আমি আবার ফিরে এলাম বাতিক্রমি কিছু সফটওয়ার নিয়ে। আসলে নেট এ সার্চ দিলেই যে সব রকমারী সফট পাউয়া যায় তা তো আমরা সবাই চিনি এবং ব্যবহার করি। মনে কি হয়না হয়ত আরও ভাল কিছু থাকতে পারে এর চে??
আমি নিজে বাতিক্রমি এবং সবচে ভাল জিনিস টাই ব্যবহার করার পক্ষে। আপনারা হয়ত অনেক ধরনের অডিও কনভার্টার ই ব্যবহার করেছেন। কিন্তু যখন Audio Converter এর রেটিং দেখবেন এবং টপ রেটেড Audio Converter - গুলি সম্পর্কে জানবেন তখন বুঝবেন এখন অনেক কিছুই হয়ত জানা এবং ব্যবহার করা বাকি।
1) SwitcPlus Audio converter::
এটি বেস্ট Audio Converter এর প্রতিযোগিতায় এক নম্বর এ আছে। অনেক খুজেও এটার ফুল ভার্সন টি ফ্রি তে খুজে পাইনি। কেউ দিতে পারলে খুসি হব।:)
2) RiverPast Audio Converter::
আমি বর্তমানে এটি ব্যবহার করছি। সত্যি কথা বলতে এটা আপনার মনের কথা বোঝে...কারন এতটা অসাধারন audio conversion capability আর কোনো audio converter থেকে আমি পাইনি। SwitchPlus ব্যবহার এর সৌভাগ্য না হলেও আমার ব্যবহার করা যে কোনো Audio Converter এর মধ্যে এটা নিঃসন্দেহে সেরা। RiverPast এ কনভার্ট করা audio টি হয় একদম নিখুত...conversion এর পর output audio এর মান থাকে পুরোপুরি input audio টির মতই। এটি ব্যবহার করাও অত্যন্ত সহজ।
conversion quality,feature,ease of use - এসবে RiverPast কে ১০০ তে ১০০ দেউয়া গেলেও এর একটি সমস্যাও আছে। এটি ব্যবহার এর জন্যে আপনার PC তে Quicktime 7.0 ইন্সটল করা থাকতে হবে। অবশ্য যাদের আগে থেকেই সফট টি আছে তারা কোনো ঝামেলা ছারাই বেবহার করতে পারবেন RiverPast Audio Converter full version একদম ফ্রী।
এখান থেকে নামিয়ে নিন RiverPast Audio Converter Full Version::
নামানোর পর ইন্সটল করুন সফট টি। Quicktime 7.0 যদি আগেই ইন্সটল করা থাকে তাহলে তো ভালই...নাহলে এখান থেকে DOWNLOAD করে নিন
আর আপনার কাছে আগে থেকে থাকলে তো আরও ভালো।
এখন উপভোগ করুন RiverPast Audio Converter Pro এর জাদু। ইন্সটল এর পর অবশ্যই Help>>Activate - এ গিয়ে keygen এ দেয়া তথ্য ঢুকিয়ে Full version টি Active করে নিন।
3) Noteburner::
এই converter টির conversion capability অনেক ভাল হলেও এটি ব্যবহার করা অত্যন্ত ঝামেলা। তাই আমার এটি এতটা পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে এটির ও ফুল ভার্সন আছে। কেউ চাইলে র্যাঙ্কিং এ ৩ নম্বর এ থাকা এই good looking Converter টি ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহারের ঝামেলা বাদ দিলে এটিও অনেক ভাল একটি converter। এটি মুলত ব্যবহার হয় কোনো অডিও Convert করে CD তে বার্ন করার কাজে।
DOWNLOAD করুন এখান থেকে
এ ক্ষেত্রে ও More>>Enter licence code এ গিয়ে ফুল ভার্সন টি অ্যাক্টিভ করে নিন।
4) Audio Commander::
এটিও অনেক দুর্লভ(!!) একটি Converter। কারন আমার পক্ষে এটির ও ফুল ভার্সন যোগার করা সম্ভব হয়নি। র্যাঙ্কিং এ এটির অবস্থান চার নম্বর এ।
5) ImTOO Audio Encoder::
এটির ব্যবহার অত্যন্ত সহজ এবং converted audio এর মান ও অত্যন্ত ভাল হয়। RiverPast নামিয়ে তারপর quicktime 7.0 নামানর মত ইচ্ছা না থাকলে বা quicktime না থাকলে এটা ব্যবহার করে দেখতে পারেন। এটি সাইজ এউ অত্যন্ত ছোট। আমি ফুল ভার্সন টি আপনাদের দিচ্ছি। Help>>Enter reg code এ গিয়ে আক্টিভ করে নিলেই হবে। আর এটাতে mp3 format এ কনভার্ট করার সময় অবশ্যই quality=normal এ দিবেন।
DOWNLOAD >>
[ মনে রাখবেন...একটা converter কখনই ভিডিও বা অডিও এর মান upgrade করতে পারে না...সেটা যত ভালই হোক না কেন। তাই কনভার্সন এর পুর্বে অবশ্যই খেয়াল করবেন যেন আপনার কাংখিত বিটরেট ও quality অরিজিনাল বিটরেট ও quality থেকে বেশি না হয়।]
আশা করি টিউন টি অনেকের কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। 🙂
আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভ্র হাসান ভাই খুবই ভাল টিউন হইছে,
ধন্যবাদ আপনাকে এতগুলু অডিও কনভার্টার শেয়ার করার জন্য।