।

মিডিয়া ফায়ারে ৯টি অংশে এটি আপলোড করা আছে। সবগুলো ডাউনলোড করে স্প্লিটার সফটওয়ার এর সাহয্যে জোড়া লাগালেই পেয়ে যাবেন ১৩৬ মেগাবাইটের চমৎকার সিলিকন ডিকশনারি। স্প্লিটার সফটওয়ারটি ১ম অংশের সাথেই দেওয়া আছে। জোড়া লাগনোর পর .exe ফাইলটি স্বাভাবিক নিয়মেই আপনার পিসিতে ইনস্টল করুন আর উপভোগ করুন। স্প্লিটার সফটওয়ারের সাহায্যে জোড়া লাগনোরপদ্ধতি read me first এ লিখা আছে। নিচের লিংক হতে ডিকশনারিটি ডাউনলোড করে উপভোগ করুন।

দেখুনতো আপনার জানার দরকার কিনা??

টাই কি ক্রসের প্রতীক? এটা কি খ্রীস্টানদের লেবেল? মুসলিমরা কি টাই পড়তে পারবে?——– আসুন এই সকল প্রশ্নের জবাব ডা. জাকির নায়েকের লেকচার হতে জেনে নেই।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই কাজের জিনিস ।
ধন্যবাদ।

কাজের জিনিস !!!!!
অনেক ধন্যবাদ।

আসলে আমি অনেকদিন ধরে ভাল একটি ডিকশনারি খুজছি। আর ঠিক সেই মুহূর্তে আপনি শেয়ার করলেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো। ভাল থাকবেন। আর ভাল ভাল ফপটওয়ার নিয়ে টিউন করবেন।

    আশাকরি, আপনার খুজাখুজির অবসান ঘটবে। এটি আপনার চাহিদা পূরন করতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে….

এটা আমি প্রায় দুই বছর ধরে ব্যবহার করছি। খুব ভাল একটা ডিকশনারি।
হিরন ভাই মানে যিনি এ ডিকশনারি তৈরি করেছেন তার টিউন দেখুন এখানে
https://www.techtunes.iombd/download/tune.id/21910/

    হ্যাঁ, খুবই ভাল একটা ডিকশনারি। আমি এর আগে অনেক ডিকশনারি ব্যবহার করেছি। কিন্তু এটা আমার কাছে খুবই ভাল মনে হয়েছে, তাই শেয়ার করলাম। এটি হিরন ভাই তৈরি করেছিলেন। আমি নেটে এটি পেয়ে শেয়ার করলাম।
    (কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ)

    হাসান যোবায়ের ভাই,
    আপনাকে ধন্যবাদ। আপনার উৎসাহেই আমি টেকটিউনসে টিউনটি করেছিলাম।
    আপনার দেয়া লিংটি সম্ভবত কাজ করছে না। তাই আমি আবার দিলাম।

    https://www.techtunes.io/download/tune-id/21910/

    ধন্যবাদ।

জটিল জিনিস ভাই আপনাকে ধন্যবাদ, আরো ভাল হত যদি ,,bangla to english

    অতি শীঘ্রই বাংলা টু ইংলিশ ডিকশনারি উস্থাপন করব। ধন্যবাদ আপনাকে…

    এম শাহেদ ভাই,
    আমি সিলিকন ডিকশনারীর পরবর্তী সংস্করন নিয়ে কাজ করছি। এই সংস্করনে ইংরেজী-টু-বাংলা’র পাশাপাশি বাংলা-টু-ইংরেজী ও থাকবে। আরো থাকবে ইংরেজী রিডার, আপডেট সুবিধা, থিম পরিবর্তন সহ আরো অনেক কিছু। আশা করি, এটি আরো বেশি ব্যবহারকারীর মন জয় করবে।
    ধন্যবাদ আপনাকে।

