সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের টিউন শুরু করছি। আজ আমি তিন গোয়েন্দা সিরিজের ৯৫ টি বই আপনাদের সাথে শেয়ার করব। এই সিরিজ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। প্রায় সকল বইপোকাই বোধ করি এই জনপ্রিয় সিরিজ সম্বন্ধে জানেন। টেকটিউনসে হয়তো এমন অনেক বই পড়ুয়া রয়েছেন যারা ছোটবেলায় পড়ার নাম করে লুকিয়ে লুকিয়ে তিন গোয়েন্দা পড়েছেন। আমিও এরকম করতাম। তিন গোয়েন্দা সিরিজের সকল ভলিউমের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল ভীষণ অরণ্য ১ ও ২। তাই বলে বাকি ভলিউম গুলো মনে হয় মন্দ এরকম ভাবার মানে নেই। এই সিরিজের প্রত্যেকটি ভলিউমই চমৎকার। আসুন আর কথা না বাড়িয়ে এই সিরিজটির সাথে পরিচিত হয়ে নেই এবং তার ঠিক পরই ডাউনলোড শুরু 😀
ইতিহাস
রকিব হাসানই সেবা প্রকাশনীল
কর্ণধার কাজী আনোয়ার
হোসেনকে প্রস্তাব করেন
কিশোরদের উপযোগী একটি
কাহিনী শুরু করার। সেবা
প্রকাশনী থেকে তখন কুয়াশা সিরিজ শেষ হয়ে যাওয়ায় আনোয়ার হোসেনও সেই
প্রস্তাবে রাজি হয়ে যান।
অবশেষে ১৯৮৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তিন গোয়েন্দার
প্রথম বই "তিন গোয়েন্দা"। ২০০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা লিখে যান রকিব হাসান। তারপর
এই সিরিজের হাল ধরেন শামসুদ্দিন নওয়াব। এদিকে কাজী শাহনূর হোসেনের পরামর্শে তিন গোয়েন্দার
পুরোন বইগুলো প্রকাশিত হতে
থাকে ভলিউম আকারে, কয়েকটি
বই একসাথে। পুরোন বইগুলো
আর আলাদাভাবে বের হয় না।
এদিকে শামসুদ্দিন নওয়াব মূল চরিত্রগুলোর পাশাপাশি
অন্তর্ভুক্ত করলেন নতুন
চরিত্র কাকাতুয়া কিকো।
শামসুদ্দিন নওয়াবের রচনায়
কাহিনীগুলো ধার করা হয়
এনিড ব্লাইটন, ক্রিস্টোফার পাইকসহ আরো অনেক লেখকের
বই থেকে। এছাড়া সেবা
প্রকাশনীর অন্যান্য সিরিজ
যেমন "গোয়েন্দা রাজু",
"রোমহর্ষক" আর কাজী শাহনূর
হোসেনের লেখা "নীল- ছোটমামা" সমস্ত বইই রূপান্তর
করা হয়েছে তিন গোয়েন্দায়।
এছাড়াও শামসুদ্দিন নওয়াবের
পাশাপাশি রকিব হাসানও মাঝে
মাঝে তিন গোয়েন্দা লিখে থাকেন।
পৃথিবীর বৃহত্তম সাধারণ-
আগ্রহের বাণিজ্যিক প্রকাশনা
সংস্থা ‘র্যান্ডম হাউস’ (Random House) কর্তৃক প্রকাশিত মূল ইংরেজি ‘থ্রী ইনভেস্টিগেটরস
(১৯৬৪-১৯৮৭)’ সিরিজে ৪৩ টি
বই প্রকাশিত হয়েছিল যার
মধ্যে ১০টি লেখেন রবার্ট
আর্থার (Robert Arthur), ১৩টি লেখেন উইলিয়াম আর্ডেন যার
আসল নাম ছিল মাইকেল কলিন্স
(Michael Collins), ২টি লেখেন নিক ওয়েস্ট, ১৫টি লেখেন এম
ভি ক্যারি বা ম্যারি
ভার্জিনিয়া ক্যারি এবং ৩টি
