টিম ভিউয়ার হচ্ছে P2P ও ডেস্কটপ শেয়ারিং এর এক অনন্য বাস্তবতা। টিম ভিউয়ার এর সাহায্যে আপনি আপনার পিসি হতে অন্য পিসিতে খুব সহজেই রিমোট এক্সেস সহ ফাইল শেয়ারিং ও ঐ পিসিটি আপনার পিসি হতে চালাতে পারবেন। অর্থাৎ আপনার পার্টনার এর পিসিতে তার অনুমতিক্রমে আপনি রিমোটলি এক্সেস সহ তার পিসিটি নিয়ন্ত্রন করতে পারবেন। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে চ্যাটিং তো থাকছেই। এটি চালানোর সময় আপনার মনে হবে যে আপনি আপনার পিসিটিই চালাচ্ছেন।
আপনি এই অনন্য সফটওয়্যারটির সব বিস্তারিত তথ্য সহ ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে।
সবশেষে, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে যারা এর মজা আগেই নিয়েছেন তারা তো জানেনই যে জিনিসটা কি।
আর যারা নতুন তারা এখনই এই সফটওয়্যার এর মজা নিন। বাস্তবে আমি প্রথম যেদিন এটি ব্যবহার করি সেদিন আমি এর কাজ দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আর মনে মনে বলেছিলাম "এও সম্ভব" ।
মজার ব্যপার হচ্ছে ননকমার্শিয়াল ইউজারদের জন্য সফটওয়্যারটি একদম ফ্রি।
তাই দেরি না করে আজই এই তুলনাহীন সফটওয়্যার এর মজা নিন।
আমি লিংকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a tiny worm In this vast Cyber World.
ভাই আমি লেখার আগে তো সার্চ করলাম কিন্তু এইটা নিয়া তো কোন লেখা পাইলাম না।
আপনি যদি আগের লেখাটা পরে থাকেন তাহলে লিংক টা দিবেন দয়া করে। আমি সাথে সাথে আমার লেখাটা মুছে দিব।
hmmm মেহেদী আকরাম ভাই এর টিউনটা পরলাম। ভালোই। আর উনি শিরোনাম টা টিম ভিউয়ার দেননি এজন্যই আমি সার্চ করে টিউন টা পাইনি। যাই হোক আপনাকে লিংক টা দেয়ার জন্য ধন্যবাদ। তবে আমার মনে হয় মেহেদী আকরাম ভাই এর টিউনটা এখন একটু পুরনো হয়ে গিয়েছে। তাই নতুন অনেক টিউনার এই পোষ্ট হয়তবা দেখেনি।তাই আমি বিস্তারিত জানার জন্য মেহেদী আকরাম ভাই এর টিউনটা রেফার করব সবাইকে।
কিভাবে connect করতে হবে ও কিভাবে এটি চালাতে হবে সবই টিম ভিউয়ার এর সাইটে দেয়া আছে।
এছাড়া মেহদী আকরাম ভাইয়ের এই টিউনটিতেও দেয়া আছে : https://www.techtunes.io/featured/tune-id/521/
ভাই এইটা নিয়ে আগে একবার টিউন হইছে তাই টিউনের আগে টেকটিউনস পুরাটা একবার দেথে নিন