আমরা সাধারনত পিডিএফ ফাইল পড়ার জন্য Adobi reader সহ বেশকিছু pdf reader ইউজ করি। আজ আমি আপনাদের দিব এমন একটি পিডিএফ স্যিউট যার মাধ্যমে আপনি যে কোন পিডিএফ ফাইল অন্য যে কোন পিডিএফ রিডার এর চেয়ে
১.৩ গুন দ্রুত রিড করতে পারবেন।
২.পিডিএফ এডিট করতে পারবেন।
৩.যে কোন ডকুমেন্ট অথবা ইমেজ ফাইল কে পিডিএফ ফাইলে কনভার্ট।
৪.পিডিএফ ক্রিয়েটর।
৫.আরো আছে Optical Character Recognition (OCR)।
৬.দুনিয়ার তাবত পিডিএফ ফাইল পরতে পারবেন যার অনেক গুলো আপনি adobi বা others রিডার দ্বারা ওপেন সম্ভব হত না।
৭.এর আছে একটি শক্তিশালী Security for Better Documents protection।যার মাধ্যমে আপনার ডকুমেন্ট গুলো নানা কারনে করাপশনের হাত থেকে বেঁচে যাবে।
৮.সবচে বড় কথা এটি লাইট ওয়েট সফটওয়্যার।
৯.নতুন ভার্সনে আছে পাসওয়ার্ড প্রোটেকশনের ব্যবস্থা যার মাধ্যমে আপনি আপনার গুরুত্বপুর্ন ফাইল সমুহ পাসওয়ার্ড লক করে রাখতে পারবেন।
১০.আরো আছে ক্রিস্টাল ক্লিয়ার ভিউ।
১১.1 click প্রিন্ট সিস্টেম সহ আরো অনেক সুবিধা যা ব্যবহার করলেই বুঝবেন
*এটি Pre activated তাই ক্র্যাক করার ঝামেলা নাই।
তো আর দেরি না করে ডাউনলোড করে ফেলুন মাত্র ১৮mb এর এই অসাধারন পিডিএফ স্যিউট টি।
এটি আমি আপনাদের টরেন্টের মাধ্যমে শেয়ার করবো.
প্রথমে নামিয়ে নিন মাত্র ৪০৪কেবি এর একটি টরেন্ট ডাউনলোডার। (যদি আপনার ডাউনলোড ম্যানেজার যদি টরেন্ট সাপোর্ট করে তবে নামানোর দরকার নেই)
তারপর নিচের লিঙ্কে ক্লিক করুন, ছোট্ট একটি টরেন্ট ফাইল ডাউনলোড হবে।
এরপর এই টরেন্ট ফাইলটিকে, প্রথমে ডাউনলোড কৃত টরেন্ট ডাউনলোডার দিয়ে open করুন আর রিজিউম সাপোর্ট সহ এক্সট্রিম স্পিডে ডাউনলোড করুন।
টরেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন হিমায়িত দিহান ভাই এর মেগা টিউনটি, click here
অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই হয়েছে, আমার একটা পিডিএফ এডিটর খুবই দরকার হয়ে পড়ছিল ।