“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন ।আপনারা নিশ্চই Iobit প্রতিষ্ঠানের নাম শুনেছেন? জনপ্রিয় এই প্রতিষ্ঠানের সফটওয়ারও হয়তো অনেকে ইউজ করে ফেলেছেন ।আমি আজ আমার এই টিউনে জনপ্রিয় প্রতিষ্ঠান ইয়োবিট এর প্রায় সকল সফটওয়ারই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ।
Advanced System Care Pro
পিসি অপ্টিমাইজেশনের সেরা একটি সফটওয়্যার অ্যাডভান্স সিস্টেম কেয়ার ।পিসিকে সুপার ফাস্ট রাখার প্রায় সকল টুলস সফটওয়্যারটিতে রয়াছে । আপনি যদি নিজে থেকে পিসির যত্ন নাও করেন তবে সফটওয়্যারটি নিজ থেকেই আপনার পিসির যত্ন নেওয়া শুরু করে দিবে ।খুব অদ্ভুদ, তাই না? এই অদ্ভুদ সফটওয়ারের আরও কিছু অসাধারণ বৈশিষ্ট রয়েছে ।যেমন:-
১. উইন্ডোজের করাপ্টেড রেজিস্ট্রি ফাইল ফিক্স করা
২. ওয়েব ব্রাউজিং এর সময় পিসিকে সুরক্ষা প্রদান করা ।
৩. ব্রাউজারের লগিন সংক্রান্ত প্রাইভে অটো ক্লিন করা ।
৪. হার্ড ডিক্স ড্রাইভের পার্ফরমেন্স বৃদ্ধি করা ।
৫. ইন্টারনেট বুস্টারের মাধ্যমে সর্বোচ্চ ৩০০% পর্যন্ত ইন্টারনেট স্পিড বুস্ট করা ।
৬. কম্পিউটারে তৈরীকৃত যাবতীয় ময়লা আবর্জনা পরিষ্কার করা ।
এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Advanced System Care
ভার্সনঃ 8.3.0
লাইসেনসঃ Pro
দাম $19.99
সাপোর্টসঃ XP/Vista/win 7/win 8/win 8.1
☼ Download Advanced System Care Pro 8
☼ Lincence Key: 7FAC5-4AB1D-FFC7F-5CFD6
Iobit Malware Fighter
পিসি সুরক্ষিত রাখার সেরা একটি ইউটিলিটি Iobit ম্যালওয়ার ফাইটার ।আদতে এটি কোনো সম্পূর্ণ এন্টিভাইরাস না হলেও এন্টিভাইরাস থেকে এটি কোনো অংশে কম নয় । সাইজও তেমন বেশী না ।মাত্র ২৭ মেগাবাইট ।তবে আপনারা একে আবার অকাজের মনে করবেন না ।কারণ কখনও কখনও ছোট মরিচেরও ঝাল বেশি হয় ।
যেসব ফিচার রয়েছে সফটওয়ারটিতে-
১. পিসি স্লো না করেই ব্যাকগ্রাউন্ড প্রটেকশন ।
২. বেসিক এন্টি ম্যালওয়ার ফাংশন ।
৩. ম্যালওয়ারের বিরুদ্ধ রিয়েল টাইম প্রটেকশন ।
৪.ইউএসবি ভাইরাস সিকিউরিটি ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Malware Fighter
ভার্সনঃ 3.2.0
লাইসেনসঃ Pro
দাম $19.95
সাপোর্টসঃwin 200/xp/vista/7/8/8.1
☼ Download Malware Fighter
☼ Lincence Key: BFD23-CF39D-A6DD7-32EAF
Driver Booster