কাজের টিউন বলার অপেক্ষা রাখেনা,
ডিকশনারি আমার খুব কাজে আসে কারন আমি ইংরেজী খুব একটা না বুঝার কারনে অনেক সময় ডিকশনারীর সাহাজ্যের প্রয়োজন হয়,
হিরন ভাইয়ের টিউন থেকেও একবার ডাউনলোড করেছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনাই,এবার কিন্তু পেরেছি।
রুহুল ভাইকে ধন্যবাদ পুনরায় ডিকশনারিটি নিয়ে টিউন করার জন্য,
আমার বাংলা টু ইংলিশ ডিকশনারিরও দরকার ছিল,যদি সংগ্রহে থাকে শেয়ার করবেন আশা করছি।

    স্বাগতম, আতাউর রহমান ভাই। কিছু দিনের মধ্যেই বা্ংলা টু ইংলিশ ডিকশনারিটিও শেয়ার করবো।

অনেক গুলো ডিকশনারি ব্যবহার করেছি যে গুলোর ওয়ার্ড এর কালেকশন অনেক কম।এটা ট্রাই করে দেখি।

ধন্যবাদ রুহুল ভাই,
সিলিকন ডিকশনারী নিয়ে টিউন করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন।

    আপনাকে স্বাগতম হিরন ভাই।
    আসলে ভালকে অবশ্যই ভাল বলতে হবে। আমি অনেক ডিকশনারি ব্যবহার করেছি কিন্তু এটির চেয়ে ভাল মানের ডিকশনারি আমার দৃষ্টিতে পড়েনি। আপনার আপডেট ডিকশানারির অপেক্ষায় রইলাম।
    ( দোয়া করি আপনার কাজে সফলতা অর্জিত হউক)

Level 0

ভাই যে বললেন, ইমেজ আকারে অনেক শব্দ আছে, আমি তো একটিও পেলাম না। যে জন্য ডাইনলোড দিলাম, সেটাই পেলাম না।
তবুও ধন্যবাদ এটার সম্বন্ধে জানানোর জন্য

সকালে ঘুম থেকে উঠেই একটা ভাল “ইংলিশ টু বাংলা” ডিকশনারি সংগ্রহ করার চিন্তাটা আমাকে গ্রাস করেছিল । কাকতালীয় ব্যাপারই বটে আইটিপ্রেমী রুহুল আপনার টিউনটি আমাকে এই চিন্তা থেকে সফলতার সাথে মুক্তি দিয়েছে। ধন্যবাদটা না পেলে কি খুব খারাপ লাগবে ???? !!!!!!!

মিডিয়া ফায়ারে ১টি অংশে এটি আপলোড করা হয়েছে। নিচের লিংক হতে ডিকশনারিটি একবারে ডাউনলোড করে উপভোগ করুন।
http://www.mediafire.com/?7g4f32p7pbiqe

    আপনার লিংকটা শেয়ার করার জন্য ধন্যবাদ। যার যেখান হতে খুশি সেখান হতে ডাউনলোড করুক। মোট কথা এটি হতে উপকৃত হতে পারলেই ভা্ল।

সিলিকন ইংলিশ টু বাংলা ডিকশনারি অনেক দরকারি প্রোগ্রাম
বেশি করে ধন্যবাদ আপনার জন্য

সিলিকন ইংলিশ টু বাংলা ডিকশনারি অনেক দরকারি প্রোগ্রাম
বেশি করে ধন্যবাদ আপনাকে

ভালৈ।

সত্যিই একটা চমৎকার ডিকশনারি,আপনাকে ধন্যবাদ । আপনার কাছে যদি সিনোনেম ও অ্যান্টোনেম এর কোন ডিকশনারি থাকে তো আওয়াজ দিয়েন !

ধন্যবাদ, চমৎকার ডিকশনারি

Level 0

ধন্যবাদ ভাই।

জটিল জিনিস 😀

Level 0

অসংখ ধন্যবাদ।