লেখেন মার্ক ব্র্যান্ডেল। এই
বইগুলো অত্যন্ত জনপ্রিয়
ছিল। একটি জার্মান-দক্ষিণ আফ্রিকান চলচ্চিত্র নির্মাণ
সংস্থা দুটি চলচ্চিত্রও
নির্মাণ করেন- ‘দা থ্রী
ইনভেস্টিগেটরস এন্ড দা
সিক্রেট অফ স্কেলেটন
আইল্যান্ড (২০০৭)’ এবং ‘দা থ্রী ইনভেস্টিগেটরস এন্ড দা
সিক্রেট অফ টেরর ক্যাসল
(২০০৯)’, যা ব্যপক জনপ্রিয়
হয়। চলচ্চিত্র দুটির কাহিনী
বই এর থেকে অনেকটা আলাদা
এবং আধুনিক সময় এর পটভূমিতে চিত্রিত যেখানে জুপ,
পীট এবং বব এর কাছে
‘জিপিএস’, ‘সেলফোন’ এর মত
প্রযুক্তি রয়েছে। পরবর্তিতে
‘দা থ্রী ইনভেস্টিগেটরস
ক্রাইম বাস্টার্স (১৯৮৯-১৯৯০)’ নামে একটি সিরিজে ১১টি বই
প্রকাশিত হয় যার মধ্যে একটি
করে লেখেন উইলিয়াম আর্ডেন
এবং মার্ক ব্র্যান্ডেল। ক্রাইম
বাস্টার্সের অন্যান্য লেখকরা
হচ্ছেন- মেগান এবং এইচ উইলিয়াম স্টাইন, জি এইচ
স্টোন, উইলিয়াম ম্যাক কে এবং
পিটার লের্যাঞ্জিস।
এনিড ব্লাইটন ২১টি ফ্যামাস
ফাইভ (১৯৪২-১৯৬৩) সিরিজের
বই লেখেন যা অত্যন্ত জনপ্রিয়
ছিল। এই সিরিজের ভিত্তিতে
১৯৭৭ সাল এবং ১৯৯৫ সালে
টিভি সিরিজ চিত্রিত হয়েছিল। বর্তমানে একটি
চলচ্চিত্র নির্মাণ সংস্থা
‘ফ্যামাস ফাইভ’ সিরিজের
চলচ্চিত্র নির্মাণের ঘোষনা
দিয়েছে। ‘ফ্যামাস ফাইভ’
সিরিজ়ের দুই ভাই জুলিয়ান, ডিক এবং তাদের বোন অ্যান
কে তিন গোয়েন্দার কিশোর,
মুসা, রবিন এ পরিবর্তন করা
হয়। তিন ভাই-বোনের চাচাত
বোন হল জর্জিনা কিরিন।
গোয়েন্দা রাজু সিরিজও ‘ফ্যামাস ফাইভ’ অবলম্বনে লেখা
যাতে চরিত্রগুলো ছিল- রাজু,
অপু, বাবলী এবং মিশা যারা তিন
ভাই-বোন আর এক চাচাত
বোনই ছিল। পরবর্তিতে
গোয়েন্দা রাজু সিরিজের বই গুলোও তিন গোয়েন্দায়
পরিণত করায়, সম্পূর্ণ ‘ফ্যামাস
ফাইভ’ সিরিজই তিন গোয়েন্দা
সিরিজে অন্তর্ভূক্ত আছে।
‘রোমহর্ষক’ বা রেজা-সুজা
সিরিজ লেখা হয়েছে ‘হার্ডি
বয়েজ’ (Hardy Boys) সিরিজ অবলম্বনে যেখানে ছেলেরা তিন
গোয়েন্দার চেয়ে বয়সে অল্প
বড় এবং আপাতদৃষ্টিতে
অপেক্ষাকৃত বিপদজনক
অভিযানে অংশ নেয়।
‘রোমহর্ষক’ সিরিজের বই গুলোও তিন গোয়েন্দায়
পরিণত করায়, ‘হার্ডি বয়েজ’
সিরিজের বইও তিন গোয়েন্দা
সিরিজে অন্তর্ভূক্ত আছে।
১৯২৭ সাল থেকে আজ (২০১৪)
পর্যন্ত ‘হার্ডি বয়েজ’ সিরিজের ৪৮৯ টি বই
প্রকাশিত হয়েছে।
শামসুদ্দিন নওয়াবের রচনায়
কাহিনীগুলোতে ক্রিস্টোফার
পাইকের (Christopher Pike) কিছু বই অবলম্বনে লেখা হয়েছে।
ক্রিস্টোফার পাইকের আসল
নাম কেভিন ক্রিস্টোফার
ম্যাকফাডেন এবং তিনি ১৯৮৫
থেকে ২০০৭ সাল পর্যন্ত ৭৫টি
‘অ্যাডাল্ট ফিকশন’, ভৌতিক এবং ‘ভ্যাম্প্যায়ার’ কাহিনী