আপনি কি মাদারবোর্ডের ড্রাইভার সিডি প্যাকেজ টি হারিয়ে ফেলেছেন? কিংবা সিডি নষ্ট হয়ে গেছে? যার দরুণ পরিণতিতে ড্রাইভার সেটাপ করতে পারছেন না? তাহলে আপনার জন্য Iobit এর এক মাস্টারপিস রয়েছে- Iobit Driver Booster ।এই সফটওয়ারটি দ্বারা আপনি খুব সহজেই আপনার পিসির সকল ড্রাইভার ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রয়োজনে যেকোনো সময় আপনার পিসির ড্রাইভারগুলো ফ্রি আপডেট করে নিতে পারবেন ।এতে আপনার পিসির Performance আরও বৃদ্ধি পাবে ।কারণ অনেক সময় ড্রাইভারের পুরনো ভার্সন গুলোতে বাগ (Bug) থাকে যার কারণে সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারেনা কিংবা পিসির Performance কমিয়ে দেয় ।সুতরাং এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি এই ড্রাইভার বুস্টার সফটওয়ারটি ডাউনলোড করে নিতে পারেন ।
ইয়োবিট ড্রাইভার বুস্টারের ফিচারসমূহঃ
১. সহজভাবে পিসিতে ইনস্টলকৃত ড্রাইভারব্যাকাপ ।
২. স্বয়ংক্রিয়ভাবে আউটডেটেড ড্রাইভার আইডেন্টিফাই ।
৩. এক ক্লিকে সকল পুরনো ড্রাইভার আপডেট ।
৪. পিসির হার্ডওয়ারের সাথে ড্রাইভারগুলোকে এডজাস্ট করে নেওয়া ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Driver Booster
ভার্সনঃ 2.3.1
লাইসেনসঃ Pro
দাম $22.95
সাপোর্টসঃwin xp/vista/7/8/8.1
☼ Download Driver Booster
☼ Lincence Key: A77BC-522AD-8B49B-82AB2
Protected Folder
পিসিতে একান্ত ব্যক্তিগত ফাইল পাসওয়ার্ডের মাধ্মে সেইফ রাখার সেরা সফটওয়ার হচ্ছে ইয়োবিট প্রটেক্টেড ফোল্ডার ।এমন হাজার হাজার সফটওয়ার আছে ফাইল লক করার জন্য ।কিন্ত সকল সফটওয়ারই যে কাজের তা নয় ।দেখা যায় যে ঐসব সফটওয়ার লক করে রাখার পরও একটি সাধারণ ট্রিক প্রয়োগ করে তা আনলক করে ফেলে ।কিন্তু এই সফটওয়ারে এই ভয় নেই ।আরও মজার বিষয় হচ্ছে এই সফটওয়ার দিয়ে লক করা সকল ফাইলের ক্ষতি করা ভাইরাসের পক্ষে প্রায় অসম্ভব ।কারণ এই টুলসটি একটি পাসওয়ার্ড দিয়ে ফাইল Encrypt করে দেয় এবং এতে ততক্ষণ পর্যন্ত কেউ ফাইলটি এক্সেস করতে পারেনা যতক্ষণ পর্যন্ত না পুনরায় ঐ পাসওয়ার্ড দিয়ে ফাইলটি Decrypt করা হচ্ছে ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Protected Folder
ভার্সনঃ 1.2
লাইসেনসঃ Pro
দাম $ 19.95
সাপোর্টসঃ win xp/vista/7/8/8.1
☼ Download Protected Folder
☼ Lincence Key: DA71B-8016B-A2C74-F54B9
Iobit Uninstaller
যেকোনো সফটওয়ার রেজিস্ট্রিসহ আনইনস্টল করার এক শক্তিশালী সফটওয়ার হচ্ছে ইয়োবিট আনইনস্টলার ।উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলার দিয়ে সফটওয়ার আনইনস্টল করার পর সফটওয়ারটির সকল LeftOver ও রেজিস্ট্রি ফাইল পিসিতে থেকে যায় ।ফলাফল পিসি স্লো ।তাই আমি আপনাদের রিককোমেন্ড করবো উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের পরিবর্তে এই সফটওয়ারটি ব্যবহার করতে ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Iobit Uninstaller
