কোন SOFTWARE গুলা আপনার পিসির জন্য ক্ষতিকারক? জানতে চান? এবং তার প্রতীকার করতে চান? তাহলে এই টিউন আপনার জন্য !

সবাইকে ইদ-উল-ফিতর এর শুভেচ্ছা।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! আর ভাল থাকার কথা সবাই সবার প্রিয়জনদের সাথে নিয়ে ইদ উদযাপন করতেছেন। প্রাথনা করি আপনার আমার   ইদ এর মত যেন সারা বছর কাটে।  😛

কারন, ইদ মানে হাসি, ইদ মানে, খুশি, ইদ মানে আনন্দ, ইদ মানে নতুন জামা, ইদ মানে সালামী 😀 😀

ওহ সবাইকে আসসালামু আলাইকুম (বড়  ভাইয়েরা ইদ এর সালামীটা বিকাশ, পেপাল, অথবা ড্যাচ বাংলাতে পাটিয়ে দিবেন?)  🙄 আর ছোট ভাইয়েরা লম্বা করে সালাম দিয়েন দেখি  ২-৪ টা কা দেওয়া যায় কিনা 😛 

অনেক কথা বলে ফেললাম, এখন কাজের কথায় আসা যাক। আমাদের পিসিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে অনেক সফটওয়ার ইন্সটল দেই? কিন্তু আমরা জানি না কোন সফটওয়ার আমাদের পিসি এর জন্য সমস্যার কারণ।  এবং  সফটওয়ার গুলা আমদের কি ক্ষতি করে। তাই ক্ষতি করার আগে আমাদের ক্ষতিটা বন্ধ করতে হবে। আজকের টিউনের উদেশ্যে ও তাই। 😀 😀

এই কাজগুলা আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি! কিন্তু আমি আপনাদের সব চেয়ে সহজ উপায়ে দেখাব।

এর জন্য আমরা একটা সেরা সফটওয়ার ডাউনলোড করব। এই সফটওয়্যারটি মূলত কাজ করে সারা বিশ্বের অসংখ্য ব্যবহারকারীদের দেয়া Review এবং বিভিন্ন Anti-virus এর নির্দেশনার উপর। অর্থাৎ, আপনার পিসিতে কোন সফটওয়্যার অপ্রয়োজনীয় কিংবা ভাইরাস অ্যাফেক্টেড হলে তাকে Remove করার জন্য আপনাকে জানাবে।

প্রথমে এখান থেকে সফটওায়ার টি ডাউনলোড করুন।  তারপর সাধানরম ভাবে ইন্সটল দেন  😯  এখন সফটওয়ার টি ওপেন করুন, এবং দেখতে পাবেন আপনার কম্পিউটার এর ইন্সটল দেওয়া সকল সফটওয়ার এর লিস্ট।

সফটও্য়ার এর তালিকা

সফটওয়ার গুলার পাশে  রেটিং দেখাবে। অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো লাল রেটিং (RED RATING ) এ দেখাবে। অর্থাৎ এই সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক। এবং যেগুলা সফটওয়ার ক্ষতিকারক সেই গুলা রেটীং অনুযায়ী আনস্টল করবেন।

 

কিভাবে আন-ইন্সটল বা রিমুভ করবেন?

যে সফটওয়ার আন-ইন্সটল বা রিমুভ করতে চান সে সফটওয়ার এর উপর ডাবল ক্লিক করবেন দেখবেন wht is এবং unstall নামে ২ টা অপশন আছে আপুনি what is এর উপর কিল্ক করলে সফটওয়ার এর যাবতীয় তথ্য পাবেন। এবং আনস্টল এ কিল্ক করে আন-ইন্সটল বা রিমুভ করবেন

unstall

ব্যাস কাজ শেষ  :mrgreen:   😈  

এখন নাকে তেল দিয়ে ঘুমান  :mrgreen:  😯

আশা করি বুজতে পেরেছেন? 
আমার একটা সমস্যা আমি বুজিয়ে লিখতে পারি না। কিন্তু যত দূর সম্ভব তত দূর চেষ্টা করেছে বুজানোর। বাকিটা আপানদের উপর।
কোন সমস্যা হলে আমায় পাবেন ফেসবুকে

বিশেষ আকর্ষণঃ-

 

আপনি যদি গল্প পড়তে বা লিখতে ভালবাসেন তাইলে এখানে দেখতে পারেন     

 story-গল্প  

 কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

 

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download এবং ইন্সটল করার পর আমার একটাও সফটওয়্যার Red Rating এর আওতায় আসেনি, তাহলে কি বুঝে নেব সব ঠিক আছে।

সেইসঙ্গে জানাচ্ছি যে আমার পিসিতে MS Office, Visual Studio 8 বাদেও প্রায় ৫৫ টি সফটওয়্যার ইন্সটল আছে

খুব ভালো