লেখেন।
প্রধান চরিত্রসমূহ
তিন গোয়েন্দা বলতেই বোঝায়
তিনজন কিশোর, যারা রহস্য
সমাধানে প্রচন্ড আগ্রহী, তবে
রহস্য সমাধানের পাশাপাশি
এডভেঞ্চারও তাদের অন্যতম
আকর্ষণ। কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড
এই তিনজন কিশোরকে ঘিরেই
গড়ে উঠেছে তিন গোয়েন্দার
কাহিনী। মাঝেমধ্যে জর্জিনা
পার্কার (সংক্ষেপে 'জিনা') ও
তার কুকুর রাফিয়ান (সংক্ষেপে 'রাফি') তাদের অভিযানে
সহায়তা করে। তিন গোয়েন্দা
'গ্রীণ হিলস স্কুল'-এ একই
শ্রেণীতে লেখাপড়া করে। তবে
তারা কোন শ্রেণীতে পড়ে,
বইতে তার উল্লেখ না থাকায় পাঠক কিশোর-কিশোরীরা
তিন গোয়েন্দাকে নিজের
শ্রেণীর বলে কল্পনা করে নেয়।
কিশোর, মুসা এবং রবিন -
তিনজনেই বাস করে যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ার রকি বীচ শহরে। তাদের বিভিন্ন
অ্যাডভেঞ্চারের কাহিনী
নিয়েই তিন গোয়েন্দা সিরিজ।
পরিচিতি
তিন গোয়েন্দা সিরিজের
বইগুলোর শুরুতেই একটা
পরিচিতি দেয়া থাকে, যেটা নতুন
পাঠকের জন্য সহায়িকার কাজ
করে। সাধারণত পরিচিতিটা এভাবে দেয়া হয়:
হ্যাল্লো কিশোর বন্ধুরা
আমি কিশোর পাশা বলছি
অ্যামিরিকার রকি বীচ
থেকে। জায়গাটা লস
অ্যাঞ্জেলসে, প্রশান্ত
মহাসাগরের তীরে। হলিউড থেকে মাত্র কয়েকমাইল দূরে।
যারা এখনও আমাদের পরিচয়
জানো না, তাদের বলছি আমরা
তিন বন্ধু একটা গোয়েন্দা
সংস্থা খুলেছি। নাম তিন গোয়েন্দা। আমি বাঙালি, থাকি চাচা-
চাচীর কাছে। দুই বন্ধুর
একজনের নাম মুসা আমান।
ব্যায়ামবীর, অ্যামিরিকার
নিগ্রো, আরেকজন রবিন
মিলফোর্ড, আইরিশ অ্যামিরিকান, বইয়ের পোকা।
একই ক্লাসে পড়ি আমরা।
পাশা স্যালভিজ ইয়ার্ডে
লোহা-লক্কড়ের জঞ্জালের
নিচে পুরোন এক মোবাইল
হোম-এ আমাদের হেডকোয়ার্টার।
[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]
তো, চলুন এবার তিন গোয়েন্দা সিরিজের বইগুলো ডাউনলোড করে ফেলা যাক 😀
বিঃ দ্রঃ পিডিএফ ফাইলগুলো আমি একটি গ্রুপের মাধ্যমে ফেইসবুকে আপ্লোড করেছি। তাই ডাউনলোড করার সময় যদি You must Login First দেখায় তবে আপনি আপনার একাউন্টে লগিন করলেই চলবে। যদি ফিশিং সাইট মনে করেন তাহলে facebook.com এ লগিন করে নিয়েন। এখানে যতগুলো ফাইল আছে তার সরগুলোরই One Click Download দেওয়া হল।
● তি.গো.ভলি : ১/১ (তিন গোয়েন্দা,কঙ্কাল দ্বীপ,রূপালি মাকড়সা)
● তি.গো.ভলি :১/২ (ছায়াশ্বাপদ,মমি,রত্নদানো)
● তি.গো.ভলি :২/১ (প্রেতসাধনা,রক্তচক্ষু,সাগর সৈকত)
● তি.গো.ভলি :২/২ (জলদস্যুর দ্বীপ-১,২,,সবুজ ভুত)
● তি.গো.ভলি :৩/১ (হারানো তিমি,মুক্তোশিকারী,মৃত্যুখনি)
