আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক কাজে লাগবে বলে আশা করি.Net meter এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি কতটুকু ডাটা ব্যবহার করেছেন তার পূর্ণ Details দেখতে পাবেন.কত মেগা/গিগা আপনি ডাউনলোড করেছেন বা আপলোড করেছেন তার বিস্তারিত এখানে পাবেন.এমনকি এটি প্রতিদিন ,সপ্তাহ বা মাস অনুযায়ী আলাদা আলাদা ভাবে ডাটা ব্যবহারের পরিমাণ প্রদর্শন করে.বিস্তারিত আপনি ইচ্ছা করলে ms excel এ রাখতে পারবেন Export অপশনটির সাহায্যে
আর Net meter একটি freeware.কোন লাইসেন্সের ঝামেলা নাই.আর এটি খুবই ছোট একটি সফটওয়্যার.
সুতরাং এখান হতে ডাউনলোড করে ইন্সটল করে নিন.আপনারা netwrox সফটওয়্যারটিও ব্যবহার করতে পারেন কিছু advance ফিচার আছে এখান হতে ডাউনলোড করুন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আসলেই এটি অনেক কাজের জিনিস। আমি এটা ব্যবহার করি। কারন পিপলস টেল এর 1 গিগা প্যাকেজ নিয়েছিত । তাই হিসাব করে ব্যবাহার করতে হয়। এটা দিয়ে দৈনিক, সাপ্তাহিক এমনকি মাসিক ডাটার পরিমান হিসাব রাখা যায়। এবং ডেইলি রিপোর্টস ট্যাবটি এর মাধ্যমে দৈনিক কি পরিমান তথ্য ব্যবহার করা হয়েছে তাও দেখা যায়। যারা গিগাবাইট এর প্যাকেজ ব্যবহার করেন তাদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার।
ধন্যবাদ। অনেক কাজে লাগবে।