স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক জাফর ইকবালের সম্পূর্ণ পরিচয় করিয়ে দেব এবং তার এ পর্যন্ত সকল প্রকাশিত বইয়ের ডাউনলোড লিংক শেয়ার করব।
প্রথমেই ড. মুহম্মদ জাফর ইকবাল এর পরিচিতি জানা যাক।
বিঃ দ্রঃ ড. মুহম্মদ জাফর ইকবালের পরিচয় পর্ব উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।
জন্ম | : ডিসেম্বর ২৩, ১৯৫২ (বয়স ৬২) সিলেট, বাংলাদেশ |
জীবিকা | : লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ |
ধরন | : উপন্যাস, বৈজ্ঞানি কল্পকাহিনী |
জাতীয়তা | : বাংলাদেশী |
জাত | : বাঙালি |
নাগরিকত্ব | : বাংলাদেশ |
উল্লেখযোগ্য পুরস্কার | : বাংলা একাডেমী পুরস্কার |
দম্পতি | : ড.ইয়াসমীন হক |
সন্তান | : পুত্র নাবিল ইকবাল, ইয়েশিম ইকবাল |
আত্মীয | : হুমায়ূন আহমেদ, আহসান হাবীব |
ব্যক্তিগত জীবন
জাফর ইকবালের জন্ম ডিসেম্বর ২৩, ১৯৫২, সিলেট। তাঁর পিতা মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান
আহমদ এবং মা আয়েশা আখতার
খাতুন। বাবা ফয়জুর রহমান আহমদের
পুলিশের চাকরির সুবাদে তার
ছোটবেলা কেটেছে বাংলাদেশের
বিভিন্ন জায়গায়। মুহম্মদ জাফর ইকবালের নাম আগে ছিল বাবুল। পিতা
লেখালেখির চর্চা করতেন এবং
পরিবারের এই সাহিত্যমনস্ক
আবহাওয়ায় জাফর ইকবাল খুব অল্প
বয়স থেকেই লিখতে শুরু করেন।
এটিকেই তিনি তার সহজ ভাষায় লিখতে পারার গুণের কারণ বলে মনে
করেন। তিনি তার প্রথম বিজ্ঞান
কল্পকাহিনী লেখেন সাত বছর বয়সে। ১৯৭১ সালের ৫ মে পাকিস্তানী আর্মি এক নদীর ধারে তার
দেশপ্রেমিক পিতাকে গুলি করে হত্যা
করে। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া জাফর
ইকবালকে পিতার কবর খুঁড়ে তার
মাকে স্বামীর মৃত্যুর ব্যাপারটি
বিশ্বাস করাতে হয়েছিল। আমেরিকাতে পড়ার সময় তিনি তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী
ইয়াসমিন হকের সাথে বিবাহবন্ধনে
আবদ্ধ হন। ড. ইয়াসমিন হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। ১৯৯৪ সালে তিনি আমেরিকা ছেড়ে দেশে ফিরে আসেন।
তাঁর দুই সন্তান - বড় ছেলে নাবিল ইকবাল
যুক্তরাষ্ট্রের কর্ণেল
বিশ্ববিদ্যালয় থেকে
পদার্থবিজ্ঞান ও গণিতে স্নাতক
সম্পন্ন করে বর্তমানে
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজিতে
পদার্থবিজ্ঞানে পিএইচডি করছেন
এবং কন্যা ইয়েশিম ইকবাল কর্ণেল
বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন
করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে
মনোবিজ্ঞানে পিএইচডি করছেন। ইয়েশিম ইকবাল তার কিশোর
উপন্যাস আমার বন্ধু রাশেদ
ইংরেজিতে রূপান্তর করেছেন Rashed,
my friend নামে।
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়
ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ তার বড় ভাই এবং রম্য ম্যাগাজিন উন্মাদের সম্পাদক ও কার্টুনিস্ট, সাহিত্যিক আহসান হাবীব তার ছোট ভাই।
শিক্ষাজীবন
জাফর ইকবাল ১৯৬৮ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৭৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তাঁর বিষয় ছিল - 'Parity
violation in Hydrogen Atom. সেখানে পিএইচডি করার পর বিখ্যাত ক্যালটেক থেকে তার ডক্টরেট-উত্তর গবেষণা সম্পন্ন করেন।
কর্মজীবন
ড. জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন
যথাক্রমে ১৯৭৫ ও ১৯৭৬ সালে। ১৯৭৫
সালে অনার্স-এ দুই নম্বরের
ব্যবধানে প্রথম শ্রেণীতে ২য় স্থান
অধিকার করেন। তিনি ১৯৮২ তে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি সম্পন্ন করে ১৯৮২
থেকে ১৯৮৮ পর্যন্ত
ক্যালিফোর্নিয়া ইনিস্টিটিউট
অফ টেকনোলজিতে সাফল্যের সাথে
ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন
করেন। ১৯৮৮ তে তিনি বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ
(বেলকোর) এ গবেষক হিসাবে
যোগদান করেন এবং ১৯৯৪ পর্যন্ত
সেখানেই কাজ করেন। ওই বছরেই
তিনি দেশে ফিরে আসেন এবং
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে
যোগদান করেন। তিনি একাধিকবার
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য
মনোনীত হন এবং
বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এক
সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
সংগঠন শিক্ষক সমিতির সভাপতির
দায়িত্বও পালন করেন।বর্তমানে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের
অধ্যাপক এবং তড়িৎ ও
ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের
বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
সাহিত্য
জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় জীবন
থেকেই লেখালেখি করেন। তার প্রথম
সায়েন্স-ফিকশন গল্প কপোট্রনিক
ভালোবাসা সাপ্তাহিক বিচিত্রায়
প্রকাশিত হয়েছিল। গল্পটি পড়ে
একজন পাঠক দাবি করেন সেটি বিদেশি গল্প থেকে চুরি করা। এর
উত্তর হিসেবে তিনি একই ধরণের
বেশ কয়েকটি বিচিত্রার পরপর
কয়েকটি সংখ্যায় লিখে পাঠান। তার
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে
এই গল্পগুলো নিয়ে কপোট্রনিক সুখ-দুঃখ নামে একটি বই প্রকাশিত
হয়। এই বইটি পড়ে শহীদ-জননী জাহানারা ইমাম খুবই প্রশংসা করেন এবং এই ঘটনায় তিনি এ ধরণের
আরও বই লিখতে উৎসাহিত হন। তার
প্রথম দিকের বিজ্ঞান
কল্পকাহিনীগুলো পাঠকমহলে
সমাদৃত হয়। সুদূর আমেরিকাতে বসে
তিনি বেশ কয়েকটি সায়েন্স- ফিকশান রচনা করেন। দেশে ফিরে
এসেও তিনি নিয়মিত বিজ্ঞান-
কল্পকাহিনী লিখে যাচ্ছেন, প্রতি বইমেলাতে তার নতুন সায়েন্স ফিকশান কেনার জন্যে পাঠকেরা ভীড়
জমায়।
তিনি কিশোর উপন্যাসের লেখক
হিসেবেও অত্যন্ত সফল। এই
শাখাতেই তার প্রতিভা সর্বোচ্চ
শিখর ছুঁয়েছে। তার লেখা অনেকগুলো
কিশোর উপন্যাস বাংলা কিশোর-
সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার একাধিক কিশোর উপন্যাস থেকে
চলচ্চিত্র নির্মিত হয়েছে।
তার বৈশিষ্ট্যসূচক সহজ ভাষায় লেখা
কলামগুলো অত্যন্ত জনপ্রিয়।
তিনি দৈনিক প্রথম আলোতে সাদাসিধে কথা নামে নিয়মিত কলাম
