নিত্যপ্রয়োজনে আমরা অনেকই বিভিন্ন ডিকশনারির প্রয়োজনিয়তাবোধ করি। কিন্তু অধিকাংশ শব্দের অর্থ অনেক ডিকশনারিতেই মেলে না। ইংলিশ টু বাংলা ডিকশনারির জন্য আমি অনেক ডিকশনারির সম্মুখিন হয়েছি। যেমন শসী ডিকশনারি, ডেফডিল ডিকশনারি আরও অনেক। কিন্তু সিলিকন ডিকশনারিটি আমার কাছে অন্যান্য ডিকশনারি হতে ভিন্ন্ মনে হয় কারণ এতে ইমেজ আকারে অনেক শব্দ আছে যা প্রয়োজনের চেয়েও অনেক বেশি। এটিতে আছে ডায়নামিক সার্চ ইঞ্জিন যা অনেক দ্রুতগতি সম্পন্ন। এই ডিকশনারিটি ১৩৬মেগাবাইট সাইজের।
মিডিয়া ফায়ারে ৯টি অংশে এটি আপলোড করা আছে। সবগুলো ডাউনলোড করে স্প্লিটার সফটওয়ার এর সাহয্যে জোড়া লাগালেই পেয়ে যাবেন ১৩৬ মেগাবাইটের চমৎকার সিলিকন ডিকশনারি। স্প্লিটার সফটওয়ারটি ১ম অংশের সাথেই দেওয়া আছে। জোড়া লাগনোর পর .exe ফাইলটি স্বাভাবিক নিয়মেই আপনার পিসিতে ইনস্টল করুন আর উপভোগ করুন। স্প্লিটার সফটওয়ারের সাহায্যে জোড়া লাগনোরপদ্ধতি read me first এ লিখা আছে। নিচের লিংক হতে ডিকশনারিটি ডাউনলোড করে উপভোগ করুন।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
খুবই কাজের জিনিস ।
ধন্যবাদ।