আসসালামু আলাইকুম টেকটিউনসের সদস্যরা, আশা করি এই পবিত্র রমজান মাসে সকলেই ভাল অছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারন একটি স্কিন প্যাক। স্কিন প্যাকটি উইন্ডজ পিসি ব্যবহারকারীদের জন্য। আপনারা যারা আগে স্কিনপ্যাক ব্যবহার করেছেন তাদের জন্য সম্পর্কে কিছু বলার নেই, কিন্তু যারা প্রথমবার স্কিনপ্যাক ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য সংক্ষেপে বলতে চাই -
মুলত স্কিনপ্যাক পিসির সিস্টেম ফাইল পরিবর্তন করার মাধ্যমে কাজ করে। স্কিনপ্যাক সিস্টেম ফাইল মডিফাই করার মাধ্যমে পিসির আইকন, ম্যানু এবং অন্যান্য আনুসাঙ্গিক বিষয়সমুহ পরিবর্তন করে।
আজকে আমি যে স্কিনপ্যাকটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে এন্ড্রয়েড ললিপপ স্কিনপ্যাক। আপনারা যারা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম পছন্দ করেন এবং আপনার উইন্ডোজ পিসিতে ল্যাটেস্ট এন্ড্রয়েড ললিপপ লুক দিতে চান তাদের জন্য আমার অজকের উপস্থাপনা এন্ড্রয়েড ললিপপ স্কিনপ্যাক।
Note: কিছু এন্টিভাইরাস স্কিনপ্যাকটিকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে। দুশ্চিন্তার কিছু নেই স্কিনপ্যাকের ক্ষেত্রে এ বিষয়টি স্বাভাবিক। তাই স্কিনপ্যাকটি ইনস্টল করার সময় কিছু সময়ের জন্য এন্টিভাইরাসটি ডিসেবল করে নিতে পারেন যাতে স্কিনপ্যাক ইনস্টলেশনে কোন সমস্যা না হয়।
ইনস্টলেশন নির্দেশনা:
অন্যান্য সফ্টওয়্যারের মতো স্কিনপ্যাকটির কম্প্লিট করুন। ইনস্টলেশান শেষ হওয়ার সাথে সাথে আপনার পিসির লুক এ পরিবর্তীত হয়ে যাবে।চলুন স্কিনপ্যাকটির একটি দেখে নেই।
|
আরো কিছু অসাধারন স্কিনপ্যাক:
সৌজন্যে: http://www.iTTimesbd.com
আমি আসিফ রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tnx.