লিখে থাকেন। তাঁর লেখা
কলামগুলোতে তাঁর রাজনৈতিক
সচেতনা এবং দেশপ্রেমের পরিচয়
পাওয়া যায়। তাঁর স্বাধীনতা-
বিরোধী ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সরাসরি মত প্রকাশ এবং
প্রগতিশীল চিন্তাধারার ধারক
হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাধিক
সাহিত্য ও সংস্কৃতিসেবী ছাত্র
সংগঠনের উপদেষ্টা হিসেবে অবস্থান
বিভিন্ন সময় প্রতিক্রিয়াশীলদের রোষানলে পড়েছে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড গড়ে তোলার পিছনে তাঁর অসামান্য
অবদান রয়েছে। গণিত শিক্ষার উপর
তিনি ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বেশ কয়েকটি বই রচনা করেছেন। এর মাঝে "নিউরনে
অনুরণন" ও "নিউরনে আবারো
অনুরণন" বই দুটি গনিতে
আগ্রহীদের কাছে খুব জনপ্রিয়তা
লাভ করেছে।
পুরস্কার
● বাংলা একাডেমী পুরস্কার, ২০০৪।
● শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ২০০৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার
● কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক ২০০২
● খালেদা চৌধুরি সাহিত্য পদক বাংলা ১৪১০
● শেলটেক সাহিত্য পদক ২০০৩
● ইউরো শিশুসাহিত্য পদক ২০০৪
● মোহা. মুদাব্বর-হুসনে আরা সাহিত্য পদক ২০০৫
● মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পদক ২০০৫
● আমেরিকা এল্যাইমনি এ্যসোসিয়েশন পদক ২০০৫
● ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাইমনি অ্যাসোসিয়েশন পদক '০৫
উল্লেখযোগ্য রচনাবলী
উপন্যাস
■ বিবর্ণ তুষার
(১৯৯৩)
Part 1
Part 2
■ মহব্বত আলীর
একদিন
বৈজ্ঞানিক কল্পকাহিনী
■ অন্য জগত
■ ট্রাইটন একটি গ্রহের নাম (১৯৮৮)
■ বিজ্ঞানী সফদর আলীর মহা মহা
আবিস্কার (১৯৯২)
■
■ টুকি ও ঝায়ের (প্রায়) দুঃসাহসিক
অভিযান (১৯৯৭)
■
■ শাহনাজ ও ক্যাপ্টেন ডাবলু (২০০৩)
কিশোর সাহিত্য
কিশোর উপন্যাস
■ দীপু নাম্বার টু (উপন্যাস) -(১৯৮৪)
■ বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-
(১৯৯৮)
■ দস্যি ক'জন-(২০০৪)
■ দলের নাম ব্ল্যাক ড্রাগন-(২০১১)
■ রাতুলের রাত রাতুলের দিন-(২০১২)
■ Aro টুনটুনি ও ছোটচাচ্চু-(২০১5)
কিশোর গল্প
■ আমড়া ও ক্র্যাব নেবুলা-(১৯৯৬)
শিশুতোষ
ভ্রমণ ও স্মৃতিচারণ
বিজ্ঞান ও গনিত বিষয়ক
■ বিজ্ঞানের একশ মজার খেলা-
(১৯৯৪)
■ থিওরি অফ রিলেটিভিটি-(২০০৮)- m.facebook.com/download/447428262097704/Theory%20of%20Relativity%20-%20M.%20Zafar%20Iqbal.pdf
■ আরো একটু খানি বিজ্ঞান-
(২০১০)- m.facebook.com/download/366739663537191/Aro-Ektukhani-Biggan-Zafar-Iqbal.pdf
■ কোয়ান্টাম মেকানিক্স-(২০০৯)- jomirbd.wapka.mobi/site_download-pdf-book.xhtml?get-file=1014
কলাম সংকলন
■ দেশের বাইরে দেশ-(১৯৯৩)- m.facebook.com/download/1594954117426013/Desher%2BBaire%2BDesh%2BBy%2BMuhammad%2BJafar%2BIqbal.pdf
■ সাদাসিধে কথা-(১৯৯৫)- m.facebook.com/download/1453288584982732/Sadasidhe%2BKotha.pdf
■ নিঃসঙ্গ বচন-(১৯৯৮)- m.facebook.com/download/833967886678970/Nihsongo%2BBachon%2Bby%2BMd.%2BJafar%2BIqbal.pdf
■ প্রিয় গগন ও অন্যান্য-(১৯৯৯)- m.facebook.com/download/676678019125172/priyo-gogon-o-onnanno.pdf
■ হিমঘরে ঘুম ও অন্যান্য-(২০০০) - m.facebook.com/download/971930439494062/Himghore%2BGhum%2BO%2BOnnanno.pdf
■ ২০৩০ সালের একদিন ও অন্যান্য-
(২০০২)- m.facebook.com/download/1389963798000942/2030%2BSaler%2BEkdin%2BO%2BAnnano%2BM.%2BZafar%2BIqbal.pdf
■ এখনো স্বপ্ন দেখায়-(২০০৪) - m.facebook.com/download/904216402971111/Ekhono%2BShopno%2BDekhay%2B%2BBy%2BMuhammed%2BJafar%2BIqbal.pdf
■ ভবদহের গল্প এবং অন্যান্য-
(২০০৭)- m.facebook.com/download/1593679327554095/joshorer%2Bbhobodoher%2Bgolpo.pdf
■ বৈশাখের হাহাকার ও অন্যান্য-
(২০০৮) - m.facebook.com/download/1447033165610872/Boishakher%2BHahakar%2Bby%2BMd.%2BJafar%2BIqbal.PDF
■ বদনখানি মলিন হলে-(২০১২)- mediafire.com/?r4j98m7n2mvrdn3
ভৌতিক সাহিত্য
■ প্রেত-(১৯৮৩)- m.facebook.com/download/685045238262402/Pret%2Bby%2BMd.%2BJafar%2BIqbal.PDF
■ পিশাচিনী-(১৯৯২)- m.facebook.com/download/555394431265445/Pishachini%2Bby%2BMd.%2BJafar%2BIqbal.PDF
■ ছায়ালীন-(২০০৬)- m.facebook.com/download/109330456067196/Chayalin%20-%20M.%20Zafar%20Iqbal.pdf
■ ও-(২০০৮)- m.facebook.com/download/873777346023305/O%2Bby%2B%2BMd.%2BJafar%2BIqbal.PDF
■ দানব-(২০০৯)- m.facebook.com/download/1617574645147580/Danob.pdf
ছোট গল্প
■ একটি
মৃত্যুদণ্ড- m.facebook.com/download/955797464465488/Ekti%2BMrittudanda.pdf
■ ২য় অনুভূতি- m.facebook.com/download/699040940224553/ditio%2Bonubhuti(1).pdf
■ ক্যাপ্টেন জুক- m.facebook.com/download/958635930855874/Captain%2BJuke.pdf
■ প্রোগ্রামার- m.facebook.com/download/1404877189837896/Programmer.pdf
■ একজন দুর্বল
মানুষ-
(১৯৯২)- m.facebook.com/download/1605096763076535/Ekjon%2BDurbol%2BManush%2BBy%2BMuhammad%2BJafar%2BIqbal.pdf
■
ছেলেমানুষ
ী-(১৯৯৩)
Part 1
m.facebook.com/download/1585452941727373/chelemanusi1.pdf
Part 2
m.facebook.com/download/427148810801084/chelemanusi2.pdf
■ নুরূল ও তার
নোটবই-
(১৯৯৬) m.facebook.com/download/416297741890233/Nurul%2BEbong%2BTar%2BNote%2BBoi.pdf
বিঃ দ্রঃ উপরে দেওয়া পিডিএফ ফাইলগুলো ফেইসুক সার্ভারে একটি গ্রুপের মাধ্যমে আপলোড করেছি। আরও অন্যান্য লেখকের বই পেতে এই ফেইসবুক গ্রুপে জয়েন করতে পারেন।
টিউনটির মাধ্যমে আপনার উপকার হওয়ার মধ্যেই মূলত টিউনটির স্বার্থকতা নিহিত।তাই টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আজ এখানেই টিউনটি শেষ করলাম।খোদা হাফেজ।
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Superb…..