ভার্সনঃ 4.3.0
লাইসেনসঃ Free
দাম $Free
সাপোর্টসঃwin xp/vista/7/8/8.1
☼ Download Uninstaller
☼ Lincence Key
Smart Defrag
এটি একটি হার্ড ডিস্ক ড্রাইভ ম্যানেজমেন্ট ইউটিলিটি ।আমরা জানি যে হার্ড ডিস্ক নষ্ট হওয়ার একটি প্রধান কারণ হার্ড ডিস্ক ফ্রাগমেন্টেড হয়ে যাওয়া । হার্ড ডিস্ক ফ্রাগমেন্টেড হয়ে পড়লে হার্ড ডিস্কও আগের মতো দ্রুত কাজ করেনা ।ফলে সম্পূর্ণ সিস্টেম ধীর গতির হয়ে পড়ে ।তাছাড়া বিভিন্ন ইরর তো আছেই ।তাই হার্ডডিস্কের এই ফ্রাগমেন্টেড দূর করার জন্য ডিফ্রাগমেন্টার ব্যবহার করা হয় ।ইন্টারনেটে অনেক ডিফ্রাগমেন্টার পাবেন ।তবে আমার কাছে এটাই সেরা মনে হয় ।আপনারা যদি হার্ব ডিস্ক সুস্থ রাখতে চান তাহলে ।সপ্তাহে অন্তত একদিন স্মার্ট ডিফ্রাগ দিয়ে পিসির সকল ড্রাইভ সম্পূর্ণ ডিফ্রাগমেন্ট করুন ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Smart Defrag
ভার্সনঃ 4.1.0
লাইসেনসঃ Free
দাম Free
সাপোর্টসঃ win xp/vista/7/8/8.1
Start Menu 8
আপনারা নিশ্চই জানেন জানালা ৭, XP কিংবা Vista তে যে স্টার্ট বাটন বিদ্মান তা জানালা ৮ এ দেওয়া হয়নি ।কিন্তু অনেক ব্যবহারকারী স্টার্ট বাটন ব্যবহার করতে চান ।এই সফটওয়ার সেই সকল ব্যবহারকারীদের এই অভাব পূরণ করবে ।শুধু তাই নয়, এই স্টার্ট মেনু চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Start Menu 8
ভার্সনঃ 2.2.0
লাইসেনসঃ Free
দাম Free
সাপোর্টসঃ win xp/vista/7/8/8.1/10
Iobit Unlocker
এই সফটওয়ারটি দ্বারা আপনি আপনার পিসির যেকোনো ফাইল কিংবা ফোল্ডার ডিলিট করতে পারবেন ।কিন্ত প্রশ্ন হল উইন্ডোজের ডিফল্ট ডিলিটিং প্রোগ্রাম দিয়ে যখন ফাইল বা ফোল্ডার ডিলিট করা যায় তাহলে এই সফটওয়ারের দরকার কি? আপনারা এটি ব্যবহার করবেন কারণ পিসিতে মাঝে মাঝে এমন সব ফাইল বা ফোল্ডার তৈরি হয় যা কোনোভাবেই উইন্ডোজের ডিফল্ট ডিলিটিং প্রোগ্রাম দিয়ে ডিলিট করা সম্ভব হয়না ।আর তখনই আপনার এই সফটওয়ারটির প্রয়োজন পড়বে ।
সফটওয়ার ডিটেইলসঃ
নামঃ Iobit Unlocker
ভার্সনঃ 1.1.0
লাইসেনসঃ Free
দাম Free
সাপোর্টসঃ win xp/vista/7/8
টিউনটির মাধ্যমে আপনার উপকার হওয়ার মধ্যেই মূলত টিউনটির স্বার্থকতা নিহিত ।তাই টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।আজ এখানেই টিউনটি শেষ করলাম ।খোদা হাফেজ ।
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া খুব সুন্দর টিউন ….কিন্তু licence key তো মাত্র ৩ মাসের !!!!!!!!!