● তি.গো.ভলি :৩/২ (কাকাতুয়া রহস্য,ছুটি,ভুতের হাসি)
● তি.গো.ভলি : ৪.১ (ছিনতাই,ভীষণ অরণ্য -১,২)
● তি.গো.ভলি :৪.২ (ড্রাগন,হারানো উপত্যকা,গুহামানব)
● তি.গো.ভলি :৫ (ভীতু সিংহ,মহাকাশের আগুন্তুক,ইন্দ্রজাল)
● তি.গো.ভলি :৬ (মহাবিপদ,খেপা শয়তান,রত্নচোর)
● তি.গো.ভলি :৭ (পুরনো শত্রু,বোম্বেটে,ভুতুরে সুড়ঙ্গ)
● তি.গো.ভলি :৮ (আবার সম্মেলন,ভয়ালগিরি,কালো জাহাজ)
● তি.গো.ভলি :৯ (পোচার,ঘড়ির গোলমাল,কানা বেড়াল)
● তি.গো.ভলি :১০ (বাক্সটা প্রয়োজন,খোঁড়া গোয়েন্দা,অথৈ সাগর-১)
● তি.গো.ভলি :১১ (অথৈ সাগর-২,বুদ্ধির ঝিলিক,গোলাপী মুক্তো)
● তি.গো.ভলি :১২ (প্রজাপতির খামার,পাগল সংঘ,ভাঙা ঘোড়া)
● তি.গো.ভলি :১৩ (ঢাকায় তিন গোয়েন্দা,জলকন্যা,বেগুনী জলদস্যু)
● তি.গো.ভলি :১৪ (পায়ের ছাপ,তেপান্তর,সিংহের গর্জন)
● তি.গো.ভলি :১৫ (পুরনো ভূত,জাদুচক্র,গাড়ির জাদুকর)
● তি.গো.ভলি :১৬ (প্রাচীন মুর্তি) ১
● তি.গো.ভলি :১৭ (ঈশ্বরের অশ্রূ,নকল কিশোর,তিন পিশাচ)
● তি.গো.ভলি :২০ (খুন,স্পেনের জাদুকর,বানরের মুখোশ)
● তি.গো.ভলি :২১ (ধূসর মেরু,কালো হাত,মুর্তির হুঙ্কার)
● তি.গো.ভলি :২৩ (পুরনো কামান,গেল কোথায়,ওকিমুরো কর্পোরেশন)
● Tin Goyenda 24
(operation Cox bazar)
● তি.গো.ভলি :২৪ (মায়া মেকড়ে) ২
● তি.গো.ভলি :২৪ (প্রেয়াত্মার প্রতিশোধ) ৩
Mirror Link
● তি.গো.ভলি :২৫ (জিনার সেই দ্বীপ,কুকুরখেকো ডাইনী,গুপ্তচর শিকারী)
● তি.গো.ভলি :২৭ (ঐতিহাসিক দুর্গ,তুষার বন্দি,রাতের আধারে)
● তি.গো.ভলি :২৮ (ডাকাতের পিছে)
● তি.গো.ভলি :২৮ (বিপজ্জনক খেলা)
● তি.গো.ভলি :২৮ (ভ্যাম্পায়ারের দ্বীপ)
● তি.গো.ভলি :২৯ (আরেক ফ্র্যাঙ্কেনস্টাইন,মায়াজাল,সৈকতে সাবধান)
● তি.গো.ভলি :৩০ (নরকে হাজির,ভয়ঙ্কর অসহায়,গোপন ফর্মূলা)
● তি.গো.ভলি :৩১ (মারাত্বক ভুল,খেলার নেশা,মাকড়সা মানব)
● তি.গো.ভলি :৩২ (প্রেতের ছায়া,রাত্রি ভয়ঙ্কর,খেপা কিশোর)
● তি.গো.ভলি :৩৪ (যুদ্ধ ঘোষনা,দ্বীপের মালিক,কিশোর জাদুকর)
● তি.গো.ভলি :৩৫ (নকশা,মৃত্যুঘড়ি,তিন বিঘা)
● তি.গো.ভলি :৩৬ (ঢক্কর,দক্ষিণ যাত্রা,গ্রেট রবিনিয়োসো)
● তি.গো.ভলি :৩৭ (ভোরের পিশাচ,গ্রেট কিশোরিয়াসো,নিখোঁজ সংবাদ)
● তি.গো.ভলি :৩৮ (উচ্ছেদ,ঠকবাজী,দীঘির দানো)
● তি.গো.ভলি :৪০ (গ্রেট মুসাইয়োসো) ২
● তি.গো.ভলি :৪৩ (সময় সুড়ঙ্গ) ২
● তি.গো.ভলি :৪৪ (প্রত্নসন্ধান,জবরদখল)
● তি.গো.ভলি :৪৪ (নিষিদ্ধ এলাকা) ২
● তি.গো.ভলি :৪৫ (বড়দিনের ছুটি) ১
● তি.গো.ভলি :৪৭ (নেতা নির্বাচন,সি সি সি,যুদ্ধযাত্রা)
● তি.গো.ভলি :৪৮ (হারানো জাহাজ,শ্বাপদের চোখ,পোষা ডাইনোসর)
● https://www.facebook.com/download/679950985466631/tg-v49.pdf
● তি.গো.ভলি :৫১ (পেঁচার ডাক,প্রেতের অভিশাপ,রক্তমাখা ছোরা)
● তি.গো.ভলি :৫২ (উড়ো চিঠি + স্পাইডারম্যান + মানুষখেকোর দেশে)
● তি.গো.ভলি :৫৪ (গরমের ছুটি, স্বর্গদ্বীপ, চাদের পাহাড়)
● তি.গো.ভলি :৫৬ (হারজিত,জয়দেবপুরে তিন গোয়েন্দা,ইলেট্রনিক আতঙ্ক)
● তি.গো.ভলি :৫৭ (ভয়াল দানব,বাশিঁ রহস্য,ভূতের খেলা)
● তি.গো.ভলি :৫৮ (মোমের পুতুল,ছবি রহস্য,সুরের মায়া)
● তি.গো.ভলি :৫৯ (চোরের আস্তানা) ১
● তি.গো.ভলি :৬০ (শুটকি বাহিনি,টাইম ট্রাভেল,শুঁটকি শত্রু)
● তি.গো.ভলি :৬১ (চাঁদের অসুখ) [তিন বন্ধু]
● তি.গো.ভলি :৬১ (মুকুটের খুঁজে তিন গোয়েন্দা)
● তি.গো.ভলি :৬২ (যমজ ভূত) [১,তিন বন্ধু]
● তি.গো.ভলি :৬৬ (পাথরে বন্দি, গোয়েন্দা রোবট, কালো পিশাচ)
● তি.গো.ভলি :৬৭ (ভুতের গাড়ি) [১,তিন বন্ধু]
● তি.গো.ভলি :৬৮ (টেরির দানো) [১,তিন বব্ধু]
● তি.গো.ভলি :৬৯ (পাগলের গুপ্তধন) [১,তিন বন্ধু]
● তি.গো.ভলি :৭০ (পার্কে বিপদ) [১,তিন বন্ধু]
● তি.গো.ভলি :৭২ (ভিনদেশি রাজকুমার,সাপের বাসা,রবিনের ডায়েরি)
● তি.গো.ভলি :৭৩ (পৃথিবীর বাইরে) [১,তিন বন্ধু]
● তি.গো.ভলি :৮৫ (গুপ্তধনের সন্ধানে,শয়তানের জলাভূমি,সেরা গোয়েন্দা)
● তি.গো.ভলি :৯০ (হিমগিরিতে সাবধান) ১
● তি.গো.ভলি :৯০ (খেপা জাদুকর) 3
● তি.গো.ভলি :৯৩ (পিশাচের আস্তানা,উরন্ত রবিন,অন্য ভুবনের কিশোর)
● তি.গো.ভলি :৯৬ (দ্বীপ রহস্য) ২
● তি.গো.ভলি :৯৯ (রুদ্র সাগর) [১,তিন বন্ধু]
● তি.গো.ভলি :১০৯ (ওয়ান্ডারল্যান্ড, খুনে রোবট, নেকড়ের গর্জন)
● তি.গো.ভলি :১১৪ (বুদ্ধির খেলা + অরণ্যের প্রতিশোধ + ভুতুড়ে বিমান)
● তি.গো.ভলি :১২৬ (ড্রাগনের গুহা) ১
● তি.গো.ভলি :১২৭ (অমঙ্গলের ছায়া, খুনি লাশ, ড্রাগনরাজার দেশে)
ঈদ সংখ্যা
● নীল অর্কিডের ভূত (ঈদ সংখ্যা)
● পিকনিক (ছোট গল্প)
লেখক : মোঃ মনজুরুল হোসেন সৌরভ (ফ্যান গল্প)
প্রকাশ : ফেসবুক
● হাইপারসনিক রহস্য
লেখক : রকিব হাসান
ভলিউম : গোয়েন্দা কিশোর, মুসা, রবিন
✱ Tin Goyenda Volume 1 to 60 in a rar archive (Download) ✱
এরকম আরও বই পেতে জয়েন করুন- Virtual Library
টিউনটি কেমন হয়েছে তা টিউমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না। কোনো লিংক যদি কাজ না করে তবে তা নিঃসঙ্কোচে জানান। যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে দেব। সবশেষে আপনাকে ধন্যবাদ যে ধৈর্যসহকারে এতক্ষণ টিউনটি পড়েছেন। হ্যাপি রিডিং 🙂